ইন্টারনেটে ছড়িয়ে আছে নানা ধরণের ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটগুলার মধ্যে এমন কিছু সাইট রয়েছে, যা আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে তাদের প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্যে। এমনি ৫টি ওয়েবসাইট নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল।
10 Minute Mail : প্রথমে যে সাইটির কথা বলব সেটি খুবই গুরুত্বপূর্ণ । নাম দেখে হয়তো একটু হলেও বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটির কাজ কী ? মূলত এই ওয়েবসাইটটি একটি অস্থায়ী ই-মেইল তৈরি করতে সাহায্যে করে যা ১০ মিনিটের জন্য স্থায়ী থাকে। আপনি যদি কোন কাজে আপনার মূল ই-মেইল প্রদান করতে না চান কিংবা কোনো ওয়েবসাইটে একটি পরীক্ষামূলক অ্যাকাউন্ট খুলতে আপনার ই-মেইলের প্রয়োজন হয় তাহলে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কোন অ্যাকাউন্ট তৈরী করতে চাইলে সাময়িক মেইল ব্যবহার না করাই ভালো।
Canva : প্রথমে যে সাইটির কথা বলব সেটি খুবই গুরুত্বপূর্ণ । নাম দেখে হয়তো একটু হলেও বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটির কাজ কী ? মূলত এই ওয়েবসাইটটি একটি অস্থায়ী ই-মেইল তৈরি করতে সাহায্যে করে যা ১০ মিনিটের জন্য স্থায়ী থাকে। আপনি যদি কোন কাজে আপনার মূল ই-মেইল প্রদান করতে না চান কিংবা কোনো ওয়েবসাইটে একটি পরীক্ষামূলক অ্যাকাউন্ট খুলতে আপনার ই-মেইলের প্রয়োজন হয় তাহলে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কোন অ্যাকাউন্ট তৈরী করতে চাইলে সাময়িক মেইল ব্যবহার না করাই ভালো। Canva বর্তমান সময়ের জনপ্রিয় একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি খুব সহজে লগো,পোস্টার,ব্যানার ও বিভিন্ন ভিডিও ইত্যাদি তৈরী করতে পারবেন। এছাড়াও পেয়ে যাবেন আরও নানা ফিচার যা আপনার গ্রাফিক ডিজাইনের জন্য প্লাস পয়েন্ট।
Virastotal : কোনো ফাইল বা লিংকে ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা তা যাচাই করতে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন । ডাউনলোডকৃত যেকোন ফাইলের সুরক্ষা নিশ্চিত করতে virustotal সাইটি দিয়ে স্ক্যান করতে পারেন।
Small Pdf : কোন প্রকার সফটওয়্যার ইন্সটল ছাড়া খুব সহজে অনলাইনে PDF এডিট ও কনভার্ট করতে পারবেন এই সাইটির মাধ্যমে।
Have i been pwned : প্রায়শই আমরা শুনতে পারি যে ওয়েবসাইট বা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে ইত্যাদি। তাহলে Have i been pwned এই ওয়েবসাইটটি ব্যবহার করে চেক করে নিতে পারেন ফাঁস হওয়া ডেটাতে আপনার কোনো তথ্য আছে কিনা । তাই দেরি না করে ঘুরে আসতে পারেন এই সাইটি থেকে।
উপরোক্ত শেয়ার করা ওয়েবসাইটগুলা আশা করি আপনাদের কাজে আসবে। এরকম প্রয়োজনীয় ও অদ্ভুত রকমের যেকোন ওয়েবসাইটের রিভিউ জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji