আমরা চাইলে আমাদের কম্পিউটারে মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ করে ব্যবহার করতে পারি। আর এই মোবাইল ফোন দ্বারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করারও বেশ কয়েকটি উপায় আছে যার মধ্যে আজকে আমি গুরুত্বপূর্ণ দু’টি বিষয় সম্পর্কে আলোচনা করব ।
মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার উপায়
উপায় - ১ : ডাটা ক্যাবেল দ্বারা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার :
আমাদের মোবাইল চার্জারের দুটি অংশ থাকে, একটি হচ্ছে চার্জার মডিউল এবং অপরটি হচ্ছে চার্জিং ক্যাবেল। যাদের আমরা চাইলে একে ওপরের থেকে আলাদা করতে পারি। ক্যাবেল অংশটিকেই বলা হয় ডাটা ক্যাবেল যেটি চার্জিং এর পাশাপাশি, কম্পিউটার ও মোবাইল এর মধ্যে ফাইল ট্রান্সফার এবং ইন্টারনেটও আমরা খুব সহজে শেয়ার করতে পারি । আর তার জন্য আমাদের যা করতে হবে -
ধাপ - ১ : প্রথমে আপনার মোবাইল ফোনের মোবাইল ডেটা বা ইন্টারনেট কানেকশন চালু করুন। তারপর চার্জিং পিনটি আপনার ফোনে লাগিয়ে, বিপরীত দিকে থাকা ইউএসবি (USB) পিনটি নিজের কম্পিউটারের USB পোর্টে লাগিয়ে নিন।
ধাপ - ২ : USB Cable কানেক্ট করার সাথে সাথে দেখবেন আপনার ফোনে একটি USB Preference নোটিফিকেশন আসবে। তো এখন সেই নোটিফিকেশনটির ওপর ক্লিক করে > USB tethering অপশনটি নির্বাচন করুন। দেখবেন কিছু সেকেন্ড পরে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন চালু হয়ে যাবে এবং আপনি নিজের কম্পিউটার থেকেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
অথবা, আপনি যদি দ্বিতীয় ধাপে থাকা USB Preference নোটিফিকেশন না দেখতে পান সেই ক্ষেত্রে আপনার ফোন থেকে Settings অপশন থেকে চলে যাবেন Connection & sharing বা Hotspot & tethering এ, তারপর USB tethering অপশনটি নির্বাচন করুন. এখান থেকেও একই ভাবে অন করতে পারেন। এছাড়াও মোবাইল ও কম্পিউটারে ক্যাবেল কানেক্ট করে সেটিংস থেকে USB tethering সার্চ করেও আপনি করতে পারেন।
উপায় - ২ : মোবাইল হটস্পট (Mobile hotspot) দ্বারা ইন্টারনেট সংযোগ :
আশা করি মোবাইল হটস্পট সম্পর্কে নতুন করে বলার কোনো প্রয়োজনই পরবে না, কারণ আমরা সবাই জানি যে তা কিভাবে তা ব্যবহার করতে হয়। ঠিক যেরকম ভাবে আপনি মোবাইল হটস্পট অন করে অন্য এন্ড্রয়েড ফোনে সেই কানেক্শন কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করেন। ঠিক একই ভাবে আপনি নিজের কম্পিউটার থেকেও সেই শেয়ার করা মোবাইল হটস্পট কানেক্ট করতে পারেন।
ধাপ - ১ : প্রথমে আপননি আপনার মোবাইল থেকে হটস্পট অপশনটি চালু করে নিন।
ধাপ - ২ : এরপর আপনার কম্পিউটার এর টাস্কবার এর ডান দিকে WiFi আইকনে ক্লিক করে কানেক্ট করে নিন। এবং যদি Hotspot এ কোন পাসওয়ার্ড দেওয়া থাকে তা ইনপুট করে কানেক্ট এর মধ্যে ক্লিক করলেই ইন্টারনেট সংযোগ হয়ে যাবে।
তবে মনে রাখতে হবে যে, প্রায় সব ল্যাপটপ এর ক্ষেত্রেই আমরা ইনবিল্ট ওয়াইফাই (WiFi) পেয়ে যাই তাই এই উপায়ে ল্যাপটপে ইন্টারনেট সংযোগ সহজ। তবে বেশিরভাগ ডেস্কটপ কপিম্পউটারগুলোতে ইনবিল্ট WiFi থাকে না বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনি PC WiFi adopter ব্যবহার করে মোবাইল হটস্পট দ্বারা শেয়ার করা ইন্টারনেট কম্পিইটারে ব্যবহার করতে পারেন। আর শুধু মোবাইল হটস্পটই না রাউটার এর WiFi কানেক্ট করার ক্ষেত্রেও আপনি এই WiFi adopter ব্যবহার করতে পারেন।
0 Comments
post a comment
Emoji