তথ্য প্রযু্ক্তি নিয়ে কম বেশি সবাই জানার চেষ্টা করে। কারা এই কম্পিউটার আবিস্কার করেছেন, কত সালে করেছে ইত্যাদি। তারই ধারাবাহিকতায় আমি নিয়ে এসেছি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে বেশ কিছ প্রশ্ন-উত্তর। আশা করি এসব প্রশ্নগুলা কোন না কোন কাজে লাগবে।
প্রশ্নঃ কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তরঃ গননাকারী যন্ত্র।
প্রশ্নঃ কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তরঃ হাওয়ার্ড আইকেন। (এর সঠিক উত্তর নিয়ে মতভেদ আছে কেউ কেউ মনে করে চালর্স ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক )
প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ।
প্রশ্নঃ কম্পিউটার কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
প্রশ্নঃ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তরঃ রম (Rom)
প্রশ্নঃ কম্পিউটারে কোনটি নেই?
উত্তরঃ বুদ্ধি বিবেচনা
প্রশ্নঃ কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
প্রশ্নঃ কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তরঃ মাইক্রো প্রসেসর
প্রশ্নঃ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তরঃ হার্ডওয়্যার ।
প্রশ্নঃ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তরঃ বিল গেটস
প্রশ্নঃ কম্পিউটার বায়ােস (BIOS) কি?
উত্তরঃ Basic Input-Output System
প্রশ্নঃ কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বাের্ডকে কি বলে?
উত্তরঃ মাদারবাের্ড
প্রশ্নঃ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি
উত্তরঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার
প্রশ্নঃ মাউস ক্লিক বলতে কি বুঝায়?
উত্তরঃ মাউসের বাম বােতামে চাপা
প্রশ্নঃ কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উত্তরঃ ৩ ধরনের
প্রশ্ন : পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়?
উত্তরঃ প্রেজেনটেশন
প্রশ্নঃ কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়।
উত্তরঃ পেনড্রাইভ
প্রশ্নঃ বাংলা লেখার সফটওয়্যার কোনটি?
উত্তরঃ বিজয়
প্রশ্নঃ কমান্ড থাকে কোন মেনুতে থাকে?
উত্তরঃ মেনুতে
প্রশ্নঃ চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
উত্তরঃ 4004
প্রশ্নঃ প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
উত্তরঃ কতসালে? ১৯৭৯ সালে।
প্রশ্নঃ কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার।
Tag : সাধারণ জ্ঞান, তথ্যপ্রযুক্তি প্রশ্নোত্তর, কম্পিউটার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, সাধারণ নলেজ, sadaron gaan, general knowledge, computer question and answer, all question.
প্রশ্নঃ কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না?
উত্তরঃ দশমিক
প্রশ্নঃ কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ ন্যানাে সেকেন্ড
প্রশ্নঃ কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তরঃ সফ্টওয়্যার
প্রশ্নঃ কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
উত্তরঃ তথ্য বা ডাটা।
প্রশ্নঃ কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তরঃ নির্দেশ অনুযায়ী
প্রশ্নঃ কম্পিউটার যন্ত্র কোন ভাষা বােঝে?
উত্তরঃ নিজস্ব ভাষা
প্রশ্নঃ কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?
উত্তরঃ স্ক্যানার
প্রশ্নঃ সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কোনটি?
উত্তরঃ সুপার কম্পিউটার
প্রশ্নঃ শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানাে হত?
উত্তরঃ গণনার কাজ।
প্রশ্নঃ মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?
উত্তরঃ লজিক বাের্ড
প্রশ্নঃ দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?
উত্তরঃ মডেম
প্রশ্নঃ কম্পিউটার গণনার একক কোনটি?
উত্তরঃ বাইট
প্রশ্নঃ এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?
উত্তরঃ স্প্রেডশিট
প্রশ্নঃ বিশ্বের প্রথম কম্পিউটার প্রােগ্রামার কে?
উত্তরঃ লেডি অ্যাডা অগাষ্টা
প্রশ্নঃ পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?
উত্তরঃ মাল্টিমিডিয়া
আশা করি উপরোক্ত শেয়ার করা কম্পিউটার ও তথ্য প্রযুক্ত নিয়ে প্রশ্নোত্তরগুলা আপনাদের উপকারে আসবে। এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji