ফেসবুকে নাম পরিবর্তন করার নিয়ম । Facebook Profile Name Change

বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম হচ্ছে Facebook। ইন্টারনেট ব্যবহার করে আর Facebook ব্যবহার করে না এমন মানুষ পাওয়া কঠিন ব্যাপার। কম-বেশি আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। প্রায় নানা কারণে আমরা আমাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করে থাকি। আপনি যদি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চান কিন্তু জানেন না যে, কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে হয়। তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। 

ফেসবুকে নাম পরিবর্তন করার নিয়ম

ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে চাইলেও আপনাকে একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার নিয়ম হলো, আপনি যদি সম্প্রতি আপনার Facebook Profile এর নাম পরিবর্তন করে থাকেন তাহলে ৬০ দিনের পূর্বে নাম পরিবর্তন করতে পারবেন না। ৬০ দিন পর আপনি আপনার ফেসবুক আইডির নাম আবারও পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে নাম পরিবর্তন করতে হয়।



ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার নিয়ম :

ধাপ - ১ : প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিটি Log-in করে নিন, তারপর একাউন্ট থেকে সরাসরি Settings অপশনে চলে আসুন

Facebook Profile Name Change



ধাপ - ২ : সেটিংস অপশনে আসার পর Account ক্যাটাগরি থেকে Personal and Account information অপশনটি সিলেক্ট করুন

Facebook Profile Name Change

ধাপ - ৩ : Personal and Account information অপশনে আসার পর, Name নামের একটি অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন

ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার নিয়ম



ধাপ - ৪ : Name অপশনে ক্লিক করার পর ঠিক নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনি যে নাম দিতে চাচ্ছেন সেটা দিয়ে Review Change বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ফেসবুক নাম পরিবর্তন হয়ে যাবে।

ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার নিয়ম

আশা করি বুঝতে পারছেন, এবাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করে নিতে পারবেন। ফেসবুক সম্পর্কে যেকোনো টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments