ইন্টারনেটে রয়েছে হিসাব ছাড়া অনেক ওয়েবসাইট। আর প্রত্যেকটি ওয়েবসাইট ভিন্ন ভিন্ন কাজের জন্য তৈরী করা হয়।আমরা আমাদের কাজের জন্য সচরাচর বিভিন্ন সাধারণ ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে থাকি কিন্তু এইসব সাধারণ ওয়েবসাইটগুলোর মধ্যে ব্রাউজের সময় আমরা এমন অনেক সাইটে চলে আসি যা সাধারণ ওয়েবসাইটগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন ও অদ্ভুত হয়ে থাকে। এইরকম লাখ লাখ ওয়েবসাইটের ভিড়ে কিছু ওয়েবসাইট আছে যা আসলেই অদ্ভুত ও বিস্ময়কর। আজকে আমরা ঠিক তেমনি কয়েকটি অদ্ভুত ওয়েবসাইট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যা আপনাকে অবাক করতে বাধ্য করবে।
২. Paper Toilet : আপনার টয়লেট পেপার শেষ হয়ে গেছে! কোন চিন্তা করবেন না। এখানে আপনি আনলিমিটেড টয়লেট পেপার পেয়ে যাবেন, যা আপনার সাড়া জীবনেও শেষ হবে না। তবে তা ভার্চুয়াল শুধু দেখতে পারবেন কাজে লাগাতে পারবেন না।
৩. Zoomquilt : আপনারা অনেকেই ইনফিনিটি জুমের কথা শুনেছেন, কিন্তু হয়তো দেখেন নি। এই ওয়েবসাইটটি মূলত স্থিরচিত্রের মধ্যে সীমাহীন ভাবে জুম হতে থাকা কোন একটি রূপকথা বা সভ্যতার গল্প। যেখানে আছে আকাশ, বন-জঙ্গল, পাহাড়-পর্বত, রাজ প্রাসাদ ইত্যাদি। স্থিরচিত্রগুলো এমনভাবে জুম হতে থাকবে যে দেখে বোঝার কোনো উপায় নেই, কিভাবে এত নিখুতভাবে এটি তৈরি করা হয়েছে। সত্যি এটি একটি আশ্চর্যজনক ওয়েবসাইট।
৫. Hacker Typer : এখানে প্রবেশ করলে আপনার উইন্ডোতে হ্যাকিং করার মতো সংখ্যা ও শব্দ ভেসে আসবে। স্কিনে অথবা কিবোর্ডে স্পর্শ করলেই হ্যাকারদের মতো টাইপিং হবে।
৬. WINDOWS93 : ১৯৯৩ সালে উইন্ডোজ দেখতে কেমন ছিল তা জানার আগ্রহ থাকলে এই ওয়েবসাইটটি থেকে ঘুরে আসতে পারবেন। আর ব্যবহার করুন সেই পুরনো দিনের কম্পিউটার Windows।
0 Comments
post a comment
Emoji