ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নপত্র (২০১৫-২০২০)

ডিগ্রি শিক্ষার্থীদের জন্য এই প্রথম আমরা দিচ্ছি আপনাদের ফ্রিতে বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্নপত্র । যেগুলো পড়ে বুজতে পারবেন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং চলতি পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু আছে এছাড়াও যারা কোন বই কিনতে পারেন নি তারা এই প্রশ্নগুলো নোট করে উত্তর সংগ্রহ করে পড়তে পারেন তাতে আপনার সময় ও কষ্ট অনেকটাই কমে যাবে এবং সর্বশেষ প্রস্তুতি হিসাবে বেশ কার্যকর ভুমিকা রাখবে 

ডিগ্রি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা পরীক্ষার বিগত সালের সকল  প্রশ্নপত্র

আজকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ বর্ষ “বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)” এর বিগত সালের ২০১৫-২০ এই ৬ বছরের পরীক্ষার সকল প্রশ্ন শেয়ার করব আশা করি একটু হলেও আপনার উপকার হবে(বিশেষ সতর্ক : এগুলো পড়লেই শুধু পাস কিংবা ভালো নম্বর পাওয়া যাবে না এগুলো শুধুমাত্র আপনাকে ধারণা দিবে কোন ধরণের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, হয়তো ভাগ্যে থাকলে দু’একটা প্রশ্ন কমন আসতে পারে, সবগুলো নয় তাই আপনাদের অবশ্যই বোর্ড বই পড়তে হবে )

-------------------------------

ডিগ্রি পাস কোর্স ২য় বর্ষ পরীক্ষা ২০১৫

বিষয় : বাংলা জাতীয় ভাষা ( কোডঃ ১৩১০০১ )

সময়ঃ ৩.৩০ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

(ক) ঐকতান’ শব্দের অর্থ কি? .

(খ) বার বার ফিরে আসে’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্তের অন্তর্গত?

(গ) “নিষাদ কি কোনােদিন পক্ষিণীর গােত্র ভূল করে?”-এটি কোন কবিতার চরণ? 

(ঘ) টেকচাঁদী বাঙ্গালা কি? 

(ঙ) বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?

(চ) রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে লেখককে কোন অভিযােগে অভিযুক্ত করা হয়েছে?

(ছ) একরাত্রি’ গল্পের নায়ক কী হতে চেয়েছিল?

(জ) ক্ষেতি কী রােগে মৃত্যুবরণ করে?

(ঝ) কলিমন কে?

(ঞ) গুরুচণ্ডালী দোষ কি?

(ট) আঁই ন যাইয়ুম’-আঞ্চলিক ভাষারীতির বাক্যটির প্রমিত বাংলা রূপ লেখ।

(ঠ) শুদ্ধ বানান লেখ : উচ্ছাস, স্বাক্ষরতা।



খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২। মাইকেল মধুসূদন দত্তের ‘আত্মবিলাপ’ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।

৩। কাজী নজরুল ইসলামের ‘চৈতী হাওয়া’ কবিতায় কিভাবেবিরহক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে, তা সংক্ষেপে লিখ। 

৪। হরপ্রসাদ শাস্ত্রী তাঁর তৈল’ প্রবন্ধে কী বলতে চেয়েছেন তা  সংক্ষেপে লেখ। 

৫। “যৌবনে দাও রাজটিকা” প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন ও ‘মনের যৌবন’- এর পার্থক্য নির্দেশ কর।

৬। “নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি?”- কে, কাকে এবং কেন একথা বলেছিল? 

৭। “মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্ত| রে।”-কী প্রকারে? সংক্ষেপে লিখ। 

৮। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লিখ। 

৯। বাংলায় অনুবাদ কর- Our Total environment influences our life and our way of living. The main elements of our human environment are men, animals, plants, soil, air and water. There are relationships between these elements. When these relationships are disturbed, life becomes difficult or impossible.

