যাদের ফেসবুক পেজ রয়েছে তারা অনেকে তাদের পেজ এর জন্য Admin, Editor, Moderator, Advertiser, Analyst সদস্য তৈরী করেন। কিন্তু কথা হচ্ছে এদের প্রত্যেকটার কাজ কি ? যদি আপনি এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই পোস্টে আমরা ফেসবুক পেজের Admin, Editor, Moderator, Advertiser, Analyst এদের প্রত্যেকের কাজ কি তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
ফেসবুক পেজে Admin, Editor, Moderator, Advertisers এবং Analysts এরা সকলেই চাইলে সবকিছু করতে পারে না, শুধু মাত্র এডমিনের হাতেই সমস্ত ক্ষমতা থাকে।
ফেসবুক পেজের Admin, Editor, Moderator, Advertiser, Analyst এদের কাজ কি
ফেসবুক পেজ Admin :
১) পেজের সেটিং পরিবর্তন করতে পারে।
২) পেজের রুলস পরিবর্তন করতে পারে।
৩) এপস যুক্ত করতে পারে।
৪) যেকোন এডমিনকে রিমুভ করতে পারে।
৫) যেকোন পোস্ট তৈরি বা ডিলেট করতে পারে।
৬) যেকোন কমেন্ট ডিলেট করতে পারে।
৭) যাকে ইচ্ছে পেজ থেকে ব্লক বা রিমুভ করতে পারে।
৮) মেসেজ পাঠাতে পারে।
৯) পেজের জন্য এডস তৈরি করতে পারে।
১০) পেজ পাবলিশ করতে পারে।
১১) পেজের View Insights দেখতে পারেন।
অর্থ্যৎ পেজের সকল ক্ষমতা একমাত্র এডমিন এর কাছে থাকে।
ফেসবুক পেজ Editor ও Moderator :
এডমিনের পরে দ্বিতীয় স্থানে আছে ফেসবুক পেজ Editor ও Moderator, এরা এডমিনের মতোই সব কিছু পারে শুধু কোন এডমিনকে রিমুভ করতে পারবে না।
ফেসবুক পেজ Moderator :
১) পেজ থেকে মেসেজ পাঠাতে পারেন।
২) যে কোন কমেন্ট ডিলেট করতে পারেন।
৩) পেজের যেকোন সদস্যকে ব্লক বা রিমুভ করতে পারেন।
৪) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।
৫) পেজ পাবলিশ করতে পারেন।
৬) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।
৭) পেজের View Insights দেখতে পারেন।
ফেসবুক পেজ Advertisers :
১) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।
২) পেজ পাবলিশ করতে পারেন।
৩) পেজের View Insights দেখতে পারেন।
ফেসবুক পেজ Analysts :
১) পেজ পাবলিশ করতে পারেন।
২) পেজের View Insights দেখতে পারেন।
উপরের বিষয়গুলো পড়ে আশা করি বুঝেছেন কোন এডমিন কি কি করতে পারে তাই আগে ঠিক করে নিন আপনার পেজের জন্য কাকে কি ধরনের এডমিন বানাবেন কারণ আপনার একটু ভুলের জন্য কোন অচেনা কাউকে আপনার পেজের দায়িত্ব দিলে আপনার পেজ নষ্ট বা হ্যাক হয়ে যেতে পারে।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji