ওয়েবসাইট তৈরী করার আগে যে বিষয়গুলা জানা প্রয়োজন। Website Tips

দিন যত যাচ্ছে Website এর চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে আপনাকে প্রথমে কিছু বিষয় জেনে নিতে হবে। তা নাহলে সঠিকভাবে Website তৈরী করতে পারবেন না। ওয়েবসাইট তৈরী করতে প্রাথমিক ভাবে যে বিষয়গুলা জানা দরকার আজকে আমরা উক্ত বিষয়গুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ওয়েবসাইট তৈরী করার আগে যে বিষয়গুলা জানা প্রয়োজন। Website Tips

য়েবসাইট তৈরীর ক্ষেত্রে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে, আপনি যদি কিছু না জেনে অন্য কারো নিকট থেকে সাইট তৈরী করেন তাহলে ঠকতে পারেন। তাই Website তৈরী করতে কি কি জানা থাকা প্রয়োজন, তা নিচে উল্লেখ করা হলো।

ওয়েবসাইট তৈরী করার আগে নিচের বিষয়গুলা জেনে নিন :

↺ আমরা কি ধরনের Website তৈরী করব এবং ওয়েবসাইটের জন্য কি ধরনের নাম ব্যবহার করব তা প্রথমে সিলেষ্ট করে নিতে হবে। নাম নির্বাচনে অবশ্যই যত ছোট রাখতে পারেন তত ভালো হয়। আমাদের “Domain ও Hosting” সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্লগার ওয়েবসাইটে ডোমেইন কিনলে হবে, তাতে কোনপ্রকার হোস্টিং এর প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরী করেন তাহলে ডোমেইনওে হোস্টিং দু’টিই প্রয়োজন।

↺ ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে “Theme/Template” খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরী করব সে অনুযায়ী “Theme/Template” সিলেষ্ট করব। (যদি আমরা News নিয়ে লেখালেখি করি তাহলে আমরা যেকোনো নিউজ ক্যাটাগরির থিম ব্যবহার করব। ম্যাগাজিন হলে ম্যাগাজিন থিম। এভাবে আমরা আমাদের ওয়েসাইটের কাজ অনুযায়ী থিম সিলেষ্ট করে নিব)।



↺ WordPress দিয়ে তৈরী ওয়েবসাইট এর প্লাগিন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। প্লাগিন্স কি, প্লাগিন্স এর ব্যবহার কি ভাবে করে ইত্যাদি। Blogger দিয়ে তৈরী সাইট হলে প্লাগিন্স এর বদলে আলাদা ভাবে বিভিন্ন Code ব্যবহার করতে হয়, সে সম্পর্কে ধারণা থাকে হবে।

↺ ওয়েবসাইট তৈরীর পর ওয়েবসাইটটি Customize করে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে এই সম্পর্কে যত বেশি জ্ঞান থাকবে ততই লাভ। পাশাপাশি Website Rank করানোর জন্য (SEO) এসইও সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তা নাহলে আপনার সাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন না।

↺ বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরীর সকল উপাদান অনলাইনে পাওয়া যায় তারপরেও সামান্য  হলেও আপনার ওয়েব ভাষা ও কোডিং সম্পর্কে ধারনা থাকতে হবে। যেন যেকোন সমস্যার মোকাবেলা আপনি নিজে নিজে করতে পারেন। 

উপরোক্ত Basic ধারনাগুলো জানা থাকলে আপনি একটি Website তৈরী করতে পারবেন বা অন্য কারো নিকট থেকে সাইট তৈরী করলেও সে আপনাকে ঠকাতে পারবে না এখন কথা হচ্ছে আপনি কি Free Version নাকি Paid Version ওয়েবসাইট তৈরী করবেন সেটা আপনার উপর নির্ভর করে। পেইড ভার্সনে সকল ধরনের সুবিধা পাবেন যা ফ্রি ভার্সনে কখনোই পাবেন না। এগুলা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।

আশা করি বুঝতে পারছেন, শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে নয় বরং যেকোন বিষয়ে কাজ করার আগে উক্ত বিষয় সম্পর্কে আগে থেকে জেনে রাখা ভালো। ব্লগার ওয়েবসাইট এর খুঁটিনাঁটি যেকোন তথ্য ও ব্লগার প্রিমিয়ার টেমপ্লেট পেতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments