ফেসবুক আইডি বা পেজে ব্লু ব্যাজ পাওয়ার উপায় কী - ব্লু পেজ পেতে হলে কি করতে হবে

ফেসবুক ব্লু ব্যাজ, যা আমাদের সকলের নজর কাড়ে। কিন্তু কেন এ ব্লু ব্যাজ দেওয়া হয় আর কাদেরকেবা দেওয়া হয়৷ আর এই ব্লু ব্যাজ পেতে হলে আমাদের কিবা করতে হবে তা নিয়ে থাকছে আজকের আলোচনা

ফেসবুক আইডি বা পেজে ব্লু ব্যাজ পাওয়ার উপায়

ফেসবুক কেন ব্লু টিক মার্ক দেওয়া হয় :

অথেনটিক সোর্স / ফ্যাক্ট চেক / ফেইক নিউজ এড়ানো বা কোনো সুপরিচিত ব্যাক্তি সম্পর্কে যাতে ভুল তথ্য না ছড়ায় তাই ফেসবুক তাদেরকে ভেরিফাই করে নেয় এবং সবার সামনে নিশ্চিত করে যে আসলে এটা তার পেইজ বা আইডি যা সে নিজেই পরিচালনা করছে আর সেই জন্য তার আইডি বা পেইজে ব্লু ব্যাজ দেওয়া হয়! তাই ফেসবুক এই ভেরিফাই সিস্টেমটি চালু করে৷



ব্লু ব্যাজ যারা পাবে :

১) আপনি যদি আপনার আইডিতে বা পেইজে ব্লু ব্যাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সমাজে সুপরিচিত কোনো ব্যাক্তি হতে হবে৷ যাকে একটা কমিউনিটি চিনে বা তার সম্পর্কিত অনেক তথ্য জানার জন্য সার্চ করে বা তাকে অনুসরণ করতে চায়৷ (কিন্তু মনে রাখতে হবে ফেসবুক সেলিব্রিটি নয়! বাস্তব জীবনের সেলিব্রিটি হতে হবে)


২) পরিচিত কোনো ইউনিক রিয়েল ব্র্যান্ড হতে হবে

৩) সরকারি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত বা রেজিস্টার্ড কোম্পানি 

৪) সরকারি ট্যাক্স দাতা হতে হবে প্রতিষ্ঠানটিকে

৫) ব্যাক্তির ক্ষেত্রে তার প্রোফাইল বা পেইজে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকতে হবে।

ব্লু ব্যাজ ভেরিফাই করতে যা লাগে

যদি ব্যাক্তি হোন তবে দরকার আপনার এনআইডি। আর যদি প্রতিষ্ঠান হয় তবে অথরিটি কর্তৃক অনুমোদিত কাগজপত্র !

আপনি বলতে পারেন অনেককেই তো দেখি ফেসবুক সেলিব্রিটি যারা কিনা তাদের পেইজে ব্লু টিক পায়!

হ্যাঁ পায় কারণ তারা ফেসবুক জনপ্রিয়তা দিয়ে পরবর্তী সময়ে রিয়েল লাইফেও জনপ্রিয় হয়ে গিয়েছে যার ফলে মানুষজন তাকে অনুসরণ করে৷ তখন তাদেরকে ফেসবুক ব্লু টিক দিয়ে দেয়৷ 



আপনি কি ব্লু টিক মার্ক পাবেন - আপনি কি রিয়েল লাইফে একজন সেলিব্রিটি :

যদি উত্তর হ্যাঁ হয়৷ আর যদি আপনার কান্ট্রি ফেসবুক এডমিনিস্ট্রিটিভ আপনাকে চিনে তাহলে আপনি পেতে পারেন! আর যদি প্রশ্নের উত্তর না হয় তবে আপনি পেতে পারেন না৷ কারণ ফেসবুক সবাইকে ব্লু টিক দেয় না!

Post a Comment

0 Comments