যারা ডিগ্রি ১ম বর্ষ ‘বিবিএস (BBS)’ গ্রুপে ভর্তি হয়েছেন কিন্তু এখনো বইয়ের সকল তালিকা জানতে পারেন নি, তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ডিগ্রি বিবিএস গ্রুপের সকল বইয়ের তালিকা শেয়ার করতে যাচ্ছি। তাই সবকটি বিষয়ের নাম এখনি জেনে নিন, আর নিজের কাছে নোট করে রাখুন।
ডিগ্রি ১ম বর্ষ বিবিএস বিভাগের জন্য রয়েছে একটি আবশ্যিক বিষয়, তা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া ১ম বর্ষে এই বিভাগের জন্য আলাদা আলাদা তিনটি করে ঐচ্ছিক বিষয়ও রয়েছে। ( এটা নির্ভর করে শিক্ষার্থীর পছন্দের উপর)। আপনি আপনার গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবেন সেই তিনটিই হবে আপনার ঐচ্ছিক বিষয়। মনে রাখবেন, ১ম বর্ষে প্রতিটি বিষয়ের ১ম পত্র ও ২য় পত্র করে মোট ৬ টি বিষয় এবং আবশ্যিক বিষয় সহ মোট ৭ টি বই পড়তে হবে।
ডিগ্রি বিবিএস ১ম বর্ষের বই এর তালিকা
ডিগ্রি ১ম বর্ষের বিবিএস গ্রুপের আবশ্যিক বিষয় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ।
অন্যান্য বিষয় - 💭
বিষয় : হিসাববিজ্ঞান
Paper Code Paper Paper Title
112501 Paper-I Principles of Accounting
112503 Paper-II Auditing
বিষয় : ব্যবস্থাপনা
Paper Code Paper Paper Title
112601 Paper-I Introduction to Business
112603 Paper-II Fundamentals of Management
বিষয় : মার্কেটিং
Paper Code Paper Paper Title
112301 Paper-I Principles of Marketing
112303 Paper-II Export-Import Management
বিষয় : অর্থনীতি
Paper Code Paper Paper Title
112201 Paper-I Micro economics
112203 Paper-II Bangladesh Economy
বিষয় : ফিন্যান্স ও ব্যাংকিং
Paper Code Paper Paper Title
112401 Paper-I Principles of Finance
112403 Paper-II Law and Practices of Banking and Insurance
----------------------------------------------------
3 Comments
vlo laglo
ReplyDeleteThanks for your comment 🔃
Deletegood
ReplyDeletepost a comment
Emoji