আজকের পোস্টটি বিশেষ করে Hsc শিক্ষার্থীদের জন্য, যারা কিনা ইংরেজি 2nd Paper এর ৩ নং এ আসা Completing sentences with " Suitable Phrase/ Words " Full Marks পেতে চাচ্ছেন। ইংরেজি 2nd Paper এর সবচেয়ে সহজ টপিক হচ্ছে ৩ নং এ আসা Completing sentences with " Suitable Phrase/ Words "।
উচ্চমাধ্যমিকে থাকার সময় এই Topic গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসা করি আপনাদেরও কাজে আসবে। ফুল মার্কস পেতে নিচের Rules গুলো ভালোভাবে পড়ুন। নিচের রুলসগুলো ভালোভাবে জানা থাকলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে।
Important Suitable phrases rules
RULE - 1 : ফাঁকা স্থানের পর "ing যুক্ত verb থাকলে , তাহলে ফাঁকা স্থানে বসবে "what's it like /would you mind"
RULE - 2 : বাক্যের মধ্যে Sub + ” than /to ” থাকলে ফাঁকা স্থানে বসবে "would rather”
RULE - 3 : ফাঁকা স্থানের পর Be verb + lived/remain থাকলে ফাঁকা স্থানে বসবে "it/there “
RULE - 4 : এক বাক্যে ২ টি Gap থাকলে, উক্ত ফাঁকা স্থানগুলোহে বসবে "what does.......look like or what's........like ?”
RULE - 5 : ফাঁকা স্থানের পর in/at/on/সাল থাকলে, উক্ত ফাঁকা স্থানে বসবে " was born"
RULE - 6 : “না-বোধক বাক্যের পর ফাঁকা স্থান থাকলে, উক্ত ফাঁকা স্থানে বসবে "Let alone"
RULE - 7 : ফাঁকা স্থানের পর " Sub + verb + obj + ? " থাকলে, উক্ত ফাঁকা স্থানে বসবে " What if ? "
RULE - 8 : ফাঁকা স্থানের পর যদি Adjective / Article থাকে তাহলে ফাঁকা স্থানে বসবে "as soon as" + Sub + verb + obj "(Note-Possible " as soon as " বসবে)
RULE - 9 : বাক্যের শুরুতে ফাঁকা স্থান থাকলে এবং বাক্যের মধ্যে " Then "থাকলে হবে " No sooner had "
RULE - 10 : ফাঁকা স্থানের পর Sub + Should / Might থাকলে " Lest " হবে
RULE - 11 : ফাঁকা স্থানের পর Sub + Finite V2 ( was, were ) + Obj থাকে তবে ফাঁকা স্থানে As if অথবা As though হবে ( Note- Pre indi...+____+Past indi) ( Past indi...+_____+Past Per)
RULE - 12 : ফাঁকা স্থানের পর শুধু Sub থাকলে "Neither will" হবে.
RULE - 13 : ফাঁকা স্থানের পর Sub + finite verb এর Present form + obj থাকলে হবে " as long as"
RULE - 14 : উদ্দেশ্য বা পরামর্শ বুঝালে " Had better " হবে.
RULE - 15 : যদি না বুঝালে Unless" হবে.
RULE - 16 : অতীতের ব্যবহার বুঝাতে "Used to " হবে
RULE - 17 : উদ্দেশ্য বুঝালে" in order to " বসবে
RULE - 18 : বাধ্যতা অনুমান বুঝাতে " Have to / Has to " হবে
আশা করি উপরোক্ত শেয়ার করা Suitable phrases rules গুলা আপনাদের উপকারে আসবে। এই রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।
1 Comments
good Information
ReplyDeletepost a comment
Emoji