ডিগ্রি অর্থনীতি ২য় পত্র ‘বাংলাদেশের অর্থনীতি’ পরীক্ষার বিগত সালের (২০১৪-২০১৯) প্রশ্নপত্র

ডিগ্রি শিক্ষার্থীদের জন্য এই প্রথম আমরা দিচ্ছি আপনাদের বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্নপত্র যেগুলো পড়ে বুজতে পারবেন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং চলতি পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু আছে এছাড়াও যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন । তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে 

ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ২য় পত্র ‘বাংলাদেশের অর্থনীতি’ এর বিগত সালের সকল পরীক্ষার  প্রশ্ন ২০১৪-২০১৯

আজকের এই আর্টিকেলে ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ২য় পত্র ‘বাংলাদেশের অর্থনীতি’ এর বিগত সালের সকল পরীক্ষার প্রশ্ন অর্থাৎ ২০১৪-২০১৯ এই ৬ বছরের পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করব আশা করি একটু হলেও আপনার উপকারে আসবে ( বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না এগুলো শুধুমাত্র আপনাকে ধারণা দিবে কোন ধরণের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )

--------------------------



ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৪

বিষয় : অর্থনীতি ২য় পত্র ( বিষয় কোডঃ ১১২২০৩ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) মাথাপিছু আয় কাকে বলে?

খ) শক্তিসম্পদ কী?

গ) শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী ?

ঘ) ঋণচক্র কী?

ঙ) প্রান্তিক কৃষক কাকে বলে?

চ) বৃহদায়তন শিল্প কী?

ছ) বিশেষায়িত ব্যাংক কাকে বলে ?

জ) ডিবেঞ্চার কী?

ঝ) লেনদেন ভারসাম্য কাকে বলে?

ঞ) বৈদেশিক সাহায্য কী?

ট) দারিদ্র্য কাকে বলে?

ঠ) BRAC - এর পূর্ণরূপ লিখ ?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর ?



৩. একটি দেশের আর্থসামাজিক অবকাঠামো বলতে কী বোঝায়?

৪. অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক আলোচনা কর ?

৫. ভূমিসংস্কার ও কৃষিসংস্কারের মধ্যে পার্থক্য কী ?

৬. বাংলাদেশে পোশাক শিল্পের সমস্যা কী কী ?

৭. বাংলাদেশে মুদ্রা বাজারের উপাদানগুলো কী ?

৮. জনশক্তি রপ্তানি কীভাবে বাড়ানো যায়?

৯. প্রেক্ষিত পরিকল্পনা বলতে কী বোঝায় ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) উন্নয়নশীল দেশ বলতে কী বুঝায়  ?

খ) বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ ?

১১.  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমিকা আলোচনা কর ?

১২. বাংলাদেশের জনসংখ্যার কাঠামোগত বৈশিষ্ট আলোচনা কর ?

১৩.  ক) কুটির শিল্প কাকে বলে ?

খ) বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা কর ?

১৪. ক) মূলধন বাজার কী ?

খ) বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নের উপায়সমূহ নির্দেশ কর ?

১৫.  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব আলোচনা কর  ?

১৬. ক) অবাধ বাণিজ্য কী ?

খ) বাংলাদেশের লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করার উপায় কী কী ?

১৭. ক) প্রত্যক্ষ বৈদিশিক বিনিয়োগ কাকে বলে ?

খ) বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায় কী কী ?

----------------------------



ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৫

বিষয় : অর্থনীতি ২য় পত্র ( বিষয় কোডঃ ১১২২০৩ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) উন্নয়নশীল দেশ কাকে বলে?

খ) বাংলাদেশের রপ্তানি আয়ে কোন খাতের অবদান সবচেয়ে বেশি ?

গ) MDG এর পূর্ণরূপ লিখ?

ঘ) জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূ্ত্র লিখ?

ঙ) উফশী প্রযুক্তি কী?

চ) বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী?

ছ) সম্ভাবনাময় শিল্প কী?

জ) শিল্পনীতি কী?

ঝ) বাংলাদেশের ব্যাংকের প্রধান দুটি কাজ লিখ?

ঞ) রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে?

ট) উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?

ঠ) দারিদ্রের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা কে?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২.  একটি দেশের উন্নয়নের পূর্বশর্তগুলো কী কী ?

৩. অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর পার্থক্যগুলি লিখ ?

৪. বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হবার কারণ কী কী ?



৫. বাংলাদেশের কৃষি ধণের উৎসগুলো লিখ ?

৬. ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য লেখ ?

৭. মুদ্রা বাজার ও মূলধন বাজারের পার্থক্য লিখ ?

৮.  ওয়েজ আর্নারস স্কীম কী ?

৯. অর্থনৈতিক উন্নয়নের অর্থ সংস্থান বলতে কী বুঝায়?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) স্বল্পোন্নত দেশ বলতে কী বোঝায়  ?

খ) বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণ আলোচনা কর?

১১.  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোর গুরুত্ব আলোচনা কর ?

