হাতে স্মার্ট ফোন থাকা মানে একটি G-mail Account অবশ্যই আমাদের থাকতে হবে। মোবাইলে অনলাইনের যেকোন কাজ করার জন্য G-mail প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। তবে আমাদের মধ্যে অনেকেই G-mail একাউন্ট তৈরী করতে জানেন না। যারা জানেন না কিভাবে একটি জিমেইল একাউন্ট তৈরী করতে হয় তাদের জন্যে আজকের এই আর্টিকেল। এই আর্টিকেলে আমি আপনাদের দেখিয়ে দিব, কিভাবে আপনি একটি G-mail Account সঠিক ভাবে তৈরী করবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
G-mail Account এর অসংখ্য সুবিধা ও অধিক গ্রহণযোগ্যতার ফলে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত সার্ভিস এটি। যা ছাড়া একটা স্মার্ট ফোন সঠিক ভাবে ব্যবহার করা যায় না। তো চলুন জেনে নেওয়া যাক, ঘরে বসে কিভাবে নিজে নিজে G-mail Account তৈরী করতে হয়।
G-mail Account খোলার নিয়ম :
ধাপ - ০১ : প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে G-mail এর মূল পেজে চলে আসুন।ধাপ - ০৩ : পরবর্তীতে যে পেইজটি আসবে তাতে আপনার Full Name, Username এবং Password দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : এই ধাপে আপনি আপনার Mobile Number, Birthday ও Gender সিলেষ্ট করে Next এ ক্লিক করুন। Next এ ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি Otp আসবে।
ধাপ - ০৫ : এখন মোবাইল নাম্বারে আসা ৬ ডিজিটের Otp কোডটি দিয়ে Verify বাটনে ক্লিক করুন ।
Verify বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার একাউন্টটি তৈরি হয়ে যাবে। তবে Account তৈরী করার পর একাউন্টটি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই অন্যকোন Gmail ও Phone Number দিয়ে Recovery করে নিবেন। এতে করে কেউ আপনার জিমেইলটি Hack করতে পারবে না। আশা করি Gmail তৈরী করার নিয়ম বুজতে পারছেন। এখন আসুন জেনে নেওয়া যাক জি-মেইল আইডির সুবিধাগুলা।
G-mail আইডি খোলার সুবিধা :
১) Website, Facebook, Twitter, Youtube সহ অনলাইনে যেকোন Account খোলার ক্ষেত্রে Gmail এর প্রয়োজন হয়।এই ছিল G-mail Account তৈরী করার নিয়ম ও এর সুবিধাসমূহ। G-mail Account খুলতে আশা করি আর কোন সমস্যা হবে না। এরকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji