ডিগ্রি ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নপত্র ২০১৪-২০১৮

ডিগ্রি শিক্ষার্থীদের জন্য এই প্রথম আমরা দিচ্ছি আপনাদের ফ্রিতে বিগত বছরের সকল প্রশ্নপত্র যেগুলো পড়ে বুজতে পারবেন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং চলতি পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু আছে এছাড়াও যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

আজকে ডিগ্রি ১ম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বিগত সালের ২০১৪-১৯ এই ৬ বছরের পরীক্ষার সকল প্রশ্ন শেয়ার করব আশা করি একটু হলেও আপনার উপকার হবে ( বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না এগুলো শুধুমাত্র আপনাকে ধারণা দিবে কোন ধরণের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )



ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৪ 

বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( কোডঃ ১১১৫০১ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায় ?

খ) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?

গ) দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?

ঘ) ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে ?

ঙ) ভাষা আন্দোলনের দু’জন শহীদের নাম লিখ ?

চ) পাকিস্তারে প্রথম সামরিক শাসন কে জারি করেন?

ছ) কোন কর্মসূচি বাঙালীর ম্যাগনাকার্টা নামে পরিচিত?

জ) ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল ?

ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ঞ) বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?

ট) বাকশাল এর পূর্ণরূপ কী?

ঠ) বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন ?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লিখ?

৩. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?

৪. যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর?

৫.  সামরিক শাসন কী ? সামরিক শাসনের তিনটি বৈশিষ্ট্য লিখ?

৬. ১৯৬৯ সালের ড়ণঅভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর?



৭.  অপারেশন সার্চলাইট বলতে কী বুঝ?

৮. মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ?

৯.  সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন কর?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর ওপর ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর?

১১. উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও এর ফলাফল ব্যাখ্যা কর?

১২.  ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনাপ্রবাহের বিবসণ দাও?

১৩.  পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য র্যলোচনা কর ?

১৪. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখ?

১৫. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর?

১৬.  মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যলোচনা কর?

১৭. যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর?

-------------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৫ 

বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( কোডঃ ১১১৫০১ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।



ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশ্রঙ্গের নাম কী?

খ) কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?

গ) বঙ্গভঙ্গ কখন হয়?

ঘ) অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

ঙ) ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

চ) কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?

ছ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

জ) মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারী করেন?

ঝ) ঐতিহাসিক ছয় দফা কবে, কোথায় ঘোষিত হয়?

ঞ) শেখ মুজিবুর রহমাকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

ট) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ঠ) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর?

৩. বাঙ্গালি সংকন জাতি - ব্যাখ্যা কর?

৪. দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর?

৫. ভাষা আন্দোলনের গুরুত্ব লেখ?

৬. মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?



৭. ছয়দফা কর্মসূচীকে বাঙ্গালির ম্যাগনাকাটা বলা হয় কেন?

৮. আগরতলা মামলার কারণ কী ছিল?

৯. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লিখ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. বাংলাদেশের অর্থনীতিতে ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর?

১১. লাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?

১২.  ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির বর্ণনা দাও?

১৩.  ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের প্রধান বৈশিষ্টগুলো ব্যাখ্যা কর?

১৪. পূর্ব পাকিস্তানীদের প্রতি পশ্চিম পাকিস্তানীদের বৈষম্যমূলক নীতিসমূহ পর্যলোচনা কর?

১৫. ১৯৭১ সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও?

১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা কর?

১৭. ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্টসমূহ বর্ণনা কর?



-------------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৬

বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( কোডঃ ১১১৫০১ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

খ) বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?

গ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঘ) দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?

ঙ) ভারত স্বাধীনতা আইন কবে পাস করে?

চ) মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজনের?

ছ) কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

জ) ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

ঝ) L.F.O - এর পূর্ণরূপ কী?

ঞ) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

ট) ‘বাকশাল’ এর পূর্ণরূপ কী?

ঠ) বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘের সদস্যপদ লাভ করে?



খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাংলাদেশের ইতিহাসে ভৌগোলিক প্রবাব আলোচনা কর?

৩. সাম্প্রদায়িকতা বলতে কী বুঝ?

৪. ১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর?

৫. জাতীয়তাবাদ বলতে কী বুঝ?

৬. পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আলোচনা কর?

৭. বাংলাদেশের জাতীয় পতাকার নেপথ্যে কাহিনি কী?

৮. অপারেশন সার্চলাইট বলতে কী বুঝ?

৯. মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকান্ডের একটি চিত্র তুলে ধর?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান বিশ্লেষণ কর?

১১. ১৯৪৭ সালে ভারত বিভক্তির কারণ উল্লেখ কর?

১২.  ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বিবরণ দাও?

১৩.  ১৯৬২ সালের ছাত্র আন্দোলন সম্বদ্ধে যা জান লিখ?

১৪. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় তুলে ধর?

১৫. বঙ্গবন্ধুর ৭ই মার্চের (১৯৭১) ঐতিহাসিক ভাষণ মূল্যায়ন কর?

১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর?

১৭. যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর?



-------------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৭

বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( কোডঃ ১১১৫০১ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

খ) বঙ্গভঙ্গ কখন হয়?

গ) অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঘ) অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

ঙ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

চ) আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়?

ছ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?

জ) মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারি করেন ?

ঝ) কোন কর্মসূচি বাঙ্গালির ম্যাগনাকার্টা নামে পরিচিত?

ঞ) ২৫ শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

ট) শেখ মুজিবুর রহমাকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

ঠ) ১৯৭১ সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর?

৩. বাঙ্গালি সংকন জাতি - ব্যাখ্যা কর?

৪. দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর?

৫. বসু-সোহরাওয়ার্দী চুক্তি কী?

৬. যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর?

৭. মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?

৮. মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ?

৯. বঙ্গবন্ধুর ৭ই মার্চ (১৯৭১) ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টীকা লেখ?



গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর ওপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর?

১১. লাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?

১২.  ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর?

১৩.  ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা কর?

১৪. ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর?

১৫. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও?

১৬. ১৯৭০ সালের নির্বচনের গুরুত্ব বর্ণনা কর. এ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের কারণ কী ছিল?

১৭. ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্টসমূহ বর্ণনা কর?

-------------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৮

বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( কোডঃ ১১১৫০১ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) বাঙ্গালির উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

খ) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

গ) পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?



ঙ)১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

চ) ঐতিহাসিক ছয় দফা কবে, কোথায় ঘোষিত হয়?

ছ) বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?

জ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ঝ) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

ঞ) বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়?

ট) ‘বাকশাল’ এর পূর্ণরূপ কী?

ঠ) কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাঙালি সংকর জাতি - ব্যাখ্যা কর?

৩. অখন্ড- স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখ?

৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও?

৫. যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লিখ?

৬. মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর?

৭.  আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল?

৮. ছাত্রদের ১১- দফা আন্দোলনের কর্মসূচি কী ছিল?

৯. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টীকা লিখ?



গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর?

১১. ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর?

১২.  ১৯৪০ সালের লাহোর প্রস্তাব ব্যাখ্যা কর?

১৩.  ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখ?

১৪. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর?

১৫. স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ে ১৯৭০ সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল?

১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন কর?

১৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা কর?

-------------------------------

ডিগ্রি পাস প্রথম বর্ষ কোর্স পরীক্ষা ২০১৯ Coming soon]

-------------------------------

যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Post a Comment

0 Comments