প্রিয় নাম্বার ব্যবহার করে বিকাশে ফ্রীতে সেন্ড মানি করা যাবে। কিন্তু আনলিমিটেড প্রিয় নাম্বার সেট করা যাবে না। শুধুমাত্র ৫টি নাম্বার সেট করা যাবে। অর্থাৎ আপনি আপনার যে ৫টি প্রিয় নাম্বার সেট করবেন সেগুলোতে সেন্ড মানি করতে কোনো প্রকার ফি প্রযোজ্য হবে না, সম্পূর্ণ বিনামূল্যে সেন্ড মানি (Send Money) করা যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে হয়।
বিকাশ প্রিয় নাম্বার এর সুবিধা ও শর্তসমূহ :
প্রতি প্রিয় নাম্বারে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে সেন্ড মানি করা যাবে। প্রিয় নাম্বারে বিনামূল্যে সেন্ড মানি এর শর্তসমুহ হলো --
১) প্রিয় নাম্বারগুলোতে প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না।
২) প্রিয় নাম্বারে প্রতি মাসে ২৫,০০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লেনদেন হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
৩) প্রিয় নাম্বারে প্রতি মসে ৫০,০০০ টাকার বেশি লেনদেন হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট :
বিকাশ অ্যাপ (bKash App) ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে যা যা করতে হবে তা নিচে দেওয়া হলো :
১) প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন।২) পিন দিয়ে লগিন করুন।
প্রদর্শিত পেজে আপনার প্রিয় নাম্বারের তালিকা দেখতে পাবেন। বিকাশ প্রিয় নাম্বার সেট করতে নিচের দিকে থাকা “যোগ করুন” এ ক্লিক করুন। এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান, সেটি লিখুন বা সিলেক্ট করুন। এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে সাবমিট করলেই উক্ত নাম্বার বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে।
ইউএসএসডি কোড ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট :
*২৪৭# ডায়াল করেও বিকাশ প্রিয় নাম্বার সেট করা যাবে। *২৪৭# ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে যা যা করতে হবে তা নিচে দেওয়া হলো: -
১) প্রথমে *247# ডায়াল করুন।এরপর যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান সেটি লিখে রিপ্লাই করুন। এরপর উক্ত প্রিয় নাম্বারের যে নাম দিতে চান, তা লিখুন (যার নাম্বার তার নাম দিতে পারেন)। এরপর আপনার বিকাশ পিন লিখে রিপ্লাই করলেই প্রিয় নাম্বার এড হয়ে যাবে। বিকাশ প্রিয় নাম্বার (bKash Priyo Number) সেট হয়ে গেলো। আশা করি বুজতে পারছেন, এভাবে আপনার পছন্দমতো ৫টি প্রিয় নাম্বার সেট করে নিতে পারেন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji