ভাবতেছেন নতুন কোনো ব্লগ বা ওয়েবসাইট তৈরী করবেন কিন্তু সেটা ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস হলে সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আজকে পোস্টটি শুধুমাত্র আপনার জন্য ।ইন্টারনেটে এমন অনেক প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি ব্লগ বা ওয়েবসাইট বানাতে পারবেন।যেমন : WordPress, Blogspot, Wix, Tumblr ইত্যাদি। কিন্তু WordPress আর Blogger এই দু’টা সব থেকে বেশি জনপ্রিয়। বেশিরভাগ মানুষ তাদের ব্লগিং ক্যারিয়ারের শুরুতে ব্লগস্পট দিয়ে শুরু করে কারণ এটি যেমন ফ্রী তেমনি এর গঠন পদ্ধতিও অনেক সহজ ।
Blogger vs Wordpress
আজকের এই পোস্টে Blogger ও Wordpress এর কিছু সুবিধা আর অসুবিধা নিয়ে আলোচনা করব যেটি আপনাকে সাহায্য করবে আপনি কোনটির মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইট তৈরী করবেন।
ব্লগারের সুবিধা -
১) Blogspot.com একটি সাধারণ প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই ব্লগ তৈরী করতে পারবেন।
২) Blogger এর সব থেকে ভালো দিকটি হলো এখানে হোস্টিং এর জন্য আপনাকে একটি পয়সাও খরচ করতে হবে না । এটি সম্পূর্ণ ফ্রি, আপনি যত চাইবেন তত ব্লগ এখানে বানাতে পারবেন।
৩) Blogspot.com -এর ডোমেইনগুলো ফ্রিতে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ।
৪) ওয়ার্ডপ্রেসের দ্বারা তৈরি ওয়েবসাইটের একটা খারাপ দিক হলো যখনই আপনি এডসেন্স কিংবা অন্য কোন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করবেন তখন বাজে হোস্টিং এর কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যায় । কিন্তু blogger.com কখনো ডাউন হয় না, কারণ এটা গুগল সার্ভার দিয়ে হোস্ট করা হয় ।
৫) Blogger প্ল্যাটফর্ম গুগলের একটি সার্ভিস, এই কারণেই এটি Google দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনি আপনার ব্লগে সিকিউরিটি সুবিধা পাবেন আর আপনার ব্লগটিকে কেউ সহজে হ্যাক করতে পারবে না।
৬) Blogger এর custom domain-এ এটি আপনাকে ফ্রী SSL certificate প্রোভাইড করে আর অন্যদিকে ওয়ার্ডপ্রেসে আপনাকে এটি ক্রয় করতে হবে।
৭) Blogger.com গুগলের নিজস্ব সাইট, সে কারণেই এটি শতভাগ বিশ্বাসযোগ্য ।
ব্লগার এর অসুবিধা -
১ )Blogger এর পুরো মালিকানা গুগলের কাছে থাকে এই কারণে গুগল যখন চাইবে তখন আপনার ব্লগটিকে ডিলিট করে দিতে পারে।
২) Blogger এ আপনি limited features পাবেন এগুলির সাথে আপনাকে কাজ করতে হবে।
৩) ব্লগার সাইটে গুগল তার ইউজারদের জন্য সহজে কোন লেটেস্ট আপডেট দেয় না ।
৪) আপনার ব্লগের root folder-এ যে ফাইলগুলো আছে সেটিকে কখনোই অ্যাক্সেস করতে পারবেন না এটির পুরো কন্ট্রোল গুগলের কাছে থাকে।
৫) SEO এর জন্য blogger-এ কিছু limited features পাবেন যার কারণে সার্চ ইঞ্জিনে করতে blogger কে বেশি সময় নিতে হয়।
৬) ব্লগার সাইটকে আপনি ওয়ার্ডপ্রেস এর মত যেমন খুশি তেমন সাজাতে পারবেন না ।
ওয়ার্ডপ্রেসের সুবিধা -
১) WordPress আপনাকে আপনার ব্লগের পুরো কন্ট্রোল দেয় আর আপনি আপনার ব্লগের root folder কে অ্যাক্সেস করতে পারবেন।
২) SEO এর জন্য WordPress অনেক প্লাগিন্স প্রোভাইড করে যার ফলে আপনি আপনার ব্লগের SEO কে অনেক বেশি ভালো করতে পারবেন।
৩) WordPress এর জন্য অনেক ফ্রী আর প্রিমিয়াম থিম উপলব্ধ আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ব্লগটিকে সম্পূর্ণভাবে customize আর modified করতে পারবেন।
ওয়ার্ডপ্রেসের অসুবিধা -
১) Self-hosted WordPress ব্লগের জন্য প্রতিমাসে আপনাকে হোস্টিং আর ডোমেইন এর জন্য কিছু পয়সা ইনভেস্ট করতে হবে।
২) ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগিং শুরু করতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে । তা না হলে আপনি সহজে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগিং করতে পারবেন না ।
৩) ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগিং শুরু করলে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে যে হোস্টিংটা অবশ্যই ভালো কোন কোম্পানির হতে হবে । যদি হোস্টিং ভালো না হয় তাহলে আপনার ওয়েবসাইটটি যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে । যা পরবর্তীতে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বাজে প্রভাব পড়বে ।
৪) WordPress এর সিকিউরিটি আপনার উপর নির্ভর করে আপনি কোন ধরনের হোস্টিং ব্যবহার করছেন আর কোন প্লাগিন ব্যবহার করছেন আপনার ব্লগটিকে secure রাখার জন্য।
আমার মতামত
ব্লগার বা ওয়ার্ডপ্রেস দুইটি প্লাটফর্মই ভালো । আপনি যে প্লাটফর্মে কাজ করে কমফোর্ট ফিল করবেন সেটাই ভালো। তবে নতুনদের জন্য ব্লগারটা বেস্ট । আমার মতে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ব্লগ সাইট তৈরী করতে চান তাহলে Blogspot.com থেকে সাইট তৈরী করতে পারেন কারণ এখানে ওয়ার্ডপ্রেস এর চেয়ে কয়েকগুন সুবিধা বেশি রয়েছে যা নতুনদের জন্য কাজ করতে সুবিধা হয়ে থাকে। এছাড়া যদি আপনি একটি সাধারণ ব্লগ বানাতে চান তাহলে আমি আপনাদের হাইলি সুপারিশ করব যে আপনারা ব্লগস্পট বা ব্লগারে আপনার ব্লগটি বানান। কিন্তু যদি আপনি প্রফেশনাল ব্লগিং করতে চান আর এটাকে আপনি আপনার প্রধান অনলাইন আর্নিং-এর সোর্স বানাতে চান তাহলে আপনার জন্য WordPress সব থেকে ভালো ব্লগিং প্লাটফর্ম হবে। আমার Recommendations হবে সর্বপ্রথম আপনি ব্লগস্পটে আপনার ব্লগ বানান যদি আপনার ব্লগ ভালোভাবে grow করতে থাকে আর আপনার ব্লগটিতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে আপনি ওই ব্লগটিকে WordPress-এ migrate করে নিন।
0 Comments
post a comment
Emoji