১২.   বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা কীভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে - আলোচনা কর?

১৩.  ক) কৃষির আধুনিকরণ বলতে কী বোঝায়  ?

খ) বাংলাদেশের কৃষি আধুনিকীরণের উপায়সমূহ আলোচনা কর ?

১৪. বাংলাদেশে ব্যাংকের গঠন ও কার্যাবলি আলোচনা কর ?

১৫. ক) বৈদেশিক বাণিজ্য কাকে বলে  ?

খ) বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ?

১৬. ক) অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ কী ?

খ) বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের গুরুত্ব আলোচনা কর ?

১৭. বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর ?



----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৬

বিষয় : অর্থনীতি ২য় পত্র ( বিষয় কোডঃ ১১২২০৩ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) উন্নত দেশ কাকে বলে?

খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

গ) SDG এর পূর্ণরূপ লেখ?

ঘ) একটি প্রত্যক্ষ কর ও একটি পরোক্ষ করের নাম লিখ?

ঙ) মানবসম্পদ উন্নয়ন বলতে কী বুঝায় ?

চ) ছদ্মবেশী বেকারত্ব কী?

ছ) জীবন নির্বাহী খামার কী?

জ) কৃষির আধুনিকায়ন কী??

ঝ) বাংলাদেশে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎস কী কী?

ঞ) বৃহদায়তন শিল্প কাকে বলে??

ট) অর্থ কী?

ঠ) মুদ্রাবাজার কাকে বলে?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক  প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী ?

৩. বাংলাদেশে শক্তিসম্পদের উৎসসমূহ কি কি  ?

৪. বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কী?



৫. বাণিজ্যর ভারসাম্য ও লেনদেনের মধ্যে পার্থক্য লেখ ?

৬. বাংলাদেশের কৃষকেরা ঋণগ্রস্ত হয় কেন?

৭. আমদনি বিকল্প শিল্প বলতে কী বোঝায় ?

৮. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য লেখ ?

৯. উন্নয়ন পরিকল্পনা কাকে বলে ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?

খ) বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ কি কি ?

১১. একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা কর ?

১২. বাংলাদেশের কৃষির সমস্যা ও সমাধান বর্ণনা কর ?

১৩.  বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা কর ?

১৪. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আলোচনা কর ?

১৫. ক) প্রত্যক্ষ বৈদিশিক বিনিয়োগ বলতে কি বুঝায় ?

খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বর্ণনা কর ?

১৬. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থসংস্থানের বিভিন্ন উৎস কী কী ? বর্ণনা কর ?



১৭. ক) প্রেক্ষিত পরিকল্পনা কি ?

খ) বাংলাদেশে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন আছে কি ? বর্ণনা কর ?

----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৭

বিষয় : অর্থনীতি ২য় পত্র ( বিষয় কোডঃ ১১২২০৩ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো?

খ) GDP - এর পূর্ণরূপ কী?

গ) প্রাপ্তিক কৃষক কে?

ঘ) শক্তি সম্পদ কী?

ঙ) ঘাটতি ব্যয় কাকে বলে?

চ) ভূমিস্বত্ব ব্যবস্থা কাকে বলে?

ছ) বাণিজ্যের ভারসাম্য কাকে বলে?

জ) ইসলামি ব্যাংকিং কী?

ঝ) কুটির শিল্প কাকে বলে?

ঞ) দারিদ্রের দুষ্টচক্র এর প্রবক্তা কে?

ট) বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়?



ঠ) শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝায়?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর পার্থক্য লিখ ?

৩. অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক সম্পর্ক দেখাও ?

৪. দারিদ্রের দুষ্টচক্র বলতে কী বোঝ ?

৫. ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য লিখ ?

৬. মুদ্রা বাজার ও মূলধন বাজারের পার্থক্য লিখ ?

৭. বাংলাদেশের পাট শিল্পের সম্ভাবনা সংক্ষেপে লিখ ?

৮. মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ আলোচনা কর ?

৯. ওয়েজ আর্নারস স্কিম কী ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) LDC বলতে কী বোঝ ?

খ) বাংলাদেশ কি একটি উন্নত ,অনুন্নত না উন্নয়নশীল দেশ ? যুক্তি দাও ?

১১.  ক) উফশী প্রযুক্তি কী ?

খ) বাংলাদেশের কৃষির আধুনিকায়নের উপায় বর্ণনা কর ?

১২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যেক ব্যাংকের গুরুত্ব আলোচনা কর ?

১৩.  বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কি কি বর্ণনা কর ?

১৪. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমিকা আলোচনা কর ?



১৫. ক)  বাংলাদেশের কৃষিপণ্য বিপণন সমস্যাসমূহ কী কী ?

খ)  কীভাবে বিপণন সমস্যার সমাধান করা যায় ?

১৬. ক) বাংলাদেশের জনসংখ্যার কাঠামোগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ?

খ) বাংলাদেশের জনসংখ্যার অধিক ঘনত্বের কারণ কী কী ?

১৭. ক) দারিদ্র্য বিমোচন কী ?

