ওয়েবসাইটের স্পিড চেক করার উপায়। Website Speed Check

একটি ওয়েবসাইটের জন্য স্পিড খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ওয়েবসাইটে স্পিড দূর্বল হয়, ওয়েবসাইটে প্রবেশ করতে অনেক বেশি সময় লাগে তাহলে উক্ত সাইটে ভিজিটর ধরে রাখা খুবই কষ্টকর। যদি আপনার কোনো Website থাকে তাহলে উক্ত সাইটের স্পিড কেমন তা সবসময় জেনে রাখা প্রয়োজন। আর ওয়েবসাইটের Speed চেক করার জন্য আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে সেরা তিনটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেগুলার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড কেমন তা চেক করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক।

Website Speed Check

আপনার তৈরী করা ওয়েবসাইটের স্পিড কেমন তা সবসময় পরীক্ষা করা প্রয়োজন। কেননা, একটি ওয়েবসাইটের স্পিড এর সাথে ভিজিটর আসার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই সর্বদা আপনার ওয়েবসাইটের স্পিড চেক করার জন্য নিচের ৩টি ওয়েবসাইট ব্যবহার করুন। যেগুলার মাধ্যমে খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিতে পারবেন।



1. PageSpeed Insights : এই সাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিতে পারবেন। মোবাইল ও কম্পিউটারে ওয়েবসাইটে লোডিং স্পিড কেমন তা আলাদা ভাবে দেখে নিতে পারবেন। বলা যায় ওয়েবসাইটের স্পিড চেক করার আদর্শ একটি স্থান এই সাইট।

ওয়েবসাইটের স্পিড চেক করার উপায়

2. GTmetrix : এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি আপনার সাইটের স্পিড চেক করে নিতে পারবেন। এছাড়াও নিজের সাইটের সাথে অন্যের সাইটের তুলনাও করতে পারবেন। তবে এই সাইটে স্পিড চেক করতে হলে বর্তমান সময়ে প্রথমে সাইন আপ করে নিতে হবে।

Website Speed Check



3. Pingdom Website speed test : এই সাইটের মাধ্যমেও আপনি আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিতে পারবেন। স্পিড চেক করার পাশাপাশি ওয়েবসাইটের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দেখতে পারবেন।

ওয়েবসাইটের স্পিড চেক করার উপায়
আশা করি বুঝতে পারছেন, যাদের ওয়েবসাইট আছে উপরোক্ত সাইটগুলা থেকে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিতে পারবেন। যদি মনে হয়, লোডিং স্পিড বেশি তাহলে স্পিড নিয়ে কাজ করুন। কারণ লোডিং স্পিড এর সময় বেশি হলে ভিজিটর পাবেন না। ব্লগিং সম্পর্কিত যেকোন তথ্য সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments