ব্লগে Description ডেসক্রিপশন box এড করার নিয়ম - How to add a description box to the blog

আজকে আমরা জানবো কিভাবে একটি ব্লগের (Description) ডেসক্রিপশন box যুক্ত করতে হয়।Blogspot ব্লগের Post Description সাধারণত বন্ধ থাকে এটা ON করতে হয়, যদি না করেন তাহলে আপনার পোস্টের ওপরের দু’লাইন প্রারাগ্রাফ গুগলে দেখাবে তাই নিজে Post Description লেখা ভালো।

Google এ আমরা কোন কিছু সার্চ করলে তার উত্তর হিসেবে কোন ওয়েবসাইট এর পোস্ট গুগল দেখায় আর সেই পোস্টের নিচে সেই পোস্ট বিষয়ে কয়েক লাইন লেখা থাকে এটাকেই বলে Search description। ব্লগার Search description চালু করা খুব সহজ কিন্তু অনেকে জানেন না কিভাবে post description enable করতে হয়।  



Blogger search description on করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

1. প্রথমে blogger.com সাইটে লগইন করুন।

2. এবার Settings থেকে Meta tags খুজে বার করুন।

3. এর নিচে পাবেন Enable Search Description এটা On করে দিন।


4. এখন New post করুণ, ডানদিকে Search Description অপশন পাবেন এখানে আপনার সেই পোস্টের বিষয় description লিখতে পারবেন।



----------------------------------

আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে একটি ব্লগে (Description) ডেসক্রিপশন box  যুক্ত করতে হয়। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Post a Comment

0 Comments