যদি আপনি ব্লগারে নতুন হয়ে থাকেন আর না জানেন কিভাবে একটি ফ্রি .blogspot.com ব্লগারে কাস্টম ডোমেইন সেটআপ করতে হয় তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। ব্লগারে Custom Domain সেটআপ করা খুবই সহজ । যদি আপনাদের কাছে কোন ফ্রি ব্লগ থেকে থাকে আর সেই ব্লগে আপনারা custom domain সেটআপ করতে চান তাহলে নিচে দেওয়া স্টেপ গুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন।
যেভাবে ব্লগারে Custom Domain সেটআপ করতে হয় :
স্টেপ ১ - custom domain ক্রয় করা :
প্রথমে আপনাদের একটি custom domain ক্রয় করে নিতে হবে । কাস্টম ডোমেইন ক্রয় করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
স্টেপ ২ - ব্লগারে Custom Domain এড করার পদ্ধতি :
১) প্রথমে আপনার ব্রাউজার থেকে সরাসরি blogger.com/blogspot.com এ চলে আসুন।
২) এবার আপনি যে ব্লগে আপনার custom domain সেটআপ করতে চান সেই ব্লগের settings অপশনে যান।
৩) setting অপশনে আসার পর Publishing সেকশনে থাকা Custom Domain অপশনে ক্লিক করুন।
৪) এবার এখানে আপনার কেনা ডোমেইনটি বসিয়ে দিন। আপনার ডোমেইনটি অবশ্যই www.your-domain.com ফরমেটে থাকতে হবে। Add করার পর “Save” বাটনে ক্লিক করুন।
৫) এবার আপনারা এমন একটি error message দেখতে পাবেন “We have not been able to verify your authority to this domain. On your domain registrar's website, locate your Domain Name System (DNS) settings and enter the following two CNAMEs: (Name: www, Destination: ghs.google.com) and (Name: k4na776y3xf2f, Destination: gv-nju4wmffxiahxc.dv.googlehousted.com). See https://support.google.com/blogger/answer/123366387 for detailed instructions.” এর অর্থ হল আপনার ডোমেইন এর DNS(Domain Name System) ব্লগারে সেট করা হয়নি। এখানে আপনারা ২ টি CNAMEs এর records পাবেন সেটি আপনাদেরকে আপনার ডোমেইনে add করতে হবে ।
স্টেপ ৩ - DNS সেটআপ করা :
ব্লগারে আপনার কাজ শেষ হয়ে গিয়েছে । এখন আপনারা যে সাইট থেকে আপনাদের ডোমেইন ক্রয় করেছেন সেই সাইটের CNAME add করে নিন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১) যে সাইট থেকে ডোমেইন কিনেছেন ওই ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টে login করুন।
২) Login করার পর আপনার প্রোফাইলে ক্লিক করুন আর “My Domain অপশনটিতে চলে আসুন।
৩) My Domain এ আসার পর Manage Domain অপশনটিতে ক্লিক করুন।
৪) এখন Manage DNS অপশনে ক্লিক করুন।
৫) এবার আপনাদের Type এ CNAME সিলেক্ট করতে হবে আর আপনাদের দুটি CNAME add করতে হবে। CNAME add এড করা হলে এখন সবশেষ থাকা https://support.google.com/blogger/answer/123366387 এই লিংক থেকে পাওয়া ৪ টা আইপি অ্যাড্রেস এড করে নিন। ( এটা শুধুমাত্র একটা ডেমো,অবশ্যই আপনাকে স্টেপ ২ এর ৫ নং অপশন এর লিংক থেকে সার্চ করে আইপি অ্যাড্রেস এর কোড দিতে হবে )
স্টেপ ৪ - সর্বশেষ ব্লগারে custom domain Enable করার কার্যক্রম :
১) সব কাজ সম্পন্ন হয়ে গেলে কয়েক ঘন্ট অপেক্ষা করে তারপর আবার ব্লগারে যেতে হবে আর কাস্টম ডোমেইন বসিয়ে Save অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
২) এবার আপনারা নিচে Redirect domain এর অপশন দেখতে পাবেন সেটি Enable করে দিন । এবার আপনারা আপনাদের ডোমেইন এড্রেস টি আপনাদের কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারে দিয়ে দেখতে পারেন এটি www আর www ছড়ায় ভালোভাবে আপনাদের ওয়েবসাইট খুলবে ।
৩) এবার HTTPS availability এবং HTTPS redirect এর অপশন দেখতে পাবেন সেটিও Enable করে দিন।
1 Comments
https://www.howtrickbd.com/%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE-%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87/
ReplyDeletepost a comment
Emoji