আছি গো ডুবে আমি পাপেরই সাগরে । Bangla Gojol Lyrics - Achi go dube ami paperi Sagore

আমরা আমাদের সাইটে প্রতিনিয়ত জনপ্রিয় ও নিত্যনতুন গজলগুলার লিরিক্স দেওয়ার চেষ্টা করছি। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জন্য জনপ্রিয় একটি গজল “আছিগো ডুবে আমি পাপেরই সাগরে” গজলটির লিরিক্স উপস্থাপন করতে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়ার যাক।

Bangla Gojol Lyrics - Achi go dube ami paperi Sagore

   বাংলা গজল লিরিক্স   


আছি গো ডুবে আমি পাপেরই সাগরে

না জানি কি হবে ওপারের হাশরে

মুসিবতে না পাই যদি ||

করুণা তোমার

কবরে হাশরে কী হবে আমার ||

মুসিবতে না পাই যদি ||

করুণা তোমার

কবরে হাশরে কী হবে আমার ||

আছি গো ডুবে আমি পাপেরই সাগরে

না জানি কি হবে ওপারের হাশরে ||

তোমারি সুপারিশ বিনে ||

কেমনে হব পার



কবরে হাশরে কী হবে আমার ||

মুসিবতে না পাই যদি ||

করুণা তোমার

কবরে হাশরে কী হবে আমার ||

নবী নবী নবী নবী

নবী নবী নবী নবী

নবী নবী নবী নবী

তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ

বলেছ সে পথে মিলবে রহমত ||

কেন যে ভুল পথে আমি ||

করলাম জীবন পার

কবরে হাশরে কী হবে আমার ||

মুসিবতে না পাই যদি ||

করুণা তোমার

কবরে হাশরে কী হবে আমার |||

এরকম যেকোন গজলের লিরিক্স পেতে আমাদের সাইটের সাথে থাকুন। আপনার কোন প্রিয় গজল থাকলে তা কমেন্ট করে জানাতে পারে আমরা আমাদের সাইটে আপনার প্রিয় গজনগুলা লিরিক্স আকারে দেওয়ার চেষ্টা করব।

Post a Comment

0 Comments