নিয়ে নিন ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্রের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলি । যেগুলো পরীক্ষায় আসার কিছুটা সম্ভাবনা রয়েছে। যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে। ( বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না। হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয়। তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )
ক - বিভাগ ( অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি )
১. অর্থশাস্ত্রের জনক কে ?
২. ইসলামি অর্থনীতির
ধারণা দাও?
৩. ধনতান্ত্রিক
অর্থনীতি কী?
৪. ব্যষ্টিক অর্থনীতি কি ?
৫. সুযোগ ব্যয় কী?
৬. নিকৃষ্ট দ্রব্য কী ?
৭. চা ও কফি কোন ধরনের দ্রব্য?
৮. উপযোগ কী ?
৯. অদৃশ্য হস্ত বলতে কী বোঝায় ?
১০. প্রান্তিক
উপযোগ কাকে বলে?
১১. MRS কী নির্দেশ
করে?
১২. মিশ্র অর্থনীতি কি ?
১৩. কার্টেল কী ?
১৪. গিফেন দ্রব্যে কী?
১৫. MRS এর পূর্ণরূপ
কী?
১৬. ক্রমবর্ধমান
মাত্রা উৎপাদন কী?
১৭. সমজাতীয়
পণ্য কী?
১৮. ফার্ম কী?
১৯. একজন বিক্রেতার
বাজারকে কী বলে?
২০. অলিগোপলি
বাজার কাকে বলে?
২১. নিম খাজনা
বলতে কী বুঝ?
২২. সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?
২৩. দাম বিভেদীকরণ কি?
২৪. প্রকৃত মজুরি
কী?
২৫. চলক বলতে কী বুঝ?
২৬. চাহিদা বিধি কী?
২৭. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে?
২৮. আয় প্রভাব কাকে বলে?
২৯. V.M.P এর পূর্ণরূপ লেখ?
৩০. উৎপাদন বলতে কি বুঝ?
খ - বিভাগ ( সংক্ষিপ্ত প্রশ্নাবলি )
১. বাজার অর্থনীতি বলতে কি বুঝ?
২. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ।
৩. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নির্দেশ কর ?
৪. মুনাফার উপাদানসমূহ ব্যাখ্যা করা?
৫. চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন?
৬. বাজেট রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ?
৭. সমপ্রান্তিক উপযোগ বিধি কী?
৮. মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর?
৯. নিরপেক্ষ মানচিত্র কাকে বলে?
১০. ভোক্তার উদ্বৃত্ত কী?
১১. উৎপাদন কাকে বলে?
১২. স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর ?
১৩. দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা কর?
১৪. স্বাভাবিক মুনাফা কী?
১৫. দেখাও যে, AC রেখার সর্বনিম্ন বিন্দুুতে MC রেখা ছেদ করে?
১৬. কেন মূল্য বৈষম্যের উদ্ভব হয়?
১৭. একচেটিয়া বাজার বলতে কী বুঝায়?
১৮. পূর্ণপ্রতিযোগিতায় একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?
১৯. নিরপেক্ষ রেখা অসম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য লেখ?
২০. চুক্তিবদ্ধ ওলিগোপলি এবং অচুক্তিবদ্ধ ওলিগোপলি এর মধ্যে পার্থক্য উল্লেখ কর।
২১. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্যগুলো লেখ।
২২. অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো লিখ ?
২৩. চাহিদার নির্ধারকগুলো লেখ।
২৪. চাহিদা রেখা বলতে কী বুঝ?
২৫. সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কী?
২৬. স্বল্পকালীন গড় ব্যয় রেখা (SAC) কেন ইংরেজি U আকৃতির হয়?
২৭. পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য কী?
২৮. মজুরি কী?
২৯. প্রান্তিক উপযোগ কী?
৩০. প্লান্ট , ফার্ম ও শিল্প বলতে কী বুঝ ?
গ - বিভাগ ( রচনামূলক প্রশ্নাবলি )
১. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ?
৩. গড় খরচ (AC) ও প্রান্তিক খরচ (MC) এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর?
৪. চাহিদার আয় স্থিতীস্থাপকতা কাকে বলে?
৫. মজুরি কি? আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর?
৬. একচেটিয়া বাজার কাকে বলে? চিত্রের সাহায্যে একচেটিয়া কারবারির স্বল্পকালীন ভারসাম্য অবস্থা নির্ণয় কর?
৭. সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।
৮. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯. ভোক্তার ভারসাম্য কাকে বলে?
১০. নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসম্য ব্যাখ্যা কর।
১১. উৎপাদনের উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১২. মাত্রাগত উৎপাদন কী?
১৩. সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৪. মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমন্বয়ে ব্যয় রেখা অংকন কর এবং এর আকৃতি আলোচনা কর।
১৫. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লিখ।
১৬. কোন রেখাকে এনভেলাপ রেখা বলা হয় এবং কেন? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়?
১৮. একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না?
১৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
২০. দাম নেতৃত্ব কী? অলিগোপলি বাজারে বিজ্ঞাপন ব্যয় আলোচনা কর।
২১. ডুয়োপলি বাজার কী? ডুয়োপলি বাজারের সাথে অলিগোপলি বাজারের পার্থক্য আলোচনা কর।
২২. মুনাফার উপাদানসমূহ ব্যাখ্যা কর।
২৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লেখ।
২৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।
২৫. একটি সরলাকৃতির চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতীস্থাপকতা নির্ণয় কর।
----------------------
যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।
[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]
0 Comments
post a comment
Emoji