ক্যানভা (Canva) হলো এমন একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিভিন্ন ডিজাইনের পোস্টার, নথি, লোগো তৈরি করা সহ, সোশ্যাল মিডিয়াতে নির্ধারিত ফটো আপলোড, প্রিমিয়াম ফন্ট, গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন, টেমপ্লেট ইত্যাদি বিষয়বস্তুসহ অন্যান্য ভিজ্যুয়ালগুলির জন্য ব্যবহার করা হয়।
যদি আপনার ক্যানভা অ্যাকাউন্টটি প্রো না হয় তাহলে আপনি ক্যানভার অধিকাংশ গুরুত্বপূর্ণ ফিচারসমূহ ব্যবহার করতে পারবেন না। আর এই ক্যানভার প্রো ভার্সন এর জন্য আমাদের অনেক অর্থ ব্যয় করতে হয়। যা সবার পক্ষে সম্ভব নয়। তাই আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি কোনো প্রকার পেমেন্ট না করে নিচের দেওয়া পদ্ধতিগুলা অনুসরণ করে খুব সহজে ক্যানভার প্রো ভার্সন ব্যবহার করতে পারবেন।
Canva দিয়ে যেসব কাজ করা যায় :
সকল প্রিমিয়াম ফিচার আনলক করা।
প্রিমিয়াম ফন্ট, গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন, টেমপ্লেট এবং বিষয়বস্তু।
সোশ্যাল মিডিয়াতে শিডিউল ফটো আপলোডের সুবিধা।
হাই রেজুলেশন ও আনলিমিটেড ডাউনলোড।
খুব সহজেই লোগো তৈরি করার সুযোগ।
১০০ জিবি ক্লাউড স্টোরেজসহ আরও হাজারও ফিচারস।
200 টিরও বেশি ইংরেজি ফন্ট ও 25টিরও বেশি বাংলা ফন্ট।
এছাড়াও আরো অনেক কিছু করা যায়, যা আপনি Canva Pro ব্যবহার করলেই বুঝতে পারবেন। সুতরাং, ক্যানভা প্রো (Canva Pro) একটি অসাধারণ প্ল্যাটফর্ম। ক্যানভা প্রো (Canva Pro) দিয়ে আপনি আপনার নিজের মত করে ডিজাইন তৈরি করতে পারবেন।
ক্যানভা প্রো অ্যাকাউন্ট করার উপায় :
ধাপ - ০১ : প্রথমে গুগল থেকে canva.com লিখে সার্চ করেও ক্যানভা সাইটে চলে আসতে পারেন অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ক্যানভা সাইটে চলে আসতে পারেন। সাইটে আসার পর সাইন আপ বাটনে ক্লিক করুন।
ধাপ - ০২ : সাইন আপ করার জন্য Google, Facebook এবং Email অপশন দেখতে পারবেন। তারমধ্যে Continue with email অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৩ : Continue with email অপশনে ক্লিক করার পর আপনি আপনার ই-মেইল এড্রেসটি সঠিকভাবে দিয়ে Continue তে ক্লিক করুন।
ধাপ - ০৪ : Continue-তে ক্লিক করার পর, আপনি আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে Create Account বাটনে ক্লিক করে দিন।
ধাপ - ০৫ : যেই ই-মেইল এড্রেসটি ব্যবহার করেছেন সেই ই-মেইলে ছয় সংখ্যার একটি কোড পাঠানো হয়েছে। কোডটি বসিয়ে Done অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে।
ধাপ - ০৬ : এখন কথা হচ্ছে Canva Pro কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন। Canva Pro ফ্রিতে ব্যবহার করার জন্য আপনাকে নিচের স্ক্রিনশটটির মতো অনেক টিম দেখতে পারবেন। আপনি যে গ্রুপে সদস্য সংখ্যা বেশি উক্ত গ্রুপে এড হয়ে যান, যদি গ্রুপটি ক্যানভা প্রো ভার্সনের হয় তাহলে আপনি খুব সহজে ক্যানভা প্রো ব্যবহার করতে পারবেন। যদি এড হওয়ার পর দেখেন গ্রুপটি ক্যানভা প্রো ভার্সনের নয় তাহলে চিন্তা করার কোন কারণ নেই।আপনি আপনার ক্যানভা প্রোফাইল বাটনে ক্লিক করে Join teams অপশনে ক্লিক করে আবার যেকোন একটি টিমে এড হয়ে নিন।
এভাবে এক বার না হলে আরেক বার চেষ্টা করুন । দেখবে ক্যানভা প্রো ভার্সন টিম পেয়ে যাবেন। তবে ভাগ্য থাকলে প্রথম বারই আপনি ক্যানভা প্রো ভার্সন টিম পেয়ে যাবেন। অথবা দু’তিন বার চেষ্টা করলে এর মধ্যেই পেয়ে যাবেন। আমি নিজে একবার প্রথমে আবার আরেকবার তৃতীয়বার চেষ্টা করে পেয়ে গেছি। যদি তাও না পান তাহলে নতুন ই-মেইল ব্যবহার করে আবার অ্যাকাউন্ট খোলে আগের সিস্টেম মতো কাজ করুন, ইনশাআল্লাহ দেখবে ক্যানভা প্রো ভার্সন টিম পেয়ে যাবেন।
যদি এর পরেও বুজতে কোনো সমস্যা হয় কিংবা ক্যানভা প্রো ভার্সন গ্রুপে যুক্ত হতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
2 Comments
Thank you vai
ReplyDeleteGood tricks
ReplyDeletepost a comment
Emoji