এমন একটা সময় ছিল যতক্ষণ না আমরা আইডি কার্ড হাতে পেতাম তার আগে কখনোই আইডি কার্ডের নাম্বার জানা সম্ভব হতো না। এখন শুধু আবেদন করার পরপরই NID নাম্বার জানা সম্ভব। আজকে আমরা আলোচনা করব, কিভাবে আপনি আপনার NID নাম্বার খুব সহজে SMS এর মাধ্যমে জেনে নিতে পারবেন।
আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করে থাকেন তাহলে স্মার্ট কার্ড পেতে কিছু দিন সময় লাগবে। কেননা আবেদন করার সাথে সাথে স্মার্ট কার্ড পাওয়া যায় না। এটি তৈরি করতে বেশ কিছু সময় প্রয়োজন। কিন্তু এর আগেই আপনার প্রয়োজন হতে পারে আইডি কার্ড কিংবা আইডি নাম্বার, তখন কি করবেন? কোন সমস্যা নেই। আপনি নিবন্ধন করে থাকলে নিবন্ধন স্লিপে দেওয়া ফরম নাম্বার দিয়ে এসএমএস করে খুব সহজে জেনে নিতে পারেন আপনার NID নাম্বার আর ব্যবহার করতে পারবেন যেকোন প্রয়োজনে।
0 Comments
post a comment
Emoji