আগে হাতে স্মার্টকার্ড পাওয়া না পর্যন্ত নিজের NID নম্বর জানার কোনো উপায় ছিল না। কিন্তু এখন প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে - নিবন্ধনের পর স্লিপে থাকা ফরম নম্বর ব্যবহার করে একটি SMS পাঠালেই NID নম্বর তাৎক্ষণিকভাবে জানা যায়। এই আর্টিকেলে পুরো নিয়মটি পরিষ্কার ও সহজভাবে তুলে ধরা হলো।
নতুন ভোটার হিসেবে নিবন্ধনের পর স্মার্টকার্ড হাতে পেতে কিছুটা সময় লাগে। কিন্তু সিম রেজিস্ট্রেশন, ব্যাংকিং, বিভিন্ন অনলাইন আবেদনসহ অনেক কার্যক্রমে NID নম্বর তৎক্ষণাৎ প্রয়োজন হয়। তাই নিবন্ধন স্লিপে থাকা ফরম নম্বর দিয়ে SMS এর মাধ্যমে নম্বরটি জানা এখন অত্যন্ত সুবিধাজনক।
- জন্মতারিখ অবশ্যই দুই অঙ্কে লিখতে হবে - (যেমন : 05-01-1998)।
- তারিখের মাঝে শুধুমাত্র হাইফেন (-) ব্যবহার করুন।
- ভুল ফরম নম্বর দিলে কোনো রেসপন্স পাওয়া যাবে না।
- তথ্য সঠিকভাবে পাঠালে কয়েক সেকেন্ডের মধ্যেই SMS রেসপন্স পাবেন।


0 Comments
post a comment