ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন । Degree 2nd year important questions

নিয়ে নিন ডিগ্রি ১ম বর্ষ বাংলা জাতীয় ভাষা এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলি। যেগুলো পরীক্ষায় আসার কিছুটা সম্ভাবনা রয়েছে। যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে ( বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না হয়তো ভাগ্যে থাকলো দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )

Bengali national language

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


১. ‘বার বার ফিরে আসে’ কবিতাটি সামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

    উত্তর: ‘বার বার ফিরে আসে’ কবিতাটি সামসুর রহমানের ‘দুঃসময়ের মুখোমুখি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

২. কে নীজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?

    উত্তর: সংস্কৃতিবান মানুষের স্বর্গ নিজেউ সৃষ্টি করে নেয়।

৩. ‘বনলতা সেন’ কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?

    উত্তর: ‘বনলতা সেন’ কবিতার কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন।

৪. ষ-ত্ববিধি কাকে বলে?

    উত্তর: বাংলা বানানে ‘ষ’ ব্যবহারের নিয়মকে ষত্ব বিধি বলে।

৫. ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?

    উত্তর: ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে।



৬. ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি কীসের সাথে তুলনা করেছেন?

    উত্তর: ‘ডাহুক’ কবিতায় ডাহুকের ডাককে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন।

৭. ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো?

    উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি হিজল শাখায় বসে ডাকতো।

৮. ‘সভতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন?

    উত্তর: ‘সভতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ পরনির্ভরতাকে প্রশংসার নয় বলে বিষয়কে বুঝিয়েছেন।

৯. ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে?

    উত্তর: ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে সমগ্র সমাজ জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে।

১০. ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কীসের সাথে তুলনা করা হয়েছে?

    উত্তর: ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাত।

১১. ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?

    উত্তর: ‘পুঁই মাচা’ ছোটগল্পে ক্ষেন্তির মায়ের নাম অন্নপূর্ণা।

১২. ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?

    উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।

১৩. ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে?

    উত্তর: ‘সংস্কৃতি- কথা’ প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে।

১৪. ‘রাজবন্দীর জবানবন্দী’ কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন।

    উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ কবি কাজী নজরুল ইসলাম কারাগারে বসে রচনা করেন।



১৫. ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের নায়ক কে?

    উত্তর: ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের নায়ক ভিখু।

১৬. ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম কী?

    উত্তর: ‘পথ জানা নাই’ ছোটগল্পে বর্ণিত গ্রামের নাম মাউলতলা।

১৭. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম কী?

    উত্তর: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের গল্পকারের নাম হাসান আজিজুল হক।

১৮. আত্মজা শব্দের অর্থ কী?

    উত্তর: আত্মজা শব্দের অর্থ কন্যা, দুহিতা, মেয়ে।

১৯. ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী?

    উত্তর: ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক।

২০. ‘আঁই ন যায়্যুম’- আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রুপ রেখ।

    উত্তর: আমি যাব না।

২১. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: শশীশেখর, পৈত্রিক, অনুষরন, গীতাঞ্জলী, বুদ্ধিজীবি, আবিস্কার, আকাংখা, প্রাণীবিদ্যা, ইতিমধ্যে, দারিদ্রতা।

    উত্তর: শশিশেখর, পৈতৃক, অনুসরন, গীতাঞ্জলি, বুদ্ধিজীবী, আবিষ্কার, আকাক্সক্ষা, প্রাণিবিদ্যা, ইতিমধ্য, দরিদ্রতা।

২২. নিম্নের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধরূপ লেখ: দুরাকাংখা, পুস্পাঞ্জলী, দূরাবস্তা, সম্বর্ধণা, উপরোক্ত, দারিদ্র্যতা, পুরুস্কার, ঐক্যতান, ভূবণ।

    উত্তর: দুরাকাঙ্ক্ষা, পুষ্পাঞ্জলি, দুরবস্তা, সংবর্ধনা, উপরিউক্ত, দরিদ্রতা, পুরস্কার, ঐকতান, ভুবন।

২৩. ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় দাও?

    উত্তর: ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগরী বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে?

