দিন যত যাচ্ছে আধুনিকতার ছোয়া তত বৃদ্ধি পাচ্ছে. একটা সময় ছিল যখন মানুষ
তার রুমের কোণে একটি নির্দিষ্ট সেলফে বিভিন্ন ধরণের বই সাজিয়ে রাখত। যখন সময় পেত তখন
ওই বইগুলার মধ্যে একটি বই নিয়ে গুন গুন করে পড়ত আর সময় কাটাত।
কিন্তু বর্তমান সময়ে মানুষ বই পড়বে কখন, সবাই তো বিভিন্ন ইলেকট্রনিক
গ্যাজেট নিয়ে ব্যস্ত। আর এই ইলেকট্রনিক মাধ্যমকে কাজে লাগানোর জন্য একদল চিন্তাশীল
মানুষ নিয়ে এসেছে অনলাইন মুদ্রিত ডিজিটাল ফরমেট আকারের বিভিন্ন ধরণের পিডিএফ বই সমূহ।
আর তা যদি হয় ফ্রী আর আমার - আপনার হাতের নাগালে তাহলে তো আর কোনো কথাই হয় না। হ্যাঁ আজকে আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব।যেখান থেকে আপনি খুব সহজে ফ্রীতে বিভিন্ন ইসলামিক বই, গল্প, উপন্যাস, কবিতা, কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কিত তথ্য, ছোট গল্প, হিমু সিরিজের বই সহ নানা ধরণের বইসমূহ পড়তে পারবেন।
এই সাইটের সুবিধাসমূহ :
১) যে কোন বই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
২) ডাউনলোড করার আগে প্রয়োজনে অনুসারে পড়তে পারবেন।
৩) এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন।
তাই দেরি না করে এখনি বই পড়তে - ঘুরে আসুন ই-গ্রন্থাগারে। যেকোন বিষয়ে নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji