ফরম নম্বর দিয়ে SMS করে NID নম্বর জানার নিয়ম। SMS-e NID Number Check

আগে হাতে স্মার্টকার্ড পাওয়া না পর্যন্ত নিজের NID নম্বর জানার কোনো উপায় ছিল না। কিন্তু এখন প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে - নিবন্ধনের পর স্লিপে থাকা ফরম নম্বর ব্যবহার করে একটি SMS পাঠালেই NID নম্বর তাৎক্ষণিকভাবে জানা যায়। এই আর্টিকেলে পুরো নিয়মটি পরিষ্কার ও সহজভাবে তুলে ধরা হলো।

এসএমএস দিয়ে আইডি নাম্বার বের করার নিয়ম
স্মার্টকার্ড পাওয়ার আগেই NID নম্বর কেন প্রয়োজন?

নতুন ভোটার হিসেবে নিবন্ধনের পর স্মার্টকার্ড হাতে পেতে কিছুটা সময় লাগে। কিন্তু সিম রেজিস্ট্রেশন, ব্যাংকিং, বিভিন্ন অনলাইন আবেদনসহ অনেক কার্যক্রমে NID নম্বর তৎক্ষণাৎ প্রয়োজন হয়। তাই নিবন্ধন স্লিপে থাকা ফরম নম্বর দিয়ে SMS এর মাধ্যমে নম্বরটি জানা এখন অত্যন্ত সুবিধাজনক।

NID নম্বর জানার অফিসিয়াল SMS ফরমেট ঃ
মেসেজ লিখুন : NID ফরম নম্বর জন্মতারিখ (DD-MM-YYYY) → এরপর পাঠিয়ে দিন : 105 নম্বরে (বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল SMS সার্ভিস)
উদাহরণ : NID 123654789 25-02-2000 → পাঠিয়ে দিন : 105
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা :
  • জন্মতারিখ অবশ্যই দুই অঙ্কে লিখতে হবে - (যেমন : 05-01-1998)।
  • তারিখের মাঝে শুধুমাত্র হাইফেন (-) ব্যবহার করুন।
  • ভুল ফরম নম্বর দিলে কোনো রেসপন্স পাওয়া যাবে না।
  • তথ্য সঠিকভাবে পাঠালে কয়েক সেকেন্ডের মধ্যেই SMS রেসপন্স পাবেন।
এই পোস্টে কোনো ভুল/আপডেট থাকলে আমাদের জানান
এই আর্টিকেলে কোনো ভুল তথ্য, বানান ত্রুটি, পুরোনো তথ্য, ভাঙা লিংক, প্রয়োজনীয় আপডেটের অভাব বা অন্য কোনো অসঙ্গতি লক্ষ্য করলে অনুগ্রহ করে সংক্ষেপে জানিয়ে আমাদের সহযোগিতা করুন।
বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ইমেইল অ্যাপ বা Gmail-এ রিপোর্টটি অটো লিখে খুলে যাবে।
রিপোর্ট পাঠানোর জন্য ইমেইল উইন্ডো ওপেন করার চেষ্টা করা হয়েছে। সরাসরি না খুললে ব্রাউজারে Gmail খুলে যেতে পারে (বিশেষ করে কম্পিউটারে)।

Post a Comment

0 Comments