উত্তর : আমাদের মোট পরিবেশ আমাদের জীবন এবং আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। আমাদের মানব পরিবেশের প্রধান উপাদানগুলি হল মানুষ, প্রাণী, গাছপালা, মাটি, বায়ু এবং জল। এই উপাদানগুলির মধ্যে সম্পর্ক আছে। যখন এই সম্পর্কগুলি বিঘ্নিত হয়, তখন জীবন কঠিন বা অসম্ভব হয়ে ওঠে। (Google Translate) ব্যবহার করে উত্তর দেওয়া হয়েছে।

 গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান কবিতার মূলবক্তব্য লিখ।

১১। কবির ক্লান্ত পথিকসত্তা কীভাবে শান্তি লাভ করেছিল, বনলতা সেন’ কবিতা অবলম্বনে বর্ণনা কর। 

১২। সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট

এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন, তা আলোচনা কর। 

১৩। “ধর্ম সাধারণ লােকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লােকের ধর্ম।”-উক্তিটির আলােকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ কর। 

১৪। ভিখু প্রবলভাবে সগ্রামশীল ও অস্তিত্ববাদী’ মন্তব্যটির আলােকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্র আলােচনা কর।

১৫। ছােটগল্প হিসেবে ‘আত্মজা ও একটি করবীগাছ’ গল্পটির সাফল্য বিচার কর। 

১৬। দৃষ্টান্তসহ সাধু ও চলিতাভাষার পার্থক্য লিখ।

১৭। একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের  শূন্য পদে নিয়ােগ প্রাপ্তির জন্য একটি আবেদনপত্র লিখ।



-------------------------------

ডিগ্রি পাস কোর্স ২য় বর্ষ পরীক্ষা ২০১৬

বিষয় : বাংলা জাতীয় ভাষা ( কোডঃ ১৩১০০১ )

সময়ঃ ৩.৩০ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

(ক) ক্ষণপ্রভা’ শব্দের অর্থ কি?

(খ) বনলতাসেন’ কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?

(গ) ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?

(ঘ) জন ব্রাইট কে?

(ঙ) রাজবন্দীর জবানবন্দী কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন?

(চ) প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন?

(ছ) সুরবালার স্বামীর নাম কি?

(জ) ‘আত্মজা’ শব্দের অর্থ কি?

(ঝ) কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?

(ঞ) “চৈতী কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতাের

(ট) শুদ্ধ বানান লেখ : আকাংখা, শাশত।

(ঠ) ষ-ত্ব বিধি কাকে বলে?

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২) রবীন্দ্রনাথ ঠাকুর ‘ঐকতান’ কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলােচনা কর।

৩) বার বার ফিরে আসে’ কবিতায় রক্তাপুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ। 

৪) বিষয় অনুসারেই রচনার ভাষায় উচ্চতা বা সামন্যতা নির্ধারিত হওয়া উচিত’ বলতে লেখক কি বুঝিয়েছেন সংক্ষেপে লেখ।

৫)  ধার্মিক আর কালচার্ড মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলােচনা কর।

৬) এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭)  প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলােচনা কর।

৮)  বাংলা বানানে ই’ কার ব্যবহারের চারটি নিয়ম লেখ।

৯) বাংলায় অনুবাদ কর : Truthfulness is the greatest of all virtues in a man’s life. It means the quality of speaking the truth. The true happiness and prosperity of a man entirely depend on it. It ennobles one’s character and gives one a high position in society.

উত্তর : একজন মানুষের জীবনের সব গুণের মধ্যে সত্যবাদিতা সবচেয়ে বড়। এর অর্থ সত্য কথা বলার গুণ। একজন মানুষের প্রকৃত সুখ এবং সমৃদ্ধি সম্পূর্ণভাবে এর উপর নির্ভর করে। এটি একজনের চরিত্রকে উজ্জীবিত করে এবং একজনকে সমাজে উচ্চ অবস্থান দেয়।

>



গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। “কবি কাজী নজরুল ইসলামের ‘চৈতী হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে।”-উক্তিটি বিশ্লেষণ কর। 

১১। ডাহুক’ কবিতার মূল বিষয়বস্তু আলােচনা কর।

১২। রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলােচনা কর। 

১৩। বাংলার নবজাগরণে রাজা রামমােহন রায়ের অবদান আলােচনা কর। 

১৪। রবীন্দ্রনাথের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা আলােচনা কর।

১৫। ‘নয়নচারা’ গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ কর।

১৬। বাংলা একাডেমির প্রমিত বানানের দশটি নিয়ম উদাহরণসহ লেখ। 

১৭। তােমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযােদ্ধার আগমনউপলক্ষে একটি মানপত্র রচনা কর।

আরও পড়ুন : ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্রের বিগত সালের পরীক্ষার সকল প্রশ্ন ২০১৪-২০১৯

-------------------------------

ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রশ্নপত্র ২০১৭ Coming soon]

-------------------------------

ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রশ্নপত্র ২০১৮ Coming soon]

-------------------------------



ডিগ্রি পাস কোর্স ২য় বর্ষ পরীক্ষা ২০১৯

বিষয় : বাংলা জাতীয় ভাষা ( কোডঃ ১৩১০০১ )

সময়ঃ ৩.৩০ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

(ক) আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধ জলতলে কি ফেলেছেন?

