আমাদের অনেকেই আছে যারা কিনা বলে আগের মত আর সেই ঈদের আনন্দটা নেই কিংবা লাগে না। এখানে আগের মত বলতে আমাদের ছোট বেলাকে ইঙ্গিত করা হয়েছে। আমি মনে করি আনন্দ ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। ছোট বেলায় ঈদে আনন্দ লাগত এখন আর লাগে না এমন যারা বলে তাদের নিকট আমার ছোট্ট একটা প্রশ্ন, ”ঈদের আনন্দটা কি কখনো স্পর্শ করা যায় বা করেছেন। যে, আগে ছোট থাকতে ঈদগুলোতে বেশি বেশি আনন্দ আসত আর এখন কম কম আসে কিংবা আসে না, এমন” ? মোটেও না।
আমি মনে করি, ঈদের আনন্দটা ঠিক আগের মতোই আছে, শুধু আমাদের চিন্তা-ভাবনা আর অনুভূতিগুলো বদলে গেছে। আমরা যদি আমাদের ছোট বেলার মত চিন্তা-ভাবনা আর অনুভুতিগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারি কিংবা আগে থেকে সেই চিন্তা-ভাবনা আর অনুভুতিগুলোকে ধারণ করে থাকি তাহলে আমাদের মাঝে সর্বদা ঈদের আনন্দ বিরাজ করবে, এটাই আমার বিশ্বাস।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা - ঈদ মোবারক।
1 Comments
Akdom thik
ReplyDeletepost a comment
Emoji