যে সকল গ্রামীণ সিমের গ্রাহকরা গত ৩০ দিন ধরে MyGp অ্যাপ ব্যবহার করেনি সেসকল গ্রাহকরা এখন MyGp অ্যাপে লগইন করলে পাচ্ছেন ১৫ টাকা রিচার্জে ১৪ টাকা ক্যাশব্যাক। তবে অফারটি পেতে আপনাকে গ্রামীণফোন অ্যাপে প্রবেশ করতে হবে এবং ড্যাশবোর্ডে যদি উল্লেখিত অফারটি দেওয়া থাকে তাহলে তা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোণ তাদের গ্রাহকদের ফিরিয়ে নিয়ে আসতে প্রতিনিয়ত বিভিন্ন অফার দিয়ে থাকে। আপনার যদি কোনো গ্রামীণ সিম ১মাস বন্ধ থাকে, তাহলে উক্ত সিমটি ব্যবহারের জন্য গ্রামীণফোন কর্তপক্ষ একটি অফার দিচ্ছে আর তা হচ্ছে ১৫ টাকা রিচার্জে ১৪ টাকা ক্যাশব্যাক। অবশ্যই অফারটি আপনার অ্যাপে লগইন করার পর ড্যাশবোর্ডে উল্লেখ থাকতে হবে। তা না হলে আপনি তা পাবেন না।
অফারটি উপাভোগ করার নিয়ম :
ধাপ - ০১ : অফারটি নিতে MyGp অ্যাপের মধ্যে ঢুকলে দেখতে পাবেন ১৪ টাকা ক্যাশব্যাক পেতে ১৫ টাকা রিচার্জ করুন! যদি আপনার অ্যাপেও এমন অফার আসে তাহলে এটাতে ক্লিক করুন।
ধাপ - ০৩ : তারপর যে মাধ্যমে মোবাইল রিচার্জ করার পেমেন্ট করবেন তা সিলেষ্ট করে দিয়ে Continue তে ক্লিক করুন এবং লেনদেন সম্পন্ন করে নিন।
ধাপ - ০৪ : এখন যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেটা থেকে ১ টাকা কেটে নিয়ে আপনার জিপি সিমে ১৫ টাকা রিচার্জ চলে আসবে।
আশ করি বুঝতে পারছেন, গ্রামীণফোনসহ যেকোনো সিমের হট অফার সবার আগে জানতে আমাদের সাথে থাকুন। আপনি যে বিষয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
0 Comments
post a comment
Emoji