(খ) ঐকতান’ কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে।

(গ) বার বার ফিরে আসে কবিতায় কবি শামসুর রাহমান কোন ঐতিহাসিক সময়কে তাঁর কবিতায় উপজীব্য করেছেন?

(ঘ) বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে আলালী ভাষা বলতে লেখক কি বুঝিয়েছেন?

(ঙ) সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানাে পাপ?

(চ) সংস্কৃতি কথা প্রবন্ধে কালচার্ড লােকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে কি?

(ছ) সুরবালার স্বামীর নাম কি?

(জ) হুযুর কেবলা’ গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায়?

(ঝ) নয়ন চারা, গল্পে শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে  তুলনা করা হয়? 

(ঞ) আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে।

(ট) গুরুচণ্ডালী দোষ কি?

(ঠ) শুদ্ধ বানান লিখ : উপরােক্ত, অপরাহ, বিশম, গীতাঞ্জলী।

খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২। আত্ম-বিলাপ’ কবিতায় কবির অনুশােচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও। |

৩। ক্ষেন্তি কে? তার পরিচয় দাও।

 ৪। “সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখতে পারে নি” -ব্যাখ্যা কর। 

৫। বনলতা সেন’ কবিতায় কবি কিভাবে নারীরূপের চিরন্তর সৌন্দর্য তুলে ধরেছেন?

৬। “সব ধর্মই সত্য এ কথা মানা যায় না। তবে সব ধর্ম্য ভিতরেই সত্য আছে” -বিষয়টি বিশ্লেষণ কর।

৭। “মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে” কিভাবে? সংক্ষেপে লিখ। 

৮। বাংলা বানানে ‘ই’ কার ব্যবহারের চারটি নিয়ম লিখ।

৯। বাংলায় অনুবাদ কর : Self-reliance means depending on one’s own self. is a great virtue. Self help is the best help. God helps those who help themselves. So everybody must rely on his own abilities to be self-reliant. self-reliant man has confidence in his own abilities.

উত্তর : ত্মনির্ভরশীলতা মানে নিজের নিজের উপর নির্ভর করা। একটি মহান পুণ্য। স্ব-সহায়তা সর্বোত্তম সাহায্য। ঈশ্বর যারা নিজেদের সাহায্য সাহায্য করে. তাই আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রত্যেককে নিজের যোগ্যতার উপর নির্ভর করতে হবে। স্বনির্ভর মানুষ তার নিজের ক্ষমতার উপর আস্থা রাখে।

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। ঐকতান’ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবনভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। 

১১। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ‘ডাহুক  কবিতার সার্থকতা নিরূপণ কর।

 ১২। বাঙ্গালা ভাষা’ প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাঙ্গালা রচনার উত্তকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তােমর নিজের ভাষায় লিখ। 

১৩। প্রমথ চৌধুরী তার যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পরাতে চেয়েছেন? আলােচনা কর। 

১৪। নয়ন চারা’ গল্প অবলম্বনে ‘আমুর’ চরিত্র বিশ্লেষণ কর।



১৫। আবুল মনসুর আহমদ তাঁর “হুযুর কেবলা’ গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলােচনা কর। 

১৬। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ লিখ। 

১৭। একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়ােগের একখানা আবেদনপত্র রচনা কর।

-------------------------------

ডিগ্রি পাস কোর্স ২য় বর্ষ পরীক্ষা ২০২০

বিষয় : বাংলা জাতীয় ভাষা ( কোডঃ ১৩১০০১ )

সময়ঃ ৩.৩০ ঘন্টা, পুর্ণমানঃ ৮০

বি.দ্রঃ একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ (যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও)

(ক) ডাহুক’ কবিতায় তারার বন্দর ছেড়ে চঁাদ কোথায় চলে?

(খ) বনলতা সেন’ কবিতায় কৰি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন? 

(গ) সোনালী কাবিন’ কবিতায় ‘মহুয়ার মাটির বােতল’ কথাটি কী অর্থে ব্যবহার করেছেন?

