ডিগ্রি ১ম বর্ষ ‘বিবিএস/BBS গ্রুপের’ বইয়ের তালিকা। Degree 1st Year Book List of 'BBS Group'.

যারা ডিগ্রি ১ম বর্ষ ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সকল তালিকা জানতে পারেন নি, তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ডিগ্রি বিবিএস গ্রুপের সকল বইয়ের তালিকা শেয়ার করতে যাচ্ছি। তাই সবকটি বিষয়ের নাম এখনি জেনে নিন, আর নিজের কাছে নোট করে রাখুন।

Degree 1st Year Book List of 'BBS Group'.

ডিগ্রি ১ম বর্ষ বিবিএস বিভাগের জন্য রয়েছে একটি আবশ্যিক বিষয়, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া ১ম বর্ষে এই বিভাগের জন্য আলাদা আলাদা তিনটি করে ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ( এটা নির্ভর করে শিক্ষার্থীর পছন্দের উপর)। আপনি আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন সেই তিনটিই হবে আপনার ঐচ্ছিক বিষয়। মনে রাখবেন, ১ম বর্ষে প্রতিটি বিষয়ের ১ম পত্র ও ২য় পত্র করে মোট ৬ টি বিষয় এবং আবশ্যিক বিষয় সহ মোট ৭ টি বই পড়তে হবে।



ডিগ্রি বিবিএস ১ম বর্ষের বই এর তালিকা

ডিগ্রি ১ম বর্ষের বিবিএস গ্রুপের আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ।

অন্যান্য বিষয় - 💭

বিষয় : হিসাববিজ্ঞান

Paper Code           Paper                   Paper Title

112501                 Paper-I                  Principles of Accounting
112503                 Paper-II                Auditing

বিষয় : ব্যবস্থাপনা

Paper Code             Paper                          Paper Title

112601                    Paper-I                        Introduction to Business
112603                   Paper-II                        Fundamentals of Management

বিষয় : মার্কেটিং

Paper Code              Paper                         Paper Title

112301                     Paper-I                        Principles of Marketing
112303                     Paper-II                       Export-Import Management

বিষয় : অর্থনীতি

Paper Code         Paper                   Paper Title

112201               Paper-I                   Micro economics
112203               Paper-II                 Bangladesh Economy



বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং

Paper Code            Paper                             Paper Title

112401                   Paper-I                          Principles of Finance
112403                   Paper-II                         Law and Practices of Banking and Insurance

----------------------------------------------------

যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ]

Post a Comment

3 Comments

Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)