এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং একটি সফটওয়্যার। যার সাহায্যে কম্পোজ টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটখাট ডিজাইন করা, চিঠিপত্র, দলিল, প্রশ্ন টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিশিয়াল কাজ সহ যাবতীয় কাজ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন এই সফটওয়্যার তৈরি করেছে। তাই একে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) বা এমএস ওয়ার্ড (MS Word) বলা হয়।
MS Word বা মাইক্রোসফট ওয়ার্ড এর সাহায্যে কী কী করা যায় :
MS Word কি তা আমরা ইতোমধ্যে জেনে গেছি। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা ms word এর সাহায্যে যেসব কাজ করা যায় তা জানব। MS Word এর সাহায্যে যেসব কাজ করা যায় তা নিম্নে দেওয়া হল –
- চিঠিপত্র টাইপ করা ও প্রিন্ট করা যায়
- যেকোনো ধরনের ডকুমেন্ট বা টেক্সট লেখা যায়
- দলিল, প্রশ্নপত্র টাইপ ও প্রিন্ট করা যায়
- বিভিন্ন ডিজাইন করা যায়
- ড্রয়িং, টেবিল ও ডায়াগ্রাম তৈরি করা যায়
- ব্যক্তিগত নোট তৈরি করা যায় ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়।
মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু কিবোর্ড শর্টকাট ( Keyboard Shortcuts ) :
মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করার সময় কিবোর্ড দিয়ে কিছু কমান্ড করা যায় এগুলোকে শর্টকাট key বলে। শর্টকাট key দিয়ে কাজ করলে দ্রুত কাজ করা যায়। নিম্নে কয়েকটি শর্টকাট key দেওয়া হলো –
- Ctrl + A = Select All
- Ctrl + C = Copy
- Ctrl + X = Cut
- Ctrl + V = Paste
- Ctrl + B = Bold
- Ctrl + I = Italic
- Ctrl + K = Hyperlink
- Ctrl + N = New File
- Ctrl + O = Open
- Ctrl + W = Close
- Ctrl + S = Save As
- Ctrl + P = Print
- Ctrl + D = Format Change
- Ctrl + F = Find
- Ctrl + E = Center
- Ctrl + G = Go To
- Ctrl + J = Justify
- Ctrl + U = Underline
- Ctrl + Y = Redo/Repeat
- Ctrl + Z = Undo
- Ctrl + H = Replace
- Ctrl + Home = First
- Ctrl + End = Last line
- Spell check = F7
- Find & Replace = F5
লেখার মাঝে টাইপ করা :
লেখার মাঝে টাইপ করতে হলে আপনি যেখানে লিখতে চান সেখানে প্রথমে কার্সর নিতে হবে। কার্সর নেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এটা কিবোর্ড বা মাউস দিয়ে নেওয়া যায়। আপনি যেখানে কার্সর নিতে চান মাউস দিয়ে সেখানে নিয়ে লেফট ক্লিক করলেই কার্সর সেখানে চলে যাবে। আর কিবোর্ড দিয়ে কার্সর নিতে চাইলে কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করতে হবে। তাছাড়া নিচের শর্টকাট পদ্ধতিগুলো ব্যবহার করেও কার্সর এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়।
কার্সর নেওয়ার জায়গা | Command |
এক অক্ষর বামে সরানো | Left Arrow |
এক অক্ষর ডানে সরানো | Right Arrow |
এক লাইন উপরে যেতে | Up Arrow |
এক লাইন নিচে যেতে | Down Arrow |
এক শব্দ বামে নিতে | Ctrl + Left Arrow |
এক শব্দ ডানে নিতে | Ctrl + Right Arrow |
লাইনের শুরুতে | Home Key |
লাইনের শেষে | End Key |
বর্তমান প্যারার শুরুতে | Ctrl + Up Arrow |
বর্তমান প্যারার শেষে | Ctrl+ Down Arrow |
এক স্ক্রিন উপরে | Page Up Key |
এক স্ক্রিন নিচে | Page Down Key |
স্ক্রিনের শুরুতে | Ctrl+ Page Down |
স্ক্রিনের শেষে | Ctrl+ Page Up |
ডকুমেন্টের শুরুতে | Ctrl + Home |
ডকুমেন্টের শেষে | Ctrl + End |
লেখা মুছা বা ডিলিট করা ( Delete text ):
MS Word এর কোন ডকুমেন্টে ভুল হলে বা ডিলিট করার প্রয়োজন হলে তার তিনটি পদ্ধতিতে ডিলিট করা যায় এগুলো হলো-
- Backspace Key
- Delete Key
- Insert Key
Backspace Key : লেখার শেষটুকু ডিলেট করতে অর্থাৎ কার্সরের বামদিক থেকে লিখা মুছার জন্য এ Key ব্যবহার করা হয়। আবার আপনি যতটুকু লিখা ডিলিট করতে চান তা সিলেক্ট করে Backspace Key চাপলেই লিখা ডিলিট হবে।
Delete Key : ডিলিট কি চাপলে কার্সরের ডানদিক থেকে লিখা মুুুুছবে।
Insert Key : এ কি চাপলেই ওভারমোড চালু হয়। এ সময় ডকুমেন্টে কোন লিখা লিখলে কার্সরের স্থানে লিখা হয়। আর এর ডানে কোন লেখা থাকলে ডিলিট হয়ে যাবে। যেকোন ফরম পূরণ করার সময় কোন লেখা ডিলিট করে নতুন লেখা টাইপ করার জন্য এটি ব্যবহার করা হয়। এ মোড চালুু থাকলে ডকুমেন্টের স্ট্যাটাস বারের OVR অংশটি উজ্জ্বল হয়ে যায়।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji