দিন যত যাচ্ছে E-book বা Pdf ফরমেট বইয়ের চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। বই রাখা নিয়ে নেই কোনো ঝামেলা, তেমনি Mobile Phone, Tablet, Laptop বা Computer ব্যবহার করে পড়ে ফেলা যায় খুব সহজে ও অল্প সময়ে। তবে, একটা নতুন বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া ও নতুন বইয়ের ঘ্রাণ এর সুবাস কখনোই ফুরাবে না। ডিজিটাল এই যুগে এসে কাগজের চাহিদা অনেকাংশে কমে গেছে, মানুষ অনলাইনে সবকিছু করে ফেলছে। আপনি যদি অনলাইনে ফ্রিতে বইতে পড়তে ভালোবাসেন তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। আজকের এই আর্টিকেলে আমি সেরা ৫টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেগুলার মাধ্যমে আপনি খুব সহজে পিডিএফ বই Download করতে ও পড়তে পারবেন।
১. bd ebooks- www.bdebooks.com
২. Amar boi- www.amarboi.com
৩. Amar books- www.amarbooks.org
৪. Soviet books in bengali- www.sovietbooksinbengali.com
৫. All bangla boi- www.allbanglaboi.com
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি অনলাইন থেকে এসব ওয়েবসাইটের মাধ্যমে বই পড়তে পারবেন। এগুলো ছাড়াও আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় সকল বইসমূহ।
0 Comments
post a comment
Emoji