বর্তমান সময়ের অন্যতম সেরা একটি যোগাযোগ অ্যাপ হচ্ছে IMO। বিশেষ করে দূরে থাকা প্রিয়জনের সাথে যোগাযোগ করতে IMO অ্যাকাউন্ট প্রচুর পরিমানে ব্যবহার হয়ে থাকে। আপনার ফোনে যদি IMO অ্যাপটি থেকে থাকে এবং আপনি সেটি নিয়মিত ব্যবহার না করে থাকেন, তাহলে খুব সহজে IMO অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন।
কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। এই পোস্টে A-Z জানবেন কিভাবে ইমো একাউন্ট ডিলিট করতে হয়।
Imo আইডি ডিলিট করার পদ্ধতি :
ধাপ - ০১ : প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে ইমো অ্যাকাউন্টটিতে চলে আসব তারপর উপরের বামদিকের প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে।
ধাপ - ০২ : এখন এখন থেকে Settings অপশনটি সিলেক্ট করুন।
ধাপ - ০৩ : সেটিংস পেজে আসার পর নিচের দিকে Account & Security সিলেক্ট করুন ।
ধাপ - ০৪ : এখন এখান থেকে Delete imo account অপশন সিলেক্ট করুন ।
ধাপ - ০৫ : এখন এখান থেকে Apply to Delete অপশনে ক্লিক করুন
ধাপ - ০৬ : তারপর কি কারণে অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাচ্ছেন। যেকোন একটি কারণ সিলেক্ট করে দিন
ধাপ - ০৭ : এখন Continue to Delete অপশনে ক্লিক করে দিন ।
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে Imo একাউন্টটি ডিলিট করে দিতে পারবেন।
0 Comments
post a comment
Emoji