ডিগ্রি ১ম বর্ষ ব্যবস্থাপনা ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নপত্র ২০১৪-২০১৯

ডিগ্রি শিক্ষার্থীদের জন্য এই প্রথম আমরা দিচ্ছি আপনাদের বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্নপত্র । যেগুলো পড়ে বুজতে পারবেন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং চলতি পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু আছে এছাড়াও যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন । তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে 

ব্যবস্থাপনা ১ম পত্র

আজকের এই আর্টিকেলে ডিগ্রি ১ম বর্ষ  ব্যবস্থাপনা ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ এর বিগত সালের সকল পরীক্ষার প্রশ্ন অর্থাৎ ২০১৪-২০১৯ এই ৬ বছরের পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করব আশা করি একটু হলেও আপনার উপকারে আসবে ( বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না এগুলো শুধুমাত্র আপনাকে ধারণা দিবে কোন ধরণের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )

--------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৪

বিষয় :  ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ ( বিষয় কোডঃ ১১২৬০১ )

সময়ঃ ৩.৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) ব্যবসায় কাকে বলে ?

খ) প্রত্যয় পত্র কী ?

গ) ব্যবসায় নৈতিকতা বলতে কী বুঝ ?

ঘ) আই.এম.এফ কী?

ঙ) SWOT বিশ্লেষণ কী?

চ) নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কে?

ছ) বাংলাদেশে বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয় কাকে বলে ?

জ) সমবায় শব্দের অর্থ কী?

ঝ) শিল্প কী?

ঞ) প্রাইভেট লিঃ কোম্পানি কাকে বলে?

ট) FBCCI -এর পূর্ণরূপ লিখ?

ঠ) বিশ্বায়নের সংজ্ঞা দও?



খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি-ব্যাখ্যা কর ?

৩. ব্যবসায় পরিবেশের ওপর প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ উপাদানসমূহ বর্ণনা কর?

৪. শেয়ার ও ‍ঋণপত্রের মধ্যে পার্থক্য বর্ণনা কর ?

৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ বর্ণনা কর ?

৬. কোম্পানির বিলোপসাধন বলতে কী বুঝ ?

৭. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাসমূহ উল্লেখ কর ?

৮. ব্যবস্থাপনা প্রতিনিধির ব্যবহৃত প্রধান দলিলসমূহ বর্ণনা কর?

৯. বৈদেশিক বাণিজ্যের ব্যবহৃত প্রধান দলিলসমূহ বর্ণনা কর ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) শিল্পের সংজ্ঞা দাও ?

খ) বাংলাদেশে শিল্পের গুরুত্ব আলোচনা কর ?

১১. ক) ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কি বুঝ ?

খ) তুমি কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে ?

১২. ক) অংশীদারি চুক্তিপত্র কাকে বলে ?

খ) চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি - আলোচনা কর ?

১৩.  ক) যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দাও ?

খ) প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পনিতে রূপান্তর করা যায় ? আলোচনা কর ?

১৪. ক) রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলতে কী বুঝায় ?

খ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভূমিকা বর্ণনা কর ?

১৫. ক) সমবায়ের উদ্দেশ্য বর্ণনা কর ?

খ) সমবায় সমিতির মূলনীতিসমূহ আলোচনা কর ?

১৬. ক) আমদানি ব্যবসায় কী?

খ) পণ্য আমদানি পদ্ধতি ব্যাখ্যা কর ?

১৭. ক) বিশ্বায়নের পক্ষে যক্তি দাও ?

খ) বিশ্বায়নের অসুবিধাসমূহ আলোচনা কর ?



----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৫

বিষয় :  ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ ( বিষয় কোডঃ ১১২৬০১ )

সময়ঃ ৩.৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বুঝ?

খ) পণ্য বিনিময় কী?

গ) ব্যবসায় পরিবেশ কি ?

ঘ) সক্রিয় অংশীদার কাকে বলে?

ঙ) পাবলিক লিঃ কোম্পানি কাকে বলে ?

চ) বিবরণপত্র কী?

ছ) শেয়ার কী ?

জ) WTO কী?

ঝ) SAARC - এর পূর্ণরূপ কি?

ঞ) সমবায় সমিতি কাকে বলে?

ট) EPZ শব্দের পূর্ণরূপ কি?

