বিদায় বেলায় মোরে দিওগো দেখা । Bangla Gojol Lyrics - Biday bela more diyogo dekha

আমরা আমাদের সাইটে প্রতিনিয়ত জনপ্রিয় ও নিত্যনতুন গজলগুলার লিরিক্স দেওয়ার চেষ্টা করছি। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জন্য জনপ্রিয় একটি গজল “আছিগো ডুবে আমি পাপেরই সাগরে” গজলটির লিরিক্স উপস্থাপন করতে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়ার যাক।

Bangla Gojol Lyrics - Biday bela more diyogo dekha


   বাংলা গজল লিরিক্স   


বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল

কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া



পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল

ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল

কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়



বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….

বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল

এরকম যেকোন গজলের লিরিক্স পেতে আমাদের সাইটের সাথে থাকুন। আপনার কোন প্রিয় গজল থাকলে তা কমেন্ট করে জানাতে পারে আমরা আমাদের সাইটে আপনার প্রিয় গজনগুলা লিরিক্স আকারে দেওয়ার চেষ্টা করব।

Post a Comment

1 Comments

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)