শুরু হতে যাচ্ছে ২০২১-২২ সালের অনার্সের ভর্তির কার্যক্রম। অনার্সে ভর্তি হতে কত টাকা ও কি কি কাগজপত্র লাগবে তা আলোচনা করা হবে আজকের এই পোস্টে। আগামী - ২২ মে ২০২২ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হবে। কিন্তু অনেকেই জানেন না যে, ভর্তি হতে কি পরিমাণ টাকা লাগবে ও কি কি কাগজপত্রের প্রয়োজন হবে।
কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে এখানে তা উল্লেখ করা হল। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।
অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে :
১) সরকারি কলেজে সর্বোচ্চ ৪০০০-৬০০০ এর মধ্যে হতে পারবেন। বাকীটা আপনার কলেজের উপর নির্ভর করবে।২) বেসরকারি কলেজে ৬-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)। যা কলেজের উপর নির্ভর করে টাকা নির্ধারণ করা হয়।
অনার্সে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা :
২) এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট এবং ২ কপি করে ফটোকপি।
৩) এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র এবং ২ কপি করে ফটোকপি।
৪) এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র এবং ২ কপি করে ফটোকপি।
৫) এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
৬) শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
৭) পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
৮) জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
১০) পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
১১) কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
বি:দ্র: প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ১/২ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠানো অনেক ঝামেলা।
ভর্তি বিষয়ক ওয়েবসাইট - app1.nu.edu.bd
0 Comments
post a comment
Emoji