ঠ) পুনঃরপ্তানি কী?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ব্যবসায়ের সাথে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক দেখাও ?

৩. তুমি কি অংশীদারি ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় হতে শ্রেষ্ঠ মনে কর?

৪. অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল উল্লেখ কর ?

৫. প্রাইভেট লিঃ কোম্পানি ও পাবলিক লিঃ কোম্পানির মধ্যে পার্থক্য কি ?

৬. ভোক্তা সমবায় সমিতির সুবিধাসমূহ লিখ ?

৭. রাষ্ট্রীয় ব্যবসায় গঠানের পক্ষে যুক্তি দেখাও ?

৮. রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গঠনের উদ্দেশ্য কী ?

৯. অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও ?



গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) ব্যবসাায়ের সংজ্ঞা দাও?

খ) আধুুনক ব্যবসায়ের ক্রমবিকাশের ইতিহাস বর্ণনা কর ?

১১. ক) ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝ?

খ) ব্যবসায়ের অবস্থান নির্ধারনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর?

১২. ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর  ?

১৩. ক) একমালিকানা ব্যবসায় বলতে কী বুঝ ?

খ) একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর ?

১৪. ক) অংশীদারি ব্যবসাায়ের বিলোপসাধন বলতে কী বুঝায় ?

খ) অংশীদারী ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি উল্লেখ কর ?

১৫.  ক) স্মারকলিপির সংজ্ঞা দাও?

খ) স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ আলোচনা কর  ?

১৬. ক) মূলধন কি ?

খ) কোম্পানির মূলধনের শ্রেণিবিভাগ বর্ণনা কর ?

১৭. ক)  রপ্তানি ব্যবসায় কী ?

খ) বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা কর ?



----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৬

বিষয় :  ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ ( বিষয় কোডঃ ১১২৬০১ )

সময়ঃ ৩.৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) বাণিজ্য বলতে কী বুঝায় ?

খ) ব্যবসায়ের কাম্য আয়তন কী?

গ) অংশীদারি চুক্তিপত্র বলতে কী বুঝায় ?

ঘ) উৎপাদক সমবায় সমিতি কী?

ঙ) যৌথ মূলনী কোম্পানির কৃত্রিম সত্তা বলতে কী বুঝায়?

চ) ব্যবস্থাপনা প্রতিনিধি কী?

ছ) BGMEA এর পূর্ণরূপ কী ?

জ) রপ্তানি উন্নয়ন ব্যুরো কী ?

ঝ) GATT এর পূর্ণরূপ লিখ ?

ঞ) প্রত্যয়পত্র কাকে বলে ?

ট) প্রভব লেখ বলতে কী বুঝায় ?

ঠ) সেবা শিল্প বলতে কী বুঝায় ?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ব্যবসায়ের মৌলিক উপাদানগুলোর বর্ণনা দাও ?

৩. রাষ্ট্রীয় ব্যবসাায়ের উদ্দেশ্যসমূহ আলোচনা কর?

৪. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্য দেখাও ?

৫. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও ?

৬. বিশ্বায়নের দশ সত্য আলোচনা কর ?

৭. বৈদিশিক বাণিজ্যে ব্যবহৃত জাহাজি দলিলপত্রের বিবরণ দাও ?

৮. বাংলাদেশে পণ্য আমদানির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর ?

৯. ব্যবসায়ের সামাজিক দায়িত্বসমূহ আলোচনা কর ?



গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কি বুঝ?

খ) তুমি কিভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করবে ?

১১. ক) যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী বর্ণনা কর ?

খ) রাইট শেয়ার ও বোনাস শেয়ারের মদ্যে পার্থক্য দেখাও

১২. ক) বণিক সভা কী ?

খ) বণিক সভঅর কার্যাবলি আলোচনা কর ?

১৩.  ক) ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক উপাদানগুলোর বিবরণ দাও ?

খ) বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল স্থাপনের গুরুত্ব আলোচনা কর ?

১৪. ক) প্রাইভেট লিঃ কোম্পানি ও অংশীদারি ব্যবসায় সংগঠনের মধ্যকার পার্থক্য বর্ণনা কর ?

খ) সমবায় সমিতির মূলনীতিসমূহ আলোচনা কর ?

১৫. ক) সাপটা চুক্তির ভবিস্যৎ সম্ভাবনা নিলে আলোচনা কর ?

