অ্যাডসেন্স এর CPC কম হওয়ার কারণ ও CPC বৃদ্ধি করার সিক্রেট উপায়

CPC এর পূর্ণরূপ হলো Cost Per Click অর্থাৎ, প্রতি ক্লিকে আপনি কত ডলার পাবেন। মনে করুন, আপনি একজন ব্লগার বা ইউটিউবার। ইনকামের জন্য গুগল অ্যাডসেন্স ব্যবহার করেন এবং এক মাসে আপনার $50 ইনকাম হয়েছে। এই $50 ইনকাম হতে মোট কতগুলো বিজ্ঞাপনে ক্লিক পড়েছে তাকেই CPC বলে। উদাহারণস্বরূপ : বাংলাদেশী একটি ব্লগ ওয়েবসাইটে গত কালের সিপিসি ছিল $0.20 ডলার এবং মোট ক্লিক এসেছে 30 টি। গতকালের মোট ইনকাম দাঁড়ালো $0.20 *30  = $6 ডলার। CPC যত বৃদ্ধি পাবে ইনকামের পরিমাণও তত বৃদ্ধি পাবে।

Adsense এর CPC কম হওয়ার কারণ ও CPC বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা।

কিন্তু বিভিন্ন কারণে আমাদের অ্যাডসেন্স এর এই CPC এর হার অনেক কমে যায় । যার কারণে আশানুরূপ ইনকাম হয় না। তাই প্রথমে আমরা আলোচনা করব কেন CPC কমে যায় ।

CPC হ্রাস পাওয়ার কারণ :

  • সাইটে Poor Quality Content থাকলে সিপিসি কম পাবেন।
  • এশিয়ান ট্রাফিক বেশি থাকলে সিপিসি কম পাবেন।
  • সাইটে Low paying Advertiser দের অ্যাড ডিসপ্লে হলে সিপিসি কম পাবেন। 
  • Low paying Keywords & Low paying Ad competition এর Keywords যুক্ত সাইটে সিপিসি কম পাবেন।
  • Global Alexa Rank ১ লাখের নিচে না থাকলে সিপিসি কম পাবেন।
  • প্রোডাক্টবেইজ সাইট না হলে সিপিসি কম পাবেন।
  • Organic SEO তে আপনার Keywords টপ Rank এ না থাকলে সিপিসি কম পাবেন।
  • Proper Ads optimization ঠিক না থাকলে সিপিসি কম পাবেন। 



এগুলা ছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে যার মাধ্যমে সিপিসির হার কমে যেতে পারে। উপরোক্ত সমস্যাগুলা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের এডসেন্স এর CPC বাড়াতে পারব । 

CPC বাড়ানোর উপায়সমূহ :

  • Low paying Advertiser দের ব্লক করে দেন ।
  • Average CPC 0.50 $ - 1 $ এর Keywords টার্গেট করুন এবং Ad competition Medium or high Keywords সিলেক্ট করুন। 
  • ওয়েবসাইট ভালো ভাবে SEO করুন।
  • সাইটের Global Alexa Rank ১ লাখের নিচে নামান তাহলে দামী বিজ্ঞাপনদাতা সবে।
  • ইউরোপের ট্রাফিক টার্গেট করুন তাহলে দামী অ্যাড ডিসপ্লে হবে।
  • CPC বাড়ানোর জন্য Organic traffic বৃদ্ধি করুন।
  • Organic SEO তে আপনার Keywords টপ Rank এ রাখার চেষ্টা করুন।
  • কনটেন্ট এর শুরুতে এবং শেষে অ্যাড ইউনিট ব্যবহার করুন।
  • সিপিসি বাড়ানোর জন্য ২-৩ টা অ্যাড ইউনিট ব্যবহার করুন (সিটিআর কম হবে এবং সিপিসি অনেক বাড়বে) ।
  • সাইটে প্রতিদিন ভালো মানের ইউনিক কন্টেন্ট ব্যবহার করুন (SEO Friendly Content) ।


উপরোক্ত বিষয়গুলা মেনে ব্লগ পরিচালনা করলে ইনশাআল্লাহ ব্লগের সিপিসি (CPC) একটা সময় বৃদ্ধি পাবে। যার মাধ্যমে আপনার ইনকামের পরিমাণও বাড়বে। ব্লগিং সম্পর্কিত যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments