হয়তো আপনাদের মনে এই ধরনের প্রশ্ন গুলো আসবে যে ব্লগার আমাদের ফ্রীতে ডোমেইন দিচ্ছে তাহলে টাকা খরচ করে একটি custom domain সেটআপ করার কি প্রয়োজন? আপনার মনেও যদি এমন প্রশ্ন ঘুরপাক করে তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমরা জানব ব্লগে কাস্টম ডোমেইন এড করার কিছু সুবিধা সম্পর্কে। আশা করি বুজতে পারবেন কেন আপনার ব্লগে কাস্টম ডোমেইন এড করা দরকার।
১. Professional Look :
Custom Domain আপনাকে একটি professional look দেবে যা sub-domain দিতে পারবে না। আর যেকোন ভিজিটর এর কাছে কাস্টম ডোমেইন এর সাইট যতটা গুরুত্ব পায় তার বিন্দুমাত্র সাবডোমেইন সাইটে পায় না। তাই নিজের সাইটটিকে professional look দিতে এবং বেশি বেশি ভিজিটর আনতে অবশ্যই কাস্টম ডোমেইন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. Search Ranking :
যখন গুগলে কেউ কোন কিছু সার্চ করবে আর সেই সার্চ রেজাল্টে যখন আপনার ব্লগের নাম .blogspot.com দেখবে তখন বেশিরভাগ মানুষ আর সেই লিংকে ভিজিট করবে না এর ফলে আপনার ব্লগের Ranking সার্চ রেজাল্টে কম হয়ে যাবে।
৩. Adsense Approval :
Adsense Approval এর ক্ষেত্রে কোন কিছু যায় আসেনা যে আপনার ব্লগ custom domain এ রয়েছে নাকি blogspot domain এ রয়েছে। আপনারা যে কোন ডোমেইনে এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন। ব্লগার গুগলের প্রোডাক্ট এইজন্য কোন সমস্যা হয় না কিন্তু যদি আপনারা একটি custom domain করেন তাহলে তাড়াতাড়ি এডসেন্স এপ্রুভাল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
0 Comments
post a comment
Emoji