খ) উন্নয়নশীল বিশ্বে আন্তর্জাতিক অর্থ তহবিল (আই.এম.এফ) এর ভূমিকা বর্ণনা কর

১৬. ক) বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বর্ননা কর?

খ) বাংলাদেশের বাণিজ্য নীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ?

১৭. ক) যৌথ মূলধনী কোম্পানির অবসায়ন বলতে কী  বুঝায় ?

খ) যৌথ মূলধনী কোম্পানির বাধ্যতামূলক অবসায়ন পদ্ধতি আলোচনা কর ?

----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৭

বিষয় :  ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ ( বিষয় কোডঃ ১১২৬০১ )

সময়ঃ ৩.৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) ব্যবসায়িক নৈতিকতা কী ?

খ) কার্য পরিবেশ কাকে বলে ?

গ) PEST - এর পূর্ণরূপ কী ?

ঘ) নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কে?

ঙ) সমবায় সমিতির উপবিধি কাকে বলে ?

চ) স্টক বলতে কী বুঝায় ?

ছ) TCB- এর পূর্ণরূপ লিখ ?

জ) GSP- এর পূর্ণরূপ লিখ ?

ঝ) ন্যূনতম চাঁদা কী ?

ঞ) বিশ্বায়ন কী ?

ট) নৌ-ভাটকপত্র কী ?

ঠ) প্রজনন শিল্প বলতে কী বুঝায় ?



খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. বাণিজ্য ও শিল্পের মধ্যে পার্থক্য দেখাও ?

৩. SWOT বিশ্লেষণের ধারণা বর্ণনা কর?

৪. অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম বা ফলাফল উল্লেখ কর ?

৫. ভোক্তা সমবায় সমিতির উদ্দেশ্য বর্ণনা কর ?

৬. সংঘবিভি বা পরিমেল নিযমাবলির বিষয়বস্তু বর্ণনা কর ?

৭. শেয়ারের শ্রেণিবিভঅগ দেখাও ?

৮. বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি আলোচনা কর ?

৯. পাইকারি ও খুচরা ব্যবসায়ের মধ্য পার্থক্য দেখাও ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) বাণিজ্যের উদ্দেশ্য বর্ণনা কর ?

খ) বাণিজ্যের প্রতিবদ্ধকত কিভাবে দূরীকরণ করা যায় আলোচনা কর ?

১১. ক) রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা দাও?

খ) বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের বিদ্যামান সমস্যাবলি আলোচনা কর ?

১২.ক) বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থঅকার কারণসমূহ আলোচনা কর ?

খ) চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি,মর্যাদা নয়- ব্যাখ্যা কর?

১৩.  ক) ব্যবসায়ের অবস্থান বলতে কী বুঝায় ?

খ) ব্যবসায়ের অবস্থান নির্ধারণে কী কী বিষয় বিবেচনা করা উচিত ?

১৪. ক) প্রাইভেট লিঃ কোম্পানিকে পাবলিক লিঃ কোম্পানিতে রূপান্তকরণ প্রক্রিয়া বর্ণা কর ?

খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধে।য পার্থক্য দেখাও ?

১৫.ক) বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ ?

খ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলি আলোচনা কর?

১৬. ক) বিশ্বায়নের পক্ষে যুক্তিসমূহ বর্ণনা কর?

খ) বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশ্বায়নের চ্যালেঞ্জসমূহ আলোচনা কর ?

১৭. ক) রপ্তানি ব্যবসায় কী ?

খ) বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা কর ?



----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৮

বিষয় :  ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ ( বিষয় কোডঃ ১১২৬০১ )

সময়ঃ ৩.৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) ব্যবসায়ের সংজ্ঞা দাও?

খ) পুনঃরপ্তানি কী?

গ) SWOT বিশ্লেষণ কী ?

ঘ) ব্যবসায় জোট কী?

ঙ) কর্মী অংশীদার কী ?

চ) কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বুঝায় ?

ছ) ব্যবস্থাপনা প্রতিনিধি কী ?

জ) শেয়ার বাজার কী ?

ঝ) প্রভব লেখ কী ?

ঞ) বণিক সভা কাকে বলে?

ট) EPZ শব্দের পূর্ণরূপ কি? 

ঠ) প্রত্যয়পত্র কী?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ব্যবসায়ের উদ্দশ্যসমূহ বর্ণনা কর ?

