আপনি কি চান প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে কোনো চার্জ না দিয়ে ? তাহলে বিকাশ প্রিয় নম্বর ফিচারটি হতে পারে আপনার জন্য দারুণ সুবিধাজনক! বিকাশে আপনি সর্বোচ্চ ৫টি প্রিয় নম্বর সেট করতে পারবেন, যেগুলোতে Send Money করলে কোনো ফি প্রযোজ্য হবে না অর্থাৎ একেবারে ফ্রিতে, তবে কিছু শর্ত প্রযোজ্য। চলুন, জেনে নেওয়া যাক প্রিয় নম্বর ব্যবহারের নিয়ম, শর্তাবলি এবং কীভাবে অ্যাপ ও *২৪৭# ডায়াল করে নম্বর যুক্ত করবেন।
বিকাশ প্রিয় নম্বর সুবিধা ও শর্তাবলি :
লেনদেনের পরিমাণ (মাসিক) | চার্জ |
---|---|
০ – ২৫,০০০ টাকা | কোনো চার্জ নেই |
২৫,০০১ – ৫০,০০০ টাকা | প্রতি লেনদেনে ৫ টাকা |
৫০,০০০ টাকার বেশি | প্রতি লেনদেনে ১০ টাকা |
বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিয় নম্বর সেট করার নিয়ম :
- প্রথমে বিকাশ অ্যাপ চালু করুন
- পিন দিয়ে লগইন করুন
- “Send Money” অপশনে ক্লিক করুন
- নিচে থাকা “প্রিয় নম্বরের তালিকা দেখুন” অপশনে যান
- “যোগ করুন” বাটনে ক্লিক করুন
- প্রিয় নাম্বারটি লিখুন বা কনটাক্ট লিস্ট থেকে সিলেক্ট করুন
- বিকাশ পিন দিয়ে সাবমিট করুন
*২৪৭# (USSD) কোড ব্যবহার করে প্রিয় নম্বর সেট করার নিয়ম :
- মোবাইলে *247# ডায়াল করুন
- My bKash মেন্যুতে যান
- ৪ লিখে রিপ্লাই দিন (Priyo Numbers মেন্যু)
- ১ লিখে রিপ্লাই করুন (প্রিয় নাম্বার যোগ)
- যেই নম্বরটি প্রিয় হিসেবে রাখতে চান, সেটি টাইপ করুন
- নম্বরটির জন্য একটি নাম লিখুন (যেমন “Karim”, “Rahim”)
- বিকাশ পিন দিয়ে রিপ্লাই করুন
গুরুত্বপূর্ণ তথ্য :
বিষয় | বিস্তারিত |
---|---|
প্রিয় নম্বর লিমিট রিসেট | প্রতি মাসের প্রথম তারিখে প্রিয় নম্বরের লেনদেন সীমা রিসেট হয়ে যায় |
নাম্বার পরিবর্তন | প্রয়োজনে যেকোনো সময় প্রিয় নম্বর ডিলিট বা পরিবর্তন করা যাবে |
পরিবর্তনে চার্জ | প্রিয় নম্বর পরিবর্তনে বিকাশ কোনো চার্জ নেয় না |
বিকাশ প্রিয় নম্বর ফিচারটি ব্যবহার করে আপনি সহজেই নির্দিষ্ট কিছু নম্বরে ফ্রি সেন্ড মানি সুবিধা উপভোগ করতে পারেন। প্রতিদিনের প্রয়োজনীয় লেনদেন যদি একই কয়েকটি মানুষ বা প্রতিষ্ঠানের সঙ্গে হয়ে থাকে, তাহলে এই ফিচারটি আপনার জন্য খুবই উপকারী হবে। আপনার প্রিয়জনদের এখনই প্রিয় তালিকায় যুক্ত করুন, আর উপভোগ করুন ঝামেলাহীন ও চার্জবিহীন লেনদেন! আরও দরকারি টিউটোরিয়াল ও মোবাইল ব্যাংকিং সম্পর্কিত গাইড পেতে আমাদের ব্লগ "টুকি আনলিমিটেড" ফলো করতে ভুলবেন না!
0 Comments
post a comment