দিন যত যাচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা তত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বিকাশ, নগদ ও রকেট এর পর এখন এসেছে Upay Mobile Banking। Upay Mobile Banking এর মাধ্যমে Digitl সেবা অনেকাংশে এগিয়ে গিয়েছে। কেননা বিকাশের মতো Upay অ্যাপেও Payoneer থেকে টাকা নিয়ে আসা যায়। যারা বাংলাদেশে Freelancing করেন তাদের জন্যে Upay মোবাইল ব্যাংকিং সেবা খুবই গুরুত্বপূর্ণ। তাই যাদের Upay একাউন্ট নেই তারা এখনি Upay Account খুলে নিন। Upay একাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস নিচে দেওয়া হলো।
Upay মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম Play Store থেকে Upay অ্যাপটি ডাউনলোড করে নিন।অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখন ওপেন করুন আর পরবর্তী ধাপগুলা অনুসরণ করুন।
ধাপ - ০১ : অ্যাপটি Open হওয়ার পর নিচের দিকে থাকা বাম পাশের Registration আইকনে ক্লিক করুন।
ধাপ - ০২ : তারপর আপনার ব্যবহৃত একটি Mobile Number দিয়ে নিচের মোবাইল অপারেটর Select করুন। যেমন : Banglalink হলে বাংলালিংক সিলেক্ট করতে হবে।
ধাপ - ০৩ : মোবাইল নম্বরে একটি Otp Code আসবে যা অটোমেটিক Verify করে নিবে। (এখানে আপনাকে কিছু করতে হবে না।)
ধাপ - ০৪ : এই ধাপে আপনি আপনার Nid কার্ডের দু"পাশের ছবি তুলে সাবমিট করুন। (অবশ্যই ছবি তুলার সময় চারদিকে যেন পর্যাপ্ত আলো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।)
ধাপ - ০৫ : Nid Card এর ছবি তুলার পর নিজের Selfie তুলুন। (ছবি তুলার সময় অবশ্যই ২-৩ বার চোখের পলক ফেলতে হবে এবং হালকা করে ঘাড় নাড়াতে হবে।)
ধাপ - ০৬ : এখন এখান থেকে নিজের পেশা ও লিঙ্গ Select করে করুন।
ধাপ - ০৭ : এখন আপনার একাউন্টের জন্য ৪ ডিজিটের একটি Password দিন। (এমন একটি পাসওয়ার্ড দিন, যেন পরবর্তী সময়ে ভুলে না যান)। পাসওয়ার্ড সেট করার সাথে সাথে আপনার একাউন্ট সম্পূর্ণ তৈরী হয়ে যাবে। এখন যেকোন সময় এই একাউন্ট এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি ঘরে বসে Upay মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে নিতে পারবেন। এই বিভিন্ন একাউন্ট তৈরী করার প্রসেস জানতে আমাদের সাথে থাকুন।
2 Comments
gd post.thanks
ReplyDeletethank you so much
Deletepost a comment