আপনি যদি ব্লগারে নতুন হয়ে থাকেন আর না জানেন কিভাবে ব্লগারে নতুন custom Template/Theme Upload করতে হয় তাহলে আপনার জন্য আজকের এই পোস্ট।
কিভাবে ব্লগারে Template Upload করব :
Step - 1 : প্রথমে Blogger Dashboard এ Login করুন
Step - 2 : Login করার পর Theme অপশনটিতে ক্লিক করুন । ক্লিক করার পর My Theme section এ পৌঁছে যাবেন । এখানে CUSTOMIZE নামের একটি অপশন দেখতে পাবেন এই অপশনের পাশে dropdown arrow (▼) button দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন ।
Step - 3 : ক্লিক করার পর আপনাদের সামনে ছোট একটা পেইজ চলে আসবে, যেখানে আপনারা অনেক অপশন দেখতে পাবেন ওই অপশন গুলোর মধ্যে Restore অপশনটিকে সিলেক্ট করুন ।
Step - 4 : এরপর Upload button টি তে ক্লিক করুন আর আপনার মোবাইল বা কম্পিউটারের যেখানে template XML file কে সেভ করে রেখেছিলেন, সেখানে গিয়ে template XML file কে সিলেক্ট করুন ।
Step - 5 : এরপর সফলভাবে ব্লগারে template upload হয়ে যাবে।
ইন্টারনেট থেকে যে free template গুলো ডাউনলোড করে ব্যবহার করতে চান সেগুলোর মধ্যে কিছু template, blogger এর নতুন version এর সাথে comfortable হয় না। এইজন্য নতুন template upload করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার ব্লগের বর্তমান template টি backup/download করে রাখবেন। যাতে কোন সমস্যা দেখা দিলে তা আবারও ব্যবহার করতে পারেন।
আশা করি সবাই, ব্লগারে কিভাবে Template/Theme Upload করতে হয় সেটা একটু হলেও বুজাতে পেরেছি। ধন্যবাদ পড়ার জন্য।
0 Comments
post a comment
Emoji