আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের মেধা খাটিয়ে নিত্য-নতুন পোস্ট করতেছেন অথচ সেই পোস্ট অন্যকেউ কপি/চুরি করে নিজের নামের চালিয়ে দিচ্ছে তাহলে তো এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। তাই আজকের এই পোস্টে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কন্টেন্টগুলা নিরাপদে রাখতে পারবেন।
ব্লগ-পোস্ট কপি হওয়া থেকে নিরাপদে রাখতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন :
ধাপ - ০১ : প্রথমত আপনি আপনার ব্লগে লগইন করে প্রবেশ করুন তারপর উপরের বাম পাশে থ্রি-ডট বাটনে ক্লিক করে Layout অপশনে চলে আসুন।
ধাপ - ০২ : Layout অপশনে আসার পর "Add new gadget" এ ক্লিক করে Html Javascript অপশনটি সিলেক্ট করুন।
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script><script type='text/javascript'>if (typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" );} else {document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" );}</script>
এখন ব্লগসাইটে গিয়ে দেখুন কোনো কন্টেন্ট ওই কপি করা যাচ্ছে না। আশা করি বুজতে পারছেন। এই রকম নিত্যনতুন আর্টিকেল পড়তে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji