বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শুধু সময় কাটানো নয়, এখন ফেসবুককে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরণের অনলাইন ভিত্তিক ব্যবসা সংগঠন। তবে ফেসবুকের নিরাপত্তা বিষয় সম্পর্কে নিয়ম-কানুন ভালো ভাবে না জানার ফলে অনেক ‘ই নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফেসবুক আইডি হ্যাক করে অথবা ভুয়া আইডি খুলে অপকর্মে জড়াচ্ছে একটি মহল। তাই নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার কিছু উপায় শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক।
ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বর্তমান সময়ে মানুষ ঘরে বসে ইনকাম করছে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ইত্যাদি তৈরী করে নানা রকম কর্মব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এছাড়াও প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে ব্যক্তিগত কিছু তথ্য থাকে, যা অন্যের হাতে গেলে বড় ধরনের বিপদ হতে পারে। তাই নিজের ফেসবুক আইডিকে যথাসম্ভব নিরাপদ রাখতে নিচের কৌশলগুলা অবলম্বন করুন।
Facebook Account নিরাপদ রাখার উপায় :
Facebook Account খোলার সময় আপনি যে মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেছেন, তা সবসময় সচল রাখুন। কারণ হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইমেইল পরিবর্তন করতে চাইলে সাথে সাথে আপনাকে সতর্ক করে দিবে। যদি মনে হয় আপনার একাউন্টের পাসওয়ার্ড দুর্বল তাহলে তা তাৎক্ষণিক পরিবর্তন করে নিন। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো শব্দ (যেমন- জন্মতারিখ, নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি) পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ছোট-বড় অক্ষর, নম্বর ও বিভিন্ন চিহ্ন মিলিয়ে কমপক্ষে ১২-১৫ ক্যারেক্টারের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
স্ট্যাটাস, ছবি ইত্যাদি সতর্কতার সঙ্গে এবং প্রাইভেসি নিশ্চিত করে শেয়ার করুন। ফেসবুকে নিজের জীবনাচরণকে যত বেশি উন্মুক্ত করবেন, আপনি তত বেশি ঝুঁকিতে থাকবেন। ফেসবুকের ক্ষেত্রে ট্রাস্ট কন্ট্যাক্ট এ তিন থেকে পাঁচজন ঘনিষ্ঠ ফেসবুক বন্ধুকে যুক্ত রাখুন। এর ফলে আইডি হ্যাক হয়ে গেলেও তা উদ্ধার করা সহজ হবে। ফেসবুকে প্রাইভেসি সেটিংস অপশনটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্টের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে প্রোফাইল লক করে রাখুন। ফেসবুক অ্যাকাউন্টে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখুন। এর জন্য ফেসবুকের সেটিংস থেকে Security and login এ গিয়ে two-factor authentication অপশনে মোবাইল নম্বর কিংবা ইমেইল যুক্ত করুন।
উপরোক্ত কৌশল/উপায়গুলা মেনে চললে আশা করি আপনার ফেসবুক একাউন্ট নিরাপদে থাকবে। তাই নিয়মগুলা মেনে ফেসবুক ব্যবহার করুন। আর ফেসবুক সম্পর্কে বিভিন্ন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji