যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন এবং প্রথম বর্ষের পরীক্ষা দিবেন তারা অনেকেই জানেন না যে, ইনকোর্স ও নির্বচনী পরীক্ষাটা মূলত কী, এসব পরীক্ষা দিলে কি হবে আর না দিলে কি হবে। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে। আশা করি সকলেই উপকৃত হবে।
১। প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক, না দিলে কোন সমস্যা হবে কিনা?
উত্তরঃ অবশ্যই বাধ্যতামূলক, ইনকোর্স পরীক্ষা না দিলে তুমি ফর্ম ফিলআপ করতে পারবা না। তাছাড়া ইনকোর্স এর মার্ক ২০ এবং বোর্ড পরীক্ষার মার্ক ৮০। এই দুইটা মিলে পাস না করলে বোর্ড পরীক্ষায় তোমার ফেল আসবে।
২। প্রশ্নঃ ইনকোর্স এ কত পেলে পাস হবে?
উত্তরঃ ইনকোর্স পরীক্ষায় ২০ এর ভেতর ৮ পেলে পাস, আর বোর্ড পরীক্ষায় ৮০ এর ভেতর ৩২ পেলে পাস। সুতরাং ১০০ মার্কে তোমাকে অবশ্যই ৪০ পেতে হবে।
৩। প্রশ্নঃ নির্বাচনী পরীক্ষায় ফেল করলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ না, তবে ইনকোর্স পরীক্ষায় পাস হওয়া লাগবে। নির্বাচনী পরীক্ষা টা হচ্ছে তুমি কেমন পড়াশোনা করেছ সেটা এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা। ওই নাম্বার বোর্ডে যোগ হবে না, কিন্তু ইনকোর্স এর নাম্বার বোর্ডে যোগ হবে। সুতরাং ইনকোর্স পরীক্ষা টাই ভালোভাবে দিতে হবে।
৪। প্রশ্নঃ চারটা ইনকোর্স দিয়ে আর দুইটা যদি না দেই, তাহলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ সেটা ডিপার্টমেন্টের স্যারদের সাথে কথা বলতে হবে। তবে কেউ যদি একটা ইনকোর্স পরীক্ষাও না দেয়, তাহলে তার ফর্ম ফিলআপ হবে না। ওই ফর্ম ফিলআপের দিন বিভাগে বসে তাকে আগে ইনকোর্স পরীক্ষা দিয়ে তারপর ফর্ম ফিলআপ করা লাগবে।
৫। প্রশ্নঃ ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার জন্য কি কি পড়বো?
উত্তরঃ বোর্ড বইয়ের পাশাপাশি বিগত সালের সকল বোর্ড প্রশ্ন পড়ে যাও। এর ভেতরেই কমন পাবা। ইনকোর্স নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই।
বিঃদ্রঃ ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার পর পরই তোমাদের ফর্ম ফিলআপের ডেট দিয়ে দেবে। তাই ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji