ব্লগে নতুন আর্টিকেল লেখার আইডিয়া। Blogger article tips

প্রতিবার নতুন ব্লগ পোস্টের জন্য নতুন নতুন আর্টিকেল লেখার আইডিয়া কিভাবে, কোথায় পাবো। কমবেশি সকল ব্লগারদের অন্যতম একটি সমস্যা হচ্ছে নতুন আর্টিকেল লেখার আইডিয়া বের করতে না পারা। যারা নতুন ব্লগ শুরু করেছে তাদের জন্য এই সমস্যাটি সবচেয়ে বেশি ।

ব্লগে নতুন আর্টিকেল লেখার আইডিয়া/উপায়সমূহ

একজন অভিজ্ঞ ব্লগারের হয়তো এই সমস্যাটি খুব বেশি হয়না কিন্তু একজন নতুন ব্লগারের ক্ষেত্রে এই সমস্যাটি খুবই তীব্র। আর এই নতুন নতুন আর্টিকেল লেখার আইডিয়া খুঁজতে খুঁজতে অনেক ব্লগাররা বিরক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে, কিভাবে ব্লগ পোস্টের জন্য নতুন আর্টিকেল লেখার আইডিয়া খুঁজে পাবেন?

তো আজ আমরা আলোচনা করবো এরকম কিছু বিষয় নিয়ে যেখান থেকে আপনি ব্লগ পোস্টের জন্য প্রতিবার নতুন নতুন আর্টিকেল লেখার আইডিয়া খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক -



কিভাবে ব্লগ পোস্টের জন্য নতুন আর্টিকেল আইডিয়া পাবেন :

সর্বদা মনে রাখবেন একটি ওয়েবসাইটের কনটেন্টই হলো সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। একটি ভালো কোয়ালিটির কনটেন্টই পারে আপনার ওয়েবসাইটে হাজার হাজার ভিসিটরস প্রতিদিন এনে দিতে। আর সেখানে যদি আপনি প্রতিনিয়ত কনটেন্ট তৈরি করতে অক্ষম হন তাহলে তা আপনার ওয়েবসাইটের ট্রাফিকে অনেক এফেক্ট করে। তো এখানে আমি আপনাদের কিছু আইডিয়া দিব যার সাহায্যে আপনি খুব সহজে ব্লগ পোস্টের জন্য নতুন নতুন আইডিয়া বা টপিক পেতে ও আর্টিকেল লিখতে আপনার আর কোনো সমস্যাই হবে না।

১. Google Search Suggestion :

নতুন ব্লগ পোস্ট আইডিয়ার জন্য আরেকটি দ্রুত পথ হলো গুগল সার্চ সাজেশন। আমরা যখন গুগলে কিছু সার্চ করার জন্য লিখি তখন কিছু ওয়ার্ড লেখার পরি, ওই কীওয়ার্ড সম্পর্কিত গুগল নিজে থেকে আরো অন্য কিছু কীওয়ার্ড আমাদের সাজেস্ট করে।

২. আপনার ব্লগ পোস্টের কমেন্ট :

ভিসিটর্সদের বিভিন্ন বিষয় নিয়ে অনেক রকমের সমস্যা থাকতে পারে। তাই, অনেক ক্ষেত্রে আপনার ব্লগে আশা ভিসিটর্সরা কমেন্টের মাধ্যমে, আপনাকে অনেক ধরণের প্রশ্ন করেন। বেশির ভাগ ক্ষেত্রে, ব্লগার হিসেবে আমরা আমাদের আর্টিকেলে আসা কমেন্ট গুলিতে সাধারণ রিপ্লায় দিয়ে ফিরে আসি।


৩. Quora ব্যবহার করুন :

Quora - কোরা হলো একটি “question & answer website” যেখানে আপনি লক্ষ লক্ষ প্রশ্ন এবং তার উত্তর খুঁজে পাবেন। Quora আপনার নতুন ব্লগ পোস্ট আইডিয়া খোঁজার একটি আদর্শ জায়গা। আপনি Quara তে যেই বিষয়টি জানতে চান তা সার্চ করলে সেই বিষয় সম্পর্কিত আপনি অন্য লোকেদের করা অনেক প্রশ্ন পাবেন যেখান থেকে আপনি খুব সহজেই নতুন ব্লগ পোস্ট আইডিয়া পেয়ে যাবেন। এবং শুধু তাই না, আপনার যদি Quora তে একাউন্ট থাকে এবং সেখানে করা প্রশ্নের ওপর নিজের ব্লগে আর্টিকেল লেখার সাথে সাথে তা আপনি Quora তেও সংক্ষেপে লিখে নিজের আর্টিকেল লিংক পোস্ট করতে পারবেন। যার ফলে আপনার ওয়েবসাইটে ভিসিটরস বাড়বে এবং ব্যাকলিংক ও তৈরী হবে।

৪. পুরাতন ব্লগ পোস্ট থেকে আইডিয়া নিন :

ব্লগের জন্য নতুন নতুন পোস্ট লেখার আইডিয়া খুঁজে নিতে আমি অধিকাংশ সময় এই নিয়মটি অনুসরণ করে থাকি । আপনার ব্লগে লেখা পুরাতন আর্টিকেলগুলো ভালো করে পড়ে দেখলেই, নতুন নতুন অনেক কনটেন্ট লেখার আইডিয়া পেয়ে যাবেন। যেমন, আমি একটি আর্টিকেল লিখেছি “ব্লগ থেকে কিভাবে টাকা আয় করবেন, বিষয়টি নিয়ে। তাহলে, এর সাথে জড়িত অন্য অনেক বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আমি আর্টিকেল লিখতেই পারি। যেমন, ব্লগে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, কিভাবে শিরোনাম লিখতে হবে ইত্যাদি। এবং এভাবেই যেকোনো বিষয়ে লেখা আর্টিকেলগুলো থেকে আইডিয়া নিয়ে আপনারা অনেক ধরণের ব্লগ পোস্ট লিখতে পারবেন।

৫. আপনার প্রতিযোগী পপুলার ব্লগ সাইট :

যখন ব্লগে আর্টিকেল লিখার জন্য ভালো এবং নতুন কনটেন্ট আইডিয়া কোনো ভাবেই খুঁজে পাইনা, তখন আমি ভিজিট করি কিছু পপুলার ব্লগ সাইটগুলাতে। হে, আপনি আপনার ব্লগের বিষয়ের সাথে জড়িত অন্যান্য পপুলার ব্লগগুলিতে গিয়ে দেখতে পারবেন যে তারা কোন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখছে এবং, ভালো লাগলে আপনি তাদের লেখা কন্টেন্টের থেকে আইডিয়া নিয়ে নতুন ব্লগ পোস্ট নিজের ব্লগে লিখতে পারবেন। 

৬. YouTube পপুলার ভিডিও :

ব্লগে আর্টিকেল লিখার জন্য ইউটিউব ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখে নতুন নতুন আর্টিকেল লেখা আইডিয়া নিতে পারেন ।

Post a Comment

0 Comments