একটি ব্লগ সাইট তৈরী করার ক্ষেত্রে ডোমেইন ও হোস্টিংয়ের পর যেই জিনিসটির বড় অবদান থাকে তা হল একটি ভালো থিম/টেমপ্লেট সিলেক্ট করা। আজকে আমরা শেয়ার করব ব্লগারের সেরা ৭ টি ব্লগার থিম/টেম্পলেট । যে থিম/টেম্পলেট গুলা দেখতে যেমন আকর্ষনীয় ঠিক তেমনি এদের পেজ স্পীড খুব দ্রুত এবং মোবাইল রেস্পন্সিভও।
যেকোন সাইটের ক্ষেত্রে একটি ভালো, দ্রুত, ও রেস্পন্সিভ থিম/টেম্পলেট অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা সে ব্যবহারকারীদের দিক থেকে হোক কিংবা সাইটের স্পীডের ক্ষেত্রে হোক বা SEO ও রেঙ্কিংয়ের ক্ষেত্রে।
সেরা ১০টি ফ্রি প্রিমিয়াম লুকিং টেমপ্লেট / থিম
নিচের থিমগুলা আমার নিজের দ্বারা পরীক্ষা করা এবং প্রতিটি টেমপ্লেটই হালকা, দ্রুত, রেস্পন্সিভ এবং SEO অপটিমাইজ। যা আপনি আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। এগুলা ছাড়াও যদি আপনার কাছে অন্য কোন থিম/টেম্পলেট সব দিক বিবেচনায় সেরা হয়ে থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না ।
১. Soraribbon: Personal Blog Template
DEMO & DOWNLOAD
সেরা ফ্রি ব্লগার থিমের মধ্যে সর্বপ্রথম আমরা যে থিমটির কথা বলব সেটি হচ্ছে Soraribbon। এই সাইটটির মাধ্যমে ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, ফটোগ্রাফি ব্লগ সহ যেকোন ব্লগিং করার জন্য একটি আদর্শ ফ্রি ব্লগার টেমপ্লেট। এই থিমটির সেরা দিক হচ্ছে এটি সকল ডিভাইসের জন্য রেস্পন্সিভ এবং অপটিমাইজড থিম।
২. Nitro
Nitro একটি হালকা, দ্রুত, আকর্ষনীয়, রেস্পন্সিভ এবং SEO ফ্রেন্ডলি ব্লগার টেম্পলেট যা আপনি ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। Soraribbon এর মতোই এই থিমটিও সকল ডিভাইসের জন্য রেস্পন্সিভ এবং অপটিমাইজড থিম।
৩. X-Mag: Technology and Magazine Template
DEMO & DOWNLOAD
প্রযুক্তি এবং ম্যাগাজিন এর জন্য এটি হচ্ছে আদর্শ একটি টেমপ্লেট। এটি ১০০% রেস্পন্সিভ যা যেকোনো ডিভাইসে মানানসই অর্থাৎ কম্পিউটার এবং মোবাইল দুই প্রকার ব্যবহারকারির পক্ষেই সুবিধা হবে এই টেম্পলেট ব্যবহৃত ওয়েবসাইট ব্যবহার করতে।
৪. SoraShop : Ecommerce Template
SoraShop হল একটি ই-কমার্স ভিত্তিক টেম্পলেট ৷ এই থিম ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে যেকোনো কিছু বিক্রি করতে পারবেন। এছাড়াও এই সাইটের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করতে এবং উপার্জন করতে একটি ব্লগও তৈরি করতে পারবেন।
৫. Lite Spot Template
টিউটোরিয়াল বা নিউজ টাইপের ব্লগের জন্য অন্যতম সেরা একটি টেম্পলেট হচ্ছে এই Lite Spot । এই থিমটির ডিজাইন অনেক সুন্দর ও আকর্ষণীয়।
৬. Seo pro Template
Seo pro টেম্পলেটটি হলো একটি হালকা, দ্রুত, আকর্ষণীয়, রেস্পন্সিভ এবং SEO ফ্রেন্ডলি ব্লগার টেম্পলেট যা আপনি ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
৭. Flatblog: News & Magazine Blogger Theme
DEMO & DOWNLOAD
Flatblog থিমটি SEO ফ্রেন্ডলি, সহজে কাস্টোমাইজ করা সম্ভব, রেস্পন্সিভ এবং দ্রুত পেজ লোডিং করতে সক্ষম। এটি একটি আধুনিক ডিজাইন ভিত্তিক নিউজ এবং ম্যাগাজিন ব্লগার থিম। এই টেম্পলেটটিতে অনেক অসাধারণ ফিচারস রয়েছে যেগুলির সাহায্যে সহজেই আপনার ব্লগ সাইটকে আপনি মনের মতো সাজিয়ে নিতে পারবেন।
3 Comments
বেশ ভালো। ইনফরমেটিভ। ফ্রি জব সাইট খোলার জন্য দু-একটা থিম যদি দেখেন এবং দেন তাহলে খুব ভালো হয়।
ReplyDeleteমূল্যবান মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাইটে বেশ কয়েকটি প্রিমিয়াম ব্লগার থিম দেওয়া আছে, সবগুলা মানসম্মত, চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
ReplyDeleteএই টেমপ্লেট গুলো কি fast কাজ করে?
ReplyDeleteYour comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji