ব্লগের Seo এর ক্ষেত্রে Custom Robots txt খুবই প্রয়োজনীয় একটি কোড । Robots Txt হলো এমন একটি ফাইল যে Google, Bing ও Yahoo এর সার্চ ইঞ্জিন থেকে আমাদের ব্লগের কিছু গোপনীয়তা লুকিয়ে রাখতে সাহায্য করে। এক কথায় বলতে পারেন Robots Txt আমাদের ওয়েবসাইটের জন্য সিকিউরিটির মতো কাজ করে।
Robots.Txt যেভাবে ব্লগে যুক্ত করবেন
প্রথমে নিচে দেওয়া সমস্ত কোড কপি করুন আর আপনার ব্লগের Dashboard অপশনে চলে যান।
Code
User-agent: *
Disallow: /search
Disallow: /category/
Disallow: /label/
Disallow: /tag/
Allow: /
Sitemap: https://www.yoursite.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
তারপর Settings > Crawlers and indexing > Custom Robots Txt অপশনে ক্লিক করুন এবং খালি বক্সে কোডটি পেস্ট করে Save করে দিন। (www.yoursite.com এর স্থানে আপনি আপনার নিজের সাইটের নাম দিবেন)
এভাবে খুব সহজে আপনি আপনার ব্লগে Custom Robots Txt সেট করে নিতে পারবেন। আপনি চাইলে yourblog.com/robots.txt লিখে সার্চ করে দেখে নিতে পারেন। আশা করি সবাই বুজতে পারছেন। তবুও যদি কারো কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
0 Comments
post a comment
Emoji