(ঘ) যৌবনে দাও রাজটীকা’ প্রবন্ধে কোন যুবরাজকে ভােগের অবতার বলা হয়েছে? 

(ঙ) বাংলার জাগরণ’ প্রবন্ধে কাকে আধুনিককালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? 

(চ) আজ আমার আশি বৎসর পূর্ণ হল—-‘। কার আশি বৎসর পূর্ণ হল?

(ছ) পুঁই মাচা গরে মুখুয্যে বাড়ির ছােট খুকীর নাম কী? 

(জ) সুরবালা আমার কী না হইতে পারিতা—একথা কে বলেছিলাে?

(ঝ) আত্মজা’ শব্দের অর্থ কী?

(ঞ) কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়? 

(ট) -ত্ব বিধি কাকে বলে?

(ঠ) যে ভাষারীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কী ভাষা বলে?



খ-বিভাগ (যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

২। “ঐকতান’ কবিতায় প্রকাশিত বেদনাবােদের কারণ সংক্ষেপে লেখ। 

৩। “আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার’—কারা , কাকে এবং কেন বারবার হত্যা করে?

৪।বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত’ বলতে লেখক তী

বুঝিয়েছেন? 

৫। হরপ্রসাদ শাসীর মতে কে সর্বশক্তিমান এবং কেন? 

৬। ‘আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি।’ উক্তিটির তাৎপর্য তুলে ধর।।

৭। হুজুর কেবলা’ গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন কর। 

৮। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের যে কোনাে চারটি নিয়ম উলাহরণসহ লেখ। 

৯। বাংলায় অনুবাদ কর: Truthfulness is the greatest of all the virtues which make a man really great if we do not cultivate the habit of speaking the truth, we will never win the respect of others. A lie never lies hidden for long. Today or tomorrow it comes to light. Then the real character of the lier is revealed and nobody trusts him.

উত্তর : সত্য কথা বলার অভ্যাস না গড়ে তুললে একজন মানুষকে সত্যিই মহান করে তোলে এমন সব গুণের মধ্যে সত্যবাদিতাই সবচেয়ে বড়। মিথ্যা কখনোই বেশিদিন লুকিয়ে থাকে না। আজ হোক কাল তা জানা যাবে। তারপর মিথ্যাবাদীর আসল চরিত্র প্রকাশ পায় এবং কেউ তাকে বিশ্বাস করে না।

গ-বিভাগ ( যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

১০। চৈতী হওয়া অবলম্বনে কবি কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি চেতনার স্বরুপ পর্যালােচনা

১১। ‘বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ কর। 

২। সংস্কৃতি-কথা’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন কর। 

১৩। ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট’ প্রবন্ধ অবলম্বনে তােমার মতামত দাও।

১৪। প্রাগৈতিহাসিক’ গল্পে ভিখু চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি–অস্তিত্ব রক্ষা না কি প্রবৃত্তি তাড়না? প্রসঙ্গ দু’টি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত কর। 

১৫। ‘পথ জানা নাই’ গল্প অবলম্বন করে নগরজীবনের চিত্র বিশ্লেষণ কর। 

১৬। উদাহরণসহ “ই-কার” এবং “ঈ-কার” ব্যবহারের পাঁচটি করে নিয়ম লেখ। 

১৭। করােনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়ে ছােট ভাইকে একটি পত্র লেখ।

-------------------------------

ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রশ্নপত্র ২০২১ Coming soon]

Post a Comment

7 Comments

  1. ২০২১ সালের প্রশ্ন দরকার

    ReplyDelete
    Replies
    1. ২০২১ সালের গণিতের প্রশ্নপত্র লাগবে

      Delete
  2. ১৭-১৮ দিন

    ReplyDelete
  3. (২০২০-২০২১) ডিগ্রি ২য় বর্ষের ইনকোর্স পরিক্ষার সাজেশন হবে?

    ReplyDelete
    Replies
    1. সাজেশন পেলে আমাকে দিও

      Delete
  4. ডিগ্রি ২য় বর্ষ ২০২০( পরিক্ষা হয়েছে ২০২২) এর পদার্থ বিজ্ঞান ৩য় এবং ৪থ্ পত্র পশ্ন হবে কি??

    ReplyDelete
  5. ডিগ্রি ২য় বর্ষ ২০ (এক্সাম হয় ২০২২)
    এর পদার্থ বিজ্ঞান ৩য় এবং ৪থ পত্র প্রশ্ন হবে কি??

    ReplyDelete

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)