ওয়েবসাইটে ফেসবুক পেজ এড করার নিয়ম। How to Add Facebook Page to Website

আপনার যদি একটি Blogger Website থাকে তাহলে উক্ত ওয়েবসাইটে আপনি আপনার Facebook Page যুক্ত করে Follower বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজকে একটি ব্লগার ওয়েবসাইটে Add করবেন। চিন্তা করার কিছু নেই, এই আর্টিকেলে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ফেসবুক পেজ যুক্ত করবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ব্লগার ওয়েবসাইটে Facebook Page এড করার নিয়ম

ব্লগের সৌন্দর্য ও ফেসবুক পেজে Follower বাড়াতে অধিকাংশ ব্লগাররা তাদের ওয়েবসাইটে Facebook Page এড করে রাখে। ফেসবুক পেইজ ব্লগার ওয়েবসােইটে এড করার দু’টি সুবিধা রয়েছে, একটি হচ্ছে - আমাদের ব্লগ থেকে ভিজিটর সরাসরি আমাদের পেজে Like দিতে পারবে। অন্যটি হচ্ছে, আমরা ব্লগের পোস্ট যখন ফেসবুক পেজে Share করবো তখন পেজের ফলোয়াররা আমাদের ওয়েবসাইট এর নতুন পোস্ট দেখে আবার ব্লগে ফেরত আসবে। নিচের পদ্ধতি অবলম্বন করে আপনি সহজে আপনার ফেসবুক পেজ ব্লগার ওয়েবসাইটে যুক্ত করে নিতে পারবেন। 



ব্লগার ওয়েব সাইটে ফেসবুক পেইজ এড করার উপায় :

ধাপ - ০১ : প্রথমে নিচের বক্স থেকে HTML কোডটি কপি করে একটি নোট পেইডে পেস্ট করে সংরক্ষণ করুন। (পরবর্তী ধাপগুলা অনুসরণ করুন)।

    Copy This Code 
    <div id="fb-root"></div>
    <script async defer crossorigin="anonymous" src="https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v10.0" nonce="tWa5Xhr6"></script>
    <div class="fb-page" data-href="https://www.facebook.com/Online-Work-103238928351085/" data-tabs="" data-width="" data-height="" data-small-header="false" data-adapt-container-width="false" data-hide-cover="false" data-show-facepile="false"><blockquote cite="https://www.facebook.com/Online-Work-103238928351085/" class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/Online-Work-103238928351085/">Online Work</a></blockquote></div>
ধাপ - ০২ : এখন নিচের ছবিটি লক্ষ করুন, ছবিতে সিলেক্ট করা নীল কালারের যে অংশটা আছে, তা কেটে দিয়ে আপনি আপনার Facebook page এর লিংক বসিয়ে দিন। অর্থাৎ এখানে যে লিংক দেওয়া আছে তার পরিবর্তে আপনি আপনার ফেসবুক লিংকটি দিয়ে দিন।

How to Add Facebook Page to Blogger



ধাপ - ০৩ : এখন আপনি পুরো HTML কোডটা কপি করে Blogger Website এর Layout অপশনে গিয়ে Add Gadget  বাটনে ক্লিক করে HTML / JavaScript সিলেষ্ট করে পেস্ট করে Save করে দিন। Save করার সাথে সাথে ফেসবুক পেজটি ব্লগার ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে।
 
How to Add Facebook Page to Blogger

এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজটি ব্লগার ওয়েবসাইটে সংযুক্ত করে নিতে পারবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। Blogging সম্পর্কিত যেকোন তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

1 Comments

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)