খ) বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মসূচিগুলো ব্যাখ্য কর ?

----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৮

বিষয় : অর্থনীতি ২য় পত্র ( বিষয় কোডঃ ১১২২০৩ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) উন্নয়নশীল দেশ কাকে বলে?

খ) জনসংখ্যার ঘনত্ব কী?

গ) সামাজিক অবকাঠামো কী?

ঘ) ছদ্মবেশী বেকার কাকে বলে ?

ঙ) প্লান্ট কী?

চ) অর্থের সংজ্ঞা দাও?

ছ) রপ্তানি বাণিজ্য কী?

জ) দারিদ্র‌্য কী?

ঝ) উন্নয়নশীল পরিকল্পনা কী?

ঞ) ব্যাংকিং কী?

ট) অর্থনৈতিক স্থবিরতা কী?

ঠ) NGO এর পূর্ণরূপ লিখ ?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির মধ্যে পার্থক্যসমূহ দেখাও ?

৩. বাণিজ্যর ভারসাম্য ও লেনদেনের মধ্যে পার্থক্য লেখ ?

৪. বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লেখ ?

৫. কৃষি ঋণের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখ ?



৬. ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য কি ?

৭. আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব লেখ ?

৮. রপ্তনি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লেখ ?

৯. বৈদেশিক মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কী?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলি কি কি ?

খ) বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণগুলো কী কী?

১১. খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, ও পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব বর্ণনা কর ?

১২.  ক) কৃষির আধুনিকরণ কী?

খ) বাংলাদেশের কৃষির সমস্যা ও সম্ভাবনা বর্ণনা কর ?

১৩.  ক)  বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ?

খ) বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুতের গুরুত্ব আলোচনা কর ?

১৪. ক) বিশেষায়িত ব্যাংক কী?

খ) বাংলাদেশে ব্যাংকের কার্যক্রম আলোচনা কর ?

১৫. ক) বাংলাদেশের লেনদেন ভারসাম্যে প্রতিকূলতার কারণসমূহ কী কী ?

খ) বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের অসমতা দূর করার উপায় বর্ণনা কর ?

১৬. ক) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কী?



খ)  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বর্ণনা কর ?

১৭. ক) প্রেক্ষিত পরিকল্পনা কী?

খ) বাংলাদেশের ষষ্ঠ-পঞ্চ-বার্ষিক পরিকল্পনা মূল্যায়ন কর?

----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৯

বিষয় : অর্থনীতি ২য় পত্র ( বিষয় কোডঃ ১১২২০৩ )

সময়ঃ ৪ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?

খ) MDG এর পূর্ণরূপ লিখ?

গ) শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী ?

ঘ) প্রান্তিক কৃষক কে?

ঙ) ঘাটতি ব্যয় কাকে বলে?

চ) কৃষিঋণ বলতে কী বোঝায়?

ছ) শিল্পনীতি কী?

জ) মুদ্রা বাজারের সংজ্ঞা কী?

ঝ) বিশেষায়িত ব্যাংক কী?

ঞ) উফশী প্রযুক্তি কী?

ট) মানব সম্পদ বলতে কী বোঝায়?

ঠ) অর্থ কী ?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লিখ ?

৩. বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অধিক হবার কারণ কী কী ?



৪. ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কী ?

৫. কৃষি কীভাবে শিল্পের ওপর নির্ভর করে ?

৬. মুদ্রা বাজার ও মূলধন বাজারের পার্থক্য লিখ ?

৭. বিশেষায়িত ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ ?

৮. আমদানি বিকল্প শিল্প ও রপ্তানি তাড়িত শিল্পের মধ্যে পার্থক্য লিখ ?

৯. দারিদ্রের দুষ্টচক্র বলতে কী বোঝায় ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. বাংলাদেশের জনগণের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীনযাত্রার মানের কারণসমূহ বর্ণনা কর ?

১১.  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ভূমিকা আলোচনা কর  ?

১২.  ক) জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কী ?

খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা কী ?

১৩.  ক) কৃষি পণ্যের বাজারজাতকরণের বিরাজমান সমস্যাগুলো কী ?

খ) কি ভাবে কৃষিপণ্যের বাজারজাতকরনের সমস্যার সমাধান করা যায় ?

১৪. ক) বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো কী ?

খ) বাংলাদেশের শিল্পায়নের উপায়গুলো নির্দেশ কর ?

১৫. ক) বাংলাদেশের মূলধন বাজারের ত্রুটিসমূহ লিখ ?

খ) কী কী উপায়ে শেয়ার বাজারর উন্নয়ন করা সম্ভব ?

১৬. ক) বাণিজ্যিক ব্যাংক কাকে বলে ?



খ) বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির বিবরণ দাও  ?

১৭. ক) উন্নয়ন পরিকল্পনা কাকে বলে ?

খ) বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্য কর ?

----------------------------

ডিগ্রি পাস প্রথম বর্ষ কোর্স পরীক্ষা ২০২০ Coming soon]

----------------------------

যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Post a Comment

0 Comments