Facebook Page এর এডমিন কিভাবে Add ও Remove করতে হয়

বর্তমান সময়ে সব থেকে বড় সোশ্যাল মিডিয়া সাইট হলো ফেসবুক আর এখন প্রায় সকলের কাছেই ফেসবুক একাউন্ট আছে। তাদের মধ্যে অনেকের আবার ফেসবুকে পেজও আছে। সাধারণত ফেসবুক পেজ নানা কারণে তৈরী করা হয়। যেমন : ব্যবসার জন্য, আড্ডার জন্য, ভিডিও পাবলিশ করার জন্য ইত্যাদি ইত্যাদি। যেহেতু ফেসবুক ফ্রেন্ডের একটা লিমিট আছে, এখানে ৫ হাজারের বেশি বন্ধু এড করা যায় না, তাই অনেকে তাদের ফ্যান ফলোয়ারদের জন্যও প্রোফাইলের পাশাপাশি ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন।
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন
কিন্তু কথা হচ্ছে অনেকেই জানেন না যে , কিভাবে ফেসবুক পেজে যেকাউকে এডমিন হিসাবে এড করতে হয় কিংবা রিমুভ করতে হয় । আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এর এডমিন ‍এড করবেন এবং রিমুভ করবেন। ফেসবুক পেজে এডমিন কিভাবে যুক্ত করে তা জানার আগে আপনার এটা জানার দরকার এডমিন প্যানেলের কার কি কাজ। ফেসবুক পেজে এডমিন প্যানেলে ৫ টা মোড রয়েছে, যথা: Admin, Editor, Moderator, Advertisers এবং Analysts ... এরা সকলেই চাইলে সবকিছু করতে পারে না, শুধু মাত্র এডমিনের হাতেই সমস্ত ক্ষমতা থাকে।
ফেসবুক পেজের Admin, Editor,  Moderator, Advertiser, Analyst এদের কাজ কি
ফেসবুক পেজ Admin :
১) পেজের সেটিং পরিবর্তন করতে পারে।
২) পেজের রুলস পরিবর্তন করতে পারে।
৩) এপস যুক্ত করতে পারে।         
৪) যেকোন এডমিনকে রিমুভ করতে পারে।
৫) যেকোন পোস্ট তৈরি বা ডিলেট করতে পারে।
৬) যেকোন কমেন্ট ডিলেট করতে পারে।
৭) যাকে ইচ্ছে পেজ থেকে ব্লক বা রিমুভ করতে পারে।
৮) মেসেজ পাঠাতে পারে।     
৯) পেজের জন্য এডস তৈরি করতে পারে।
১০) পেজ পাবলিশ করতে পারে।   
১১) পেজের View Insights দেখতে পারেন।
অর্থ্যৎ পেজের সকল ক্ষমতা একমাত্র এডমিন এর কাছে থাকে।


ফেসবুক পেজ Editor ও Moderator :
এডমিনের পরে দ্বিতীয় স্থানে আছে ফেসবুক পেজ Editor ও Moderator, এরা এডমিনের মতোই সব কিছু পারে শুধু কোন এডমিনকে রিমুভ করতে পারবে না।     
১) পেজের সেটিং পরিবর্তন করতে পারেন।
২) পেজ থেকে মেসেজ পাঠাতে পারেন।
৩) যেকোন পোস্ট তৈরি বা ডিলেট করতে পারে।
৪) যে কোন কমেন্ট ডিলেট বা রিমুভ করতে পারেন।
৫) যে কোন মেম্বারকে রিমুভ বা ব্লক করতে পারেন।
৬) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।
৭) পেজ পাবলিশ করতে পারেন।   
৮) পেজের View Insights দেখতে পারেন।
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন
ফেসবুক পেজ Moderator :
১) পেজ থেকে মেসেজ পাঠাতে পারেন। 
২) যে কোন কমেন্ট ডিলেট করতে পারেন।
৩) পেজের যেকোন সদস্যকে ব্লক বা রিমুভ করতে পারেন।
৪) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।
৫) পেজ পাবলিশ করতে পারেন।
৬) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।       
৭) পেজের View Insights দেখতে পারেন।   
ফেসবুক পেজ Advertisers :
১) পেজের জন্য এডস তৈরি করতে পারেন।
২) পেজ পাবলিশ করতে পারেন।
৩) পেজের View Insights দেখতে পারেন।


ফেসবুক পেজ Analysts :
১) পেজ পাবলিশ করতে পারেন।
২) পেজের View Insights দেখতে পারেন।
উপরের বিষয়গুলো পড়ে আশা করি বুঝেছেন কোন এডমিন কি কি করতে পারে তাই আগে ঠিক করে নিন আপনার পেজের জন্য কাকে কি ধরনের এডমিন বানাবেন কারণ আপনার একটু ভুলের জন্য কোন অচেনা কাউকে আপনার পেজের দায়িত্ব দিলে আপনার পেজ নষ্ট বা হ্যাক হয়ে যেতে পারে। 
-----------------------------
এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার পেজে এডমিন এড করবেন । নিচের ধাপগুলা মনোযোগ সহকারে  অনুসরণ করুন।                              
ধাপ : ১ - প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে যান এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন।
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন



ধাপ : ২ - এখান থেকে Page roles ক্লিক করুন।

কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন

ধাপ : ৩ - এবার Add Person to Page ক্লিক করুন।
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন

ধাপ : ৪ - এখানে আপনার যেই বন্ধুকে ফেসবুক পেজে এডমিন হিসাবে এড করতে চান তার নাম সার্চ করে নামের উপর ক্লিক করুন।   

কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন



ধাপ : ৫ - এখানে আগে থেকে Editor সিলেক্ট থাকে। উপরের সম্পূর্ণ বিষয় যদি পড়ে থাকেন তাহলে এডমিন, এডিটর, মডারেটর..... যেটা করতে চান সিলেক্ট করে Add ক্লিক করুন।

কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন

ধাপ : ৬ - এখানে আপনার পাসওয়ার্ড  চাইবে পাসওয়ার্ড দিয়ে Continue ক্লিক করলেই আপনার ফেসবুক পেজে এডমিন যোগ করা হয়ে যাবে।
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন

এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজ এর জন্য এডমিন,এডিটর এড করে নিতে পারবেন ।
--------------------------
ফেসবুক পেজে এডমিন ‍এড করার পর আপনার যদি মনে হয় তাকে রিমুভ করা প্রয়োজন তাহলে কিভাবে রিমুভ করবেন তা যদি না জেনে থাকেন তাহলে নিচের ধাপগুলা অনুসরণ করে খুব সহজে পেজের এডমিন বা এডিটরকে রিমুভ করে দিতে পারবেন।  


ধাপ : ১ - প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে যান এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন

ধাপ : ২ - এখান থেকে Page roles ক্লিক করুন।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৩ - এখানে সমস্ত পেজের এডমিন, ইডিটর,  মোডারেটর সবাইকে দেখতে পাবেন। যাকে আপনি পেজ এডমিন থেকে রিমুভ করতে চান তার পাশে Edit অপশানে ক্লিক করুন।
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?



ধাপ : ৪ - এবার Remove ক্লিক করুন।
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৫ - এরপর আপনার থেকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে Confrom অপশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে।
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?
এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজ এর এডমিন,এডিটরদের রিমুভ করে দিতে পারবেন ।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments