ব্লগারে যুক্ত করে নিন টুকি আনলিমিটেড এর মতো সুন্দর একটি Sitemap Page। অনেকেই আছে যারা কিনা তাদের ব্লগারে একটি সাইটম্যাপ যুক্ত করতে চান কিন্তু কোডিং সমস্যা কিংবা কিভাবে এড করতে হয় সেটা না জানার কারণে যুক্ত করতে পারেন না। তাই আজকের এই পোস্টে কিভাবে ব্লগারে সাইটম্যাপ এড করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং সাথে থাকছে টুকি আনলিমিটেড সাইট ম্যাপের HTML কোড।
Sitemap Page কি :
Sitemap Page হলো HTML কোড দিয়ে তৈরি এমন একটি পেজ যার মাধ্যমে খুব সহজে ব্লগের ভিজিটররা ব্লগের সমস্ত পোস্ট একটি পেজের মধ্যেই দেখতে পাবে। এই পেজের সাহায্যে সরাসরি একটি ব্লগের ভিজিটররা তাদের পছন্দ অনুযায়ী যেকোনো পোস্ট পড়তে পারবে।
Blogger এর জন্য Sitemap Page যেভাবে তৈরী করতে হয় :
ধাপ - ০১ : প্রথমে blogger.com সাইটে লগইন করুন। তারপর Page অপশন সিলেক্ট করে New Page - এ ক্লিক করুন।
ধাপ - ০২ : এবার উপর থেকে পেন্সিল আইকনে ক্লিক করে HTML view সিলেক্ট করে নিন।
ধাপ - ০৩ : এখন প্রথমে Title নাম Sitemap দিন।
ধাপ - ০৪ : নিচে দেওয়া Download/Click here বাটনে ক্লিক করে যে কোডটা দেখতে পারবেন সেটা কপি করে পোষ্ট বডিতে Past করে দিন। ( আগে থেকে যদি কোন কোড থেকে থাকে তাহলে অবশ্যই তা ডিলিট করে দিবেন।)
This Timer Code
Toki Unlimited
File Type: sitemap html code
File Type: sitemap html code
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog
0 Comments
post a comment
Emoji