[ বি:দ্র - এটি কোনো fake অ্যাপ না। এটি হলো trust bank এর একটি অ্যাপ। ‘বলতে পারেন bkash - nogod - upay অ্যাপের মতো’। আর হ্যাঁ এখন পর্যন্ত এই অ্যাপে কোনো প্রকার রেফার কমিশন চালু হয় নি। শুধু আপনাদের অ্যাপটি সম্পর্কে অবগত করার জন্য আজকের এই পোস্টটি করা ]
ধাপ - ০১ : প্রথমে লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিন। তারপর সকল permission গুলো allow করে GET STARTED এ ক্লিক করুন।
ধাপ - ০২ : এখনে আপনার ফোন নম্বর এবং অপারেটর সিলেক্ট করে নিন। তারপর আপনার ফোনে একটি OTP VERIFICATION কোড আসবে, কোড টি বসিয়ে দিন এবং Confirm Otp অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৩ : এখন এখান থেকে Next এ ক্লিক করুন।
ধাপ - ০৪ : এখন আপনার যাবতীয় তথ্য
দিয়ে ঘরগুলো পূর্ণ করুন। [যেমন - আপনার নাম, জেন্ডার, পেশা এবং পিন নাম্বার ]
ধাপ - ০৫ : তারপর LET’S
COUNTINUE তে ক্লিক করুন।
ধাপ - ০৬ : আপনার NID Card এর সামনে এবং পিছনের ছবি তুলে
সাবমিট করুন।
ধাপ - ০৭ : তারপর আপনার সেলফি তুললেই একাউন্ট সম্পূর্ণ হয়ে
যাবে।
ধাপ - ০৮ : তো দেখুন একাউন্ট তৈরী হয়ে গেছে।
ধাপ - ৯ : এখন দেখুন আমি অ্যাপটি তৈরী করার কারণে আমাকে ২৫ টাকা বোনাস দেওয়া হয়েছে ও ২৫ টাকা রিচার্জ করার জন্য আরও ২৫ টাকা বোনাস দিয়েছে। [ মাত্র ২ মিনিটে ৫০ টাকা নিজের পকেটে ডুকে গেল।]
তাই দেরি না করে এখনি লুফে নিন ফ্রিতে ৫০ টাকা।
0 Comments
post a comment
Emoji