সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিন ৫০ টাকা বোনাস । Trust Axiata Pay (tap) app

আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো। যেই অ্যাপটি sign up করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ২৫ টাকা বোনাস. আর এই ২৫ টাকা যদি রিচার্জ করেন তাহলে আরো ২৫ টাকা বোনাস পাবেন। তাই অপেক্ষা না করে, এখনি ৫০ টাকা সম্পূর্ণ ফ্রিতে পেতে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে দেখুন।


[ বি:দ্র - এটি কোনো fake অ্যাপ না। এটি হলো trust bank এর একটি অ্যাপ। ‘বলতে পারেন bkash - nogod - upay অ্যাপের মতো’। আর হ্যাঁ এখন পর্যন্ত এই অ্যাপে কোনো প্রকার রেফার কমিশন চালু হয় নি। শুধু আপনাদের অ্যাপটি সম্পর্কে অবগত করার জন্য আজকের এই পোস্টটি করা ]

ধাপ - ০১ : প্রথমে লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিন। তারপর সকল permission গুলো allow করে GET STARTED এ ক্লিক করুন।

 

ধাপ - ০২ : এখনে আপনার ফোন নম্বর এবং অপারেটর সিলেক্ট করে নিন। তারপর আপনার ফোনে একটি OTP VERIFICATION কোড আসবে, কোড টি বসিয়ে দিন এবং Confirm Otp অপশনে ক্লিক করুন।

 


ধাপ - ০৩ : এখন এখান থেকে Next এ ক্লিক করুন।


ধাপ - ০৪ : এখন আপনার যাবতীয় তথ্য দিয়ে ঘরগুলো পূর্ণ করুন। [যেমন - আপনার নাম, জেন্ডার, পেশা এবং পিন নাম্বার ]


ধাপ - ০৫ : তারপর LET’S COUNTINUE তে ক্লিক করুন।



ধাপ - ০৬ : আপনার NID Card এর সামনে এবং পিছনের ছবি তুলে সাবমিট করুন।



ধাপ - ০৭ : তারপর আপনার সেলফি তুললেই একাউন্ট সম্পূর্ণ হয়ে যাবে।



ধাপ - ০৮ : তো দেখুন একাউন্ট তৈরী হয়ে গেছে। 



ধাপ - ৯ : এখন দেখুন আমি অ্যাপটি তৈরী করার কারণে আমাকে ২৫ টাকা বোনাস দেওয়া হয়েছে ও ২৫ টাকা রিচার্জ করার জন্য আরও ২৫ টাকা বোনাস দিয়েছে। [ মাত্র ২ মিনিটে ৫০ টাকা নিজের পকেটে ডুকে গেল।]

তাই দেরি না করে এখনি লুফে নিন ফ্রিতে ৫০ টাকা।



সময়ের সাথে এই অফারটি পরিবর্তন হতে পারে তাই। যখনি একাউন্ট করবেন, তখন যাচাই করে নিবে বর্তমানে অফারটি আছে কিনা। আশা করি বুঝতে পারছেন, এরকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments