যারা ডিগ্রি ২য় বর্ষ ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সকল তালিকা জানতে পারেন নি, তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ডিগ্রি ২য় বর্ষ বিবিএস গ্রুপের সকল বইয়ের তালিকা শেয়ার করতে যাচ্ছি। তাই সবকটি বিষয়ের নাম এখনি জেনে নিন, আর নিজের কাছে নোট করে রাখুন।
ডিগ্রি ২য় বর্ষ বিবিএস বিভাগের জন্য রয়েছে একটি আবশ্যিক বিষয়, তা হলো বাংলা ও জাতীয় ভাষা। এছাড়া ২য় বর্ষে এই বিভাগের জন্য আলাদা আলাদা তিনটি করে ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ( এটা নির্ভর করে শিক্ষার্থীর পছন্দের উপর)। আপনি আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন সেই তিনটিই হবে আপনার ঐচ্ছিক বিষয়। মনে রাখবেন, ২য় বর্ষে প্রতিটি বিষয়ের ১ম পত্র ও ২য় পত্র করে মোট ৬ টি বিষয় এবং আবশ্যিক বিষয় সহ মোট ৭ টি বই পড়তে হবে।
ডিগ্রি বিবিএস ২য় বর্ষের বই এর তালিকা
ডিগ্রি বিবিএস (BBS) ২য় বর্ষের বইয়ের তালিকা (2nd Year) | ||
---|---|---|
Sub Code | Paper | Sub Title |
বাংলা ও জাতীয় ভাষা (২য় বর্ষ) | ||
131001 | Main | Bengali national language |
হিসাববিজ্ঞান (২য় বর্ষ) | ||
122501 | P-III | Intermediate Accounting |
122503 | P-IV | Taxatopm in Bangladesh |
ব্যবস্থাপনা (২য় বর্ষ) | ||
122601 | P-III | Legal Environment of Business |
122603 | P-IV | Business Communication |
মার্কেটিং (২য় বর্ষ) | ||
122301 | P-III | Marketing Promotion |
122303 | P-IV | Marketing Management |
অর্থনীতি (২য় বর্ষ) | ||
122201 | P-III | Micro Economics |
122203 | P-IV | Money, Banking, Internationl Trade and Public |
ফিন্যান্স ও ব্যাংকিং (২য় বর্ষ) | ||
122401 | P-III | Public Finance & Taxation |
122403 | P-IV | Financia Markets & Fundamentals of Investment |
আশা করি যারা ডিগ্রী ২য় বর্ষের বিবিএস বিভাগের শিক্ষার্থী তাদের আজকের এই আর্টিকেলটি উপকারে আসবে। ডিগ্রীসহ যেকোন বিষয়ে নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
আরো পড়ুন : বাংলালিংক ফ্রি ১জিবি ইন্টারনেট বোনাস।
-------------------------------------
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji