যদি নিজেকে ডিগ্রির শিক্ষার্থী বলে পরিচয় দিতে লজ্জা লাগে তাহলে ভাই পড়ালেখা বাদ দিয়ে দেন। আপনার জন্য এই পড়ালেখা না। ডিগ্রি তো তাদের জন্য, যারা কিনা নিজের মাথা উচু করে নিজেকে ডিগ্রির শিক্ষার্থী বলে পরিচয় দিতে কোনো চিন্তা করে না, বরং সাবলীল ভাষায় বলার দৃঢ় মনোবল রাখে...। যারা কিনা নিয়মিত পড়ালেখা করে ভালো একটা সিজিপিএ অর্জন করতে প্রস্তুত থাকে তাদের জন্য এই ডিগ্রি কোর্স ।
ডিগ্রি পড়ে যদি কিছুই
করা না যেত তাহলে ডিগ্রি নামক অধ্যায়টা বাংলার মাটিতে থাকত না। যখন নিজেই ডিগ্রিকে
আড় চোখে দেখবেন তখন পড়তে বসেও পড়া হবে না, কারণ একটাই আপনার চিন্তা ডিগ্রি করে তো
কিছুই হয় না,পড়ে কি করব। আর দিনশেষে পরীক্ষার
পরে আপনার ফলাফল থাকবে জিরো,জিরো,জিরো। যে রেজাল্ট ধারা সত্যি আপনি দেখবেন ডিগ্রি
পড়ে আসলে তো চাকরি পাওয়া যায় না।
যারা নিজের মেধা খাটিয়ে, দিনরাত অক্লান্ত
পরিশ্রম করে হাজারো কাজের ফাঁকে বইকে সময় দিচ্ছে তারাই একটা সময় ভালো সিজিপিএ নিয়ে
বের হয়ে ভালো কিছু নিজেই নিজেকে উপহার দিবে।পাবলিক ভার্সিটির ছাত্র
হয়েও যদি আপনি ভালোভাবে না পড়েন দিনশেষে আপনার ফলাফল হবে জিরো। ঠিক ডিগ্রি বলেন,
অনার্স বলেন সব ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ।
"পড়তে হবে, ভালো রেজাল্ট পেতে হবে"
হয়তো ৩-৫ বছর শিক্ষাপ্রতিষ্ঠানের
নাম ভাঙ্গিয়ে চলতে পারবেন। এই সময়টা পার হয়ে গেলে তখন আর আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের
কোনো মূল্য থাকবে না। "মূল্য থাকবে শুধু
প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সার্টিফিকেট আর আপনার মেধার"।
"দিনশেষে একটাই কথা" পড়তে হবে, হ্যাঁ পড়তেই হবে। মনোযোগ সহকারে পড়তে হবে, ভালো রেজাল্ট অর্জন করতে হবে । আর এই রেজাল্ট ঠিক করে
দিবে আমি কি করতে পারব আর কি করতে পারব না।
তাই
আর "অবহেলা নয়, দৃষ্টিভঙ্গি বদলান"
ইনশাআল্লাহ দিনশেষে ভালো কিছু উপহার পাবেন 😊
(সমাপ্ত)
লেখা - মোঃ বিল্লাল হোসেন
------------------------
যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদে সাথে থাকুন।
2 Comments
অনার্স ভর্তি ২য় মেধা তালিকা ফলাফল দারুন সংবাদ জানালেন কিন্ত এমনও সময় আসে যে সাইটে দেখা যাইনা | আমি চায় সকল কিছু আপনার সাইটে দেখতে ।সত্য কথা বলতে আপনার সকল কিছুর মাধুর্য নিয়ে আছে।বিস্তারিত জানতে একবার ঘুরে তো আসতে পারেনে একবার।
ReplyDeleteঅনার্স ভর্তি ২য় মেধা তালিকা ফলাফল
অনার্স ভর্তি ২য় মেধা তালিকা ফলাফল দারুন সংবাদ জানালেন কিন্ত এমনও সময় আসে যে সাইটে দেখা যাইনা | আমি চায় সকল কিছু আপনার সাইটে দেখতে ।সত্য কথা বলতে আপনার সকল কিছুর মাধুর্য নিয়ে আছে।বিস্তারিত জানতে একবার ঘুরে তো আসতে পারেনে একবার।
ReplyDeleteঅনার্স ভর্তি ২য় মেধা তালিকা ফলাফল
post a comment
Emoji