ব্লগার সাইট থেকে তারিখ, সময় এবং লেখকের নাম হাইড করার নিয়ম।

যারা ব্লগার ব্লগে নতুন কিন্তু জানেন না যে, কিভাবে ব্লগের তারিখ, সময় ও লেখকের নাম হাইড করে রাখতে হয় শুধুমাত্র তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগের Date , Time এবং লেখকের নাম Hide  করে রাখবেন । 

How to Hide Blog Date, Time and Author Name

নিচের ধাপগুলা অনুসরণ করুন :

ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার ব্লগে লগইন করে ড্যাশবোর্ড থেকে Layout এ অপশনে চলে আসুন । তারপর Blog posts  অপশনে ক্লিক করুন । 




ধাপ - ০২ : Blog posts অপশনে আসার পর ঠিক নিচের ছবির মতো দেখতে পারবেন। এবার নিচের ছবিটি অনুসরণ করে Date , Time ও লেখকের নামসহ আরও যা যা Hide করতে চান সেখান থেকে সবুজ বাটনগুলো অফ করে দিন ।



ধাপ - ০৩ : এবার আপনার ব্লগে ভিজিট করলে দেখতে পারবেন যে আপনার ব্লগে কোন Date, Time কিংবা লেখকের নাম শো করছে না ।


আশা করি বুজতে পারছেনযদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

Post a Comment

0 Comments