ব্লগ পোস্ট কপি হওয়া থেকে নিরাপদে রাখুন - Blog post don't copy html code

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের মেধা খাটিয়ে নিত্য-নতুন পোস্ট করতেছেন অথচ সেই পোস্ট অন্যকেউ কপি/চুরি করে নিজের নামের চালিয়ে দিচ্ছে তাহলে তো এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। তাই আজকের এই পোস্টে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কন্টেন্টগুলা নিরাপদে রাখতে পারবেন।

Blog post don't copy html code

ব্লগ-পোস্ট কপি হওয়া থেকে নিরাপদে রাখতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন :

ধাপ - ০১ : প্রথমত আপনি আপনার ব্লগে লগইন করে প্রবেশ করুন তারপর উপরের বাম পাশে থ্রি-ডট বাটনে ক্লিক করে Layout অপশনে চলে আসুন।




ধাপ - ০২ : Layout অপশনে আসার পর "Add new gadget" এ ক্লিক করে Html Javascript অপশনটি সিলেক্ট করুন।

ধাপ - ০৩ : তারপর নিচের দেওয়া লিংক থেকে "কোডগুলা" কপি করে "Html Javascript"ঘরে পেস্ট করে Save করে দিন

<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script>
<script type='text/javascript'>
if (typeof document.onselectstart!="undefined" ) {
document.onselectstart=new Function ("return false" );
} else {
document.onmousedown=new Function ("return false" ); document.onmouseup=new Function ("return true" );
}</script>


এখন ব্লগসাইটে গিয়ে দেখুন কোনো কন্টেন্ট ওই কপি করা যাচ্ছে না। আশা করি বুজতে পারছেন। এই রকম নিত্যনতুন আর্টিকেল পড়তে আমাদের সাথে থাকুন।



-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 


Post a Comment

0 Comments