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন


১. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতার মূলভাব লেখ।

২. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’ কবিতায় তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো।

৩. ‘সব পাখি ঘরে আসে… বনলতা সেন’ – ব্যাখ্যা কর।

৪. ‘ঐকতান’ কবিতায় কবি কেন মাটির কাছাকাছি কান পেতে আছেন?

৫. ‘আত্মবিলাপ’ কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ নির্ণয় করো।

৬. ‘বারবার ফিরে আসে’ কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।

৭. শামসুর রাহমানের ‘বারবার ফিরে আসে’ কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা কর।

৮. ‘তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে?” – ব্যাখ্যা কর।

৯. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিকে গুরুত্ব দিয়েছেন?

১০. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।’ – ব্যাখ্যা কর।



১১. ‘আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তারা আদেশ পালন করেছি।’ – ব্যাখ্যা কর।

১২. ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা কর।

১৩. ‘সুরবালা আমার কিনা হইতে পারিত’ – ব্যাখ্যা কর।

১৪. এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

১৫. ‘তোমরা নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝতে পারতেছ না।’ – বিষয়টি বিশ্লেষণ কর।

১৬. ‘প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলোচনা কর।

১৭. ‘পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনদিন পাবেও না।’ – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

১৮. ‘দাম চড়িল সব জিনিসের কমল কেবল জীবনের।’ – ব্যাখ্যা কর।

১৯. ণ-ত্ব বিধানের যে কোন চারটি নিয়ম লেখ।

২০. সাধু ও চলিত রীতির পার্থক্য লিখ।

২১. বিদেশি শব্দ ব্যবহারের চারটি নিয়ম লেখ।

২২. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি। – আলোচনা কর।



গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন


১. ‘বনলতা সেন’ কবিতা নারীর চিরায়ত সৌন্দর্যের মহিমা গান – এ উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

২. পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মোহভঙ্গের কারণ ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ কর।

৩. কবির ক্লান্ত পথিক সত্ত্বা কীভাবে শান্তি লাভ করেছিল? ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে বর্ণনা কর।

৪. ‘চৈতী হাওয়া’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও।

৫. ‘তৈল’ প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা কর।

৬. শামসুর রহমানের বারবার ফিরে আসা কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ উদঘাটন কর।

৭. সনেট কী? সনেট হিসেবে ‘সোনালী কাবিন: ৫’ কবিতার সার্থকতা মূল্যায়ন কর।

৮. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা-চিন্তার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

৯. ডাহুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা কর।

১০. বাংলার জাগরণ এ রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।

১১. কবি কাজী নজরুল ইসলামের ‘চৈতী হাওয়া’ কবিতার কোভিদ ফুটে উঠেছে উক্তিটি বিশ্লেষণ কর।

১২. কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর।

১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ।



১৪. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।

১৫. -ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ – উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর।

১৬. রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।

১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্প অবলম্বনে প্রেমের স্বরূপ আলোচনা কর।

১৮. ‘পুঁই মাচা’ গল্পটি অবলম্বনে ক্ষেন্তির চরিত্র বিশ্লেষণ কর।

১৯. ‘হুযুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ কর।

২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।



২১. ‘ভিখু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী’ – মন্তব্য বিশ্লেষণ কর।

২২. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ভিখু চরিত্র আলোচনা কর।

২৩. ‘নয়নচারা’ গল্পে নগরজীবনের যে স্বার্থান্ধ বিকৃত রূপ নয়নচারা গ্রাম নিবাসী আমুর চোখে ধরা পড়েছে, তা নিজের ভাষায় লেখ।

২৪. দৃষ্টান্তসহ সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখ।

২৫.  চলিত ভাষারীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

২৬. তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখ।

২৭. তোমাদের কলেজে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।

১৮. কলেজ থেকে শিক্ষা সফরের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্র লেখ।

১৯. কোন শিল্পপ্রতিষ্ঠানে ম্যানেজার পদের জন্য নিজের যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদন পত্র রচনা কর।

২০. তোমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা কর।

২১. ‘পথ জানা নাই’ ছোটগল্পে শামসুদ্দীন আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা কর।

২২. রানা প্লাজা ট্রাজেডির বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।

-------------------------------

যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)