৩. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানগুলো বর্ণনা কর ?

৪. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত কেষত্রসমূহ কি কি ?

৫. উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে পার্থক্ দেখাও ?

৬. বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলপত্রের বর্ণনা কর ?

৭. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে যুক্তি দাও?

৮. বণিক সভার উদ্দেশ্যসমূহ বিবৃত কর ?

৯. শেয়ার ও ঋণপত্র বলতে কী বুঝায় ?



গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) ব্যবসায় কি একটি পেশা?

খ) পেশা হিসেবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা কর ?

১১. ক) ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা কর ?

খ) একমালিকানা ব্যবসায়ের অসুবিধাসমূহ পরীক্ষা কর /

১২.ক) অংশীদারি ব্যবসায় কী?

খ) অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর ?

১৩.  ক) স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির মধ্যে পার্থক্য দেখাও ?

খ) যৌথমূলধনী কোম্পািনি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপসমূহ উল্লেখ কর ?

১৪. ক) সমবায় সমিতির মূলনীতি আলোচনা কর ?

খ) সমবায় সমিতির অসুবিধাসমূহ আলোচনা কর ?

১৫.ক) রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য সমূহ কী কী ?

খ) রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও ?

১৬. ক) সাপটা চুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা বর্ণনা কর?

খ) উন্নয়নশীল বিশ্বে বিশ্বব্যাংকের ভূমিকা বর্ণনা কর ?

১৭. ক) বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝায় ?

খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেবৈদেশিক বাণিজ্যের ভূমিকা লিখ ?

----------------------------

ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ২০১৯

বিষয় :  ১ম পত্র ‘ব্যবসায় পরিচিতি’ ( বিষয় কোডঃ ১১২৬০১ )

সময়ঃ ৩.৩০ মিনিট, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

ক) বাণিজ্য বলতে কী বুঝায় ?

খ) ব্যবসায়িক নৈতিকতা কী ?

গ) ব্যবসায় পরিবেশ কী ?

ঘ) সীমিত অংশীদার কে?

ঙ) বিবরণপত্র কী ?

চ) FBCCI এর পূর্ণরূপ কী?

ছ) সমবায় সমিতির উপবিধি কী ?

জ) GATT এর পূর্ণরূপ লিখ ?

ঝ) ঋণপত্র কী ?

ঞ) শেয়ার কী ?

ট) রাষ্ট্রীয় ব্যবসায় কী ?

ঠ) ব্যবসায়ের অবস্থান কী ?



খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২. ব্যবসায়ের মৌলিক উপাদানসমূহ বর্ণনা কর ?

৩. অর্থনৈতিক পরিবেশের উপাদানসমূহ বিবৃত কর ?

৪. অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল উল্লেখ কর ?

৫. স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসমূহ উল্লেখ কর ?

৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপুক্ত ক্ষেত্রসমূহ উল্লেখ কর ?

৭. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বলতে কী বুঝ ?

৮. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর ?

৯. পাবলিক মিঃ কোম্পানি ও প্রাইভেট লিঃ কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও ?

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০. ক) ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বুঝ?

খ) ব্যবসায়ের কার্যাবলি বর্ণনা কর ?

১১. ক) একমালিকানা ব্যবসায় বলতে কী বুঝায় ?

খ) বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ বর্ণনা কর ?

১২. ক) অংশীদারি চুক্তিপত্র কী ?

খ) অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা কর ?

১৩.  ক) কোম্পানির বিলোপসাধন কী ?

খ) কোম্পানির বিলোপসাধন পদ্ধতি বর্ণনা কর ?

১৪. ক) বিশ্বায়ন বলতে কী বুঝায় ?

খ) বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর ?

১৫. ক) সমবায় সমিতি বলতে কী বুঝ ?

খ) সমবায় সমিতির গঠনপ্রণালি উল্লেখ কর ?

১৬. ক) বণিক সভা কী ?

খ) বণিক সভার কার্যাবলি বর্ণনা কর ?

১৭. ক) রপ্তানি ব্যবসায় কী ?

খ) বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি বর্ণনা কর ?

----------------------------



ডিগ্রি পাস প্রথম বর্ষ কোর্স পরীক্ষা ২০২০ Coming soon]

----------------------------
যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Post a Comment